|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
 
 
তোমাকে ভালোবাসি এমনটা আমি বলিনি। 
তোমার আগে কাউকে ভালোবাসিনি, ভালো 
লাগেনি এমনটা তুমি ধরে নিতে পারো, 
তাতে আমার কি আসে যায়? 
কারো মন পাবো এমনটা আর আশা করি না। 
এই পথ চলায় যাকে পাবো, তাকে তার মত 
আগলে নিবো, এমন কোনো অঙ্গীকার করি নি। 
তুমি আমাকে তোমার সব ভাবতে পারো, আমি 
তো আমার মতই চলেছি। 
আমি শুধু নিজের কিছু অভ্যাসের দাস হয়ে আছি, 
অধিকার দিয়েছ, তাই অভ্যাসগুলোর চর্চার সুযোগ 
পেয়েছি। এই সমাজে ভদ্রলোকের বদ অভ্যাসগুলো 
কেউ জানে না, তাই বলে আমি নিজেকে ভদ্র বলার
দাবি উত্থাপন করছি না। 
স্বেচ্ছায় রক্ত দান করার পর, যদি তা কোনো 
সুন্দরীর হৃদয়ে জায়গা করে নেয়, আমি তো 
বলতে পারি না তাঁহার হৃদয়ে আমার বাস। 
অধিকার ছেড়ে দিয়ে, অধিকার ধরে রেখে কাউকে 
জ্বালাতন করার মত বড় অপরাধ আর কিছু নেই।
আমি-তুমি কোনো এক ভাবে সম্পর্কিত, আর কিছু 
সম্পর্ক অসঙ্গায়িত থাকা উত্তম। তাই আবার ও বলছি, 
তুমিও শুধু নিজের কিছু অভ্যাসের দাসী হয়ে থেকো।
 ২০ টি
    	২০ টি    	 +২/-০
    	+২/-০  ১৮ ই আগস্ট, ২০২০  বিকাল ৪:৫৯
১৮ ই আগস্ট, ২০২০  বিকাল ৪:৫৯
অজানা তীর্থ বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য
২|  ১৮ ই আগস্ট, ২০২০  বিকাল ৫:২২
১৮ ই আগস্ট, ২০২০  বিকাল ৫:২২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লিখেছেন। শুভেচ্ছা নিন।
  ১৮ ই আগস্ট, ২০২০  বিকাল ৫:৩৬
১৮ ই আগস্ট, ২০২০  বিকাল ৫:৩৬
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৩|  ১৮ ই আগস্ট, ২০২০  রাত ৮:১২
১৮ ই আগস্ট, ২০২০  রাত ৮:১২
নেওয়াজ আলি বলেছেন: আপনার কবিতা মানেই অর্থপূর্ণ উপমা ।
  ১৮ ই আগস্ট, ২০২০  রাত ১০:৫২
১৮ ই আগস্ট, ২০২০  রাত ১০:৫২
অজানা তীর্থ বলেছেন: নেওয়াজ আলি ভাই আপনার বাড়ী মনে হয় ফেনীতে। উত্তরের আশায় রইলাম। আসলে ভাই একজন লেখক কেমন লিখেন তার প্রতিফলন দেখা যায় যখন দেখি পাঠক তা পড়ে বুঝতে পেরেছে। যখন দেখি লেখকের মনের কথা পাঠকের মনে একই সুরে বাজে। আপনারাই আমার কবিতা লিখার প্রেরণার অন্য উপকরণ।
৪|  ১৮ ই আগস্ট, ২০২০  রাত ৯:০৯
১৮ ই আগস্ট, ২০২০  রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।
  ১৮ ই আগস্ট, ২০২০  রাত ১০:৫৪
১৮ ই আগস্ট, ২০২০  রাত ১০:৫৪
অজানা তীর্থ বলেছেন: রাজীব ভাই মনে হচ্ছে কবিতার নাড়ী-নক্ষত্র বুঝে ফেলেছেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৫|  ১৮ ই আগস্ট, ২০২০  রাত ১০:২৬
১৮ ই আগস্ট, ২০২০  রাত ১০:২৬
শায়মা বলেছেন: ভালোাবাসাও এক রকমের অভ্যাস!!!
অভ্যাস থেকেও ভালোবাসা হয় তাইনা ভাইয়া!!!
  ১৮ ই আগস্ট, ২০২০  রাত ১১:৫০
১৮ ই আগস্ট, ২০২০  রাত ১১:৫০
অজানা তীর্থ বলেছেন: শায়মা আপু কেমন আছেন? অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। আসলে আপু আমি ব্যার্থ তোমার প্রশ্নের উত্তর দিতে।
একটা ছেলে আর মেয়ের সত্যিকারের গল্প কবিতা আকারে লিখেছি। তোমাকে কাহিনী সারসংক্ষেপে আমি শুধু এইটুকু বলতে পারি, একজন(ছেলে) পুরোনো ভালোবাসার কিছু অভ্যাসের স্বভাবে এই সম্পর্কে জড়িয়েছে আরেকজন(মেয়ে) তার ভালোবাসার মানুষ সম্পর্কে সব জেনেও ভালোবেসেছে। সে মেয়ে নিজের ইচ্ছেতে অথবা নিজের অজান্তে ঐ একই অভ্যাসের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে যা ছেলেটি পেয়েছে তার প্রাক্তন ভালোবাসা থেকে।  এইবার ও হইতো ছেলেটির সাথে মেয়ের সম্পর্ক আগের সম্পর্ক গুলোর মত ভেঙ্গে যেতে পারে। হয়তো মেয়েটি আবার কাউকে ভালোবাসবে আর সে ভালোবাসায় মেয়েটিও  নতুন ছেলেটির সাথে আবার কোনো একপুরোনো অভ্যাসের দাসী হয়ে সম্পর্কে জড়িয়ে যাবে। 
 
আর তাই ছেলেটি মেয়েটিকে বলেছে “আমি-তুমি কোনো একভাবে সম্পর্কিত, আর কিছু 
সম্পর্ক অসঙ্গায়িত থাকা উত্তম। তাই আবার ও বলছি, 
তুমিও শুধু নিজের কিছু অভ্যাসের দাসী হয়ে থেকো”।  
বি.দ্রঃ এই ক্ষেত্রে পাঠক যে কোনো যে কোনো চরিত্রে রদবদল করতে পারে। আমি শুধু বুঝানোর জন্যে আগে ছেলে ও পরে মেয়ে বলেছি। 
৬|  ১৯ শে আগস্ট, ২০২০  রাত ৩:৪১
১৯ শে আগস্ট, ২০২০  রাত ৩:৪১
রাজীব নুর বলেছেন: কবিতা বুঝতে চেষ্টা করি। মাঝে মাঝে কিছুটা বুঝতে পারি- এরকমইটাই মনে হয়।
  ১৯ শে আগস্ট, ২০২০  সকাল ৮:২৯
১৯ শে আগস্ট, ২০২০  সকাল ৮:২৯
অজানা তীর্থ বলেছেন: সুন্দর বলেছেন, পাঠক আর লেখকের মধ্যে এমনই সম্পর্ক থাকা উচিত।
৭|  ১৯ শে আগস্ট, ২০২০  সকাল ১০:৪১
১৯ শে আগস্ট, ২০২০  সকাল ১০:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কিছু সম্পর্ক এমনই থাকে।
  ১৯ শে আগস্ট, ২০২০  সকাল ১০:৫৩
১৯ শে আগস্ট, ২০২০  সকাল ১০:৫৩
অজানা তীর্থ বলেছেন: ঠিকই বলেছেন ভাই, কিছু সম্পর্ক এমন ই থাকে, আর এই জন্যে এই কবিতার এমন নাম দেওয়া। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৮|  ১৯ শে আগস্ট, ২০২০  দুপুর ১:১৫
১৯ শে আগস্ট, ২০২০  দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুন্দর বলেছেন, পাঠক আর লেখকের মধ্যে এমনই সম্পর্ক থাকা উচিত। 
আমার একটা দুঃখ আমার হাতে কবিতা আসে না। এত চেষ্টা করি একটা মহৎ কবিতা লেখার। কোনো শব্দ আমাকে ধরা দেয় না।
  ১৯ শে আগস্ট, ২০২০  রাত ৯:৫৫
১৯ শে আগস্ট, ২০২০  রাত ৯:৫৫
অজানা তীর্থ বলেছেন: “একটা মহৎ কবিতা” লেখবেন যেইদিন(ইনশাল্লাহ) সেইদিন আপনার আর হাজার খানা কবিতা লিখার অভাব রইবেনা। আপনি ভালো গদ্য লিখেন এটা যেমন সত্য একদিন একখানা মহৎ কবিতা লিখবেন এটাও সত্য। আপনার জন্য শুভকামনা থাকলো।
৯|  ১৯ শে আগস্ট, ২০২০  দুপুর ২:১১
১৯ শে আগস্ট, ২০২০  দুপুর ২:১১
নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: লেখা ভাল হয়েছে তবে কয়েকটা বাংলা বানান ঠিক করে দেবেন। স্বেচ্ছা, জায়গা ইত্যাদি।
  ১৯ শে আগস্ট, ২০২০  রাত ১০:০৪
১৯ শে আগস্ট, ২০২০  রাত ১০:০৪
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আমি ভুল ঠিক করার চেষ্টা করেছি। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
১০|  ১৯ শে আগস্ট, ২০২০  দুপুর ২:৩৩
১৯ শে আগস্ট, ২০২০  দুপুর ২:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রেম ছাড়া কি ববিতা লেখা সম্ভব?
  ১৯ শে আগস্ট, ২০২০  রাত ১০:০৬
১৯ শে আগস্ট, ২০২০  রাত ১০:০৬
অজানা তীর্থ বলেছেন: আমার জানা নেই দাদা, তাই সঠিক উত্তর দিতে পারলাম না। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০২০  বিকাল ৪:৪৪
১৮ ই আগস্ট, ২০২০  বিকাল ৪:৪৪
ঘরহীন বলেছেন: সুন্দর কবিতা।