![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
কোথায় ভালোবাসা? কোথায় সুখ এই
জগতে? আমায় আবার বন্দী করে নাও
তোমার হিয়ার চার দেয়ালে। এই মায়ার
পৃথিবী চলে বিষাক্ত চিন্তার সমীকরণে।
সেই চেনা পথ, যে পথে তুমি নেই আমি
বড় ভীতসন্ত্রস্ত, লাগছে প্রতি কদমে ভয়,
আবার যদি দেখা না মিলে তোমার, আবার
যদি তোমার কাছে ফিরে যেতে না পারি?
আমায় আবার ফিরিয়ে নাও তোমাতে,
আগলে রাখো তোমার ভালোবাসার অসীম
উষ্ণতা ঘেরা উঠোনে, আমি আবার খেলবো
কানামাছি এই ভয়ের শীতের কাঁপুনি ভুলে।
আমায় আর যেতে দিওনা, আমায় রেখো
বন্দী করে, তোমার হিয়ার চার দেয়ালে।
আমি রইবো তোমার-আমার কথার মিছিলে,
শুনতে চাই তোমার সেই অট্ট হাসির সুর
পুরোনো সোডিয়াম বাতির আলোতে,
খুব মন দিয়ে শুনবো তোমার বাকবিতণ্ডার
বেসুরো সুর। আর যেতে দিওনা আমায়, কে
জানে কপালের খেল, মনে জাগে সংশয়, এই
মায়ার পৃথিবী চলে বিষাক্ত চিন্তার সমীকরণে।
বি.দ্র. এই ছবিখানা জলের উপর প্রতিফলনের। ব্যাক্তিগত ভাবে সংরক্ষিত।
২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৩
অজানা তীর্থ বলেছেন: আমার ব্লগে স্বাগতম দাদা, হুম ঠিক ধরেছেন। নিরন্তর শুভকামনা আপনার জন্যে দাদা।
২| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৭
নেওয়াজ আলি বলেছেন:
অপূর্ব লেখা
২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৫
অজানা তীর্থ বলেছেন: এইতো নেওয়াজ দাদার কাছে আজকের কবিতা ভালো লেগেছে। তা আজকের কবিতা অর্থবহ লেগেছে মনে হচ্ছে দাদা
৩| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন। ভাষা সুন্দর।
২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫২
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নুর ভাই মন্তব্যের জন্য। আপনার প্রতি রইলো নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১০:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় কবি দা