![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
"বৃষ্টি ভেজা সকালে তোমাকে এক পলক দেখা,
অসুখে বিছানায় শায়িত আমার পাশে সেবারত
তুমি আর তোমার ভালোবাসার রঙে রাঙানো
আমার দুনিয়া।“
ভুলে যেতে চাই আমি সেই সব পুরনো স্মৃতি
যা এই হৃদয়ে আজো দাবানলের মত জ্বলছে।
“সাবধানে থেক, অনেকদিন দেখা হবেনা,
নিজের প্রতি খেয়াল রেখ, একখানা ছবি
দিয়েছি ঘুমানোর আগে দেখবে, স্বপ্ন হয়ে
তোমার ঘুমে থাকবো আমি সারারাত।“
ভুলে যেতে চাই আমি সেই সব পুরনো কথা
যা বলেছিলে মুঠোফোনে,লিখেছিলে চিরকুটে।
“তোমাকে ছাড়া আমি থাকতে পারিনা, প্রয়োজনে
বিয়ের পিঁড়ি থেকে তোমার কাছে চলে আসবো,
একদম চিন্তা করোনা, আমি তোমারি ছিলাম আছি
থাকবো।“
ভুলে যেতে চাই আমি সেই সব পুরনো ওয়াদা
যা শুনেছি তব বুকে মাথা রেখে, হাতে হাত রেখে।
০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৩
অজানা তীর্থ বলেছেন: ভালোই বলেছেন "হুটহাট করে অতীত দিনের ঘটনা গুলো মন এসে যায়।" এই ব্যপারটা খুবই পীড়াদায়ক ।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: মানুষ কোনো কিছুই ভুলতে পারে না। হুটহাট করে অতীত দিনের ঘটনা গুলো মন এসে যায়।