নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

নিও আমার খোঁজ

২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৮


লিখছি তোমার নামে, তুমি নিও
আমার খোঁজ, যেকটা দিন বেঁচে
ছিলাম আপত্তি কিসে, আমি ছিলাম
তোমার কবে?
হঠাৎ যদি জানতে চাও, দিচ্ছি তোমায়
ঠিকানা- এইতো কিছুদূর সামনে দেখা যায়,
সবকিছুই যে বদলে গেছে সেথায়,
বদলায় অজ্ঞাতসারে।

হঠাৎ যদি জানতে চাও, দিচ্ছি তোমায়
ঠিকানা,তুমি নিও আমার খোঁজ,
"কোথায় আছি একলা আমি কেমন করে"।

তোমার আলো, আমার আধার
তোমার আকাশ, আমার মাটি।
সকাল-দুপুর-সন্ধ্যে, অনন্ত ঘুমের
ইচ্ছে নিয়ে সেথায় আমার বাস।

যদি তুমি জানতে চাও তবে এসে
বুঝে নিও নিজের মত,দিচ্ছি তোমায়
ঠিকানা, নিও আমার খোঁজ,
"তুমিহীনা অনন্ত জীবন আর অসীমে থাকা আমি"।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

করুণাধারা বলেছেন: যে কটা দিন বেঁচে ছিলাম
আপত্তি কিসের...


তারমানে কি এখন ঠিকানা আকাশে!!!

কবিতা ভালো লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

অজানা তীর্থ বলেছেন: ঠিকই ধরেছেন, এখন ঠিকানা আকাশে। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

২| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

রাজীব নুর বলেছেন: এই সমাজে কেউ কারো খোঁজ রাখে না।

২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

অজানা তীর্থ বলেছেন: খোঁজ রাখা উচিৎ, যারা রাখেনা তারা যাযাবর। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৩| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল।

২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

অজানা তীর্থ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৪| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৬

নেওয়াজ আলি বলেছেন: অনুপম কাব্য।

২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩৯

অজানা তীর্থ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আলি ভাই। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৫| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: খোঁজ রাখা উচিৎ, যারা রাখেনা তারা যাযাবর। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

ভালো থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪০

অজানা তীর্থ বলেছেন: করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। ভাইরাস আমাকে ধরলে ভালোই হতো কিছু মানুষকে ছড়িয়ে দিতে পারতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.