![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
বৃষ্টি হয়ে হৃদয়ের শ্যামল মেঘ সরিয়ে,
ভালোবাসার সবিতা হয়ে দুঃখের ঘন
ধূমিকা কাটিয়ে, জানি তুমি আসবেনা
ফিরে, তোমার সুখের প্রয়োজনে।
স্তব্দবিরাণ দুজনার সাজানো ঘর আর
ধুলাবালিতে ঢেকে যাওয়া ছবির ফ্রেমে
স্মৃতিগুলো পড়ে থাকে অনাথের মত,
তোমার আসার অপেক্ষায় আর বুকে
নিয়ে বোবা কান্নায়। জানি তুমি আর
আসবেনা ফিরে, ভাসবেনা ভালো।
২৩ শে আগস্ট, ২০২০ ভোর ৪:১৪
অজানা তীর্থ বলেছেন: প্রিয় নেওয়াজ আলি ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্যে। ভূল না করলে শিখবো কি করে দাদা? মাঝে মাঝে ভালো ব্যাটসম্যান ও শূন্য রানে আউট হয়।
২| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ২:০০
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: শব্দের ব্যবহার ভালো ছিল কিন্তু আখেরে ব্যাটে-বলে হয় নি।
২৩ শে আগস্ট, ২০২০ ভোর ৪:১৭
অজানা তীর্থ বলেছেন: সিদ্ধাচার্য লুইপা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্যে। আমার মনে হয় কবিতার নামকরণ সঠিক হয়নি। এছাড়া আপনার কাছে ঠিক কোন ক্ষেত্রে অমিল লাগছে তা বললে হয়তো বেটে বলে মিলে যেতে পারে। নিরন্তর শুভকামনা আপনার জন্য।
৩| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৮:০৩
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা, নিরন্তর শুভকামনা আপনার জন্যে।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৮
নেওয়াজ আলি বলেছেন: আপনি ভালো কবিতা লিখেন । কিন্তু এইটা অর্থবহ মনে হয়নি