|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অজানা তীর্থ
অজানা তীর্থ
	আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
হয়তো তোমায় দিতে পারিনি –
বর্ণহীন একটি মৃত গোলাপ, একটুকরো 
কাঁচের ভাঙ্গা কাঁকন, আঠাহীন পুরনো 
একটি টিপ, রংখসা একটি পুরনো শাড়ি।
তবুও ভালবেসেছিলে, রক্তের নহরে যে 
কাঁটা ভরা পথের শুরু করছিলে, সে রক্ত
গঙ্গা আজো আমার প্রতিটি শিরা-উপশিরায় 
প্রবাহমান। 
কোথায় পাবো তোমার মত? 
কোথায় ভালোবাসা? 
কোথায় সুখ এইজগতে? 
আমিতো আমাকে জানিনা, না চিনতে শিখেছি, 
আমি বুঝিনি, বুঝতে শিখিনি, তোমাকে বুঝি;
তোমাতে সুখ, তোমাতে দু;খ তোমাতে
আমি, তোমাতেই আমার সব। 
পরিবার, সমাজ, বন্ধু, স্বজন কিছুই দেখিনি
সব পরতে তুমি, তুমি ছাড়া সব ধোঁয়াশা।  
তোমার তো সবই আছে, আমার শুধু তুমি।    
আমি অনেক স্বার্থপর, তুমি যে শুধু আমার। 
তুমি কি জানো? তুমি কি বুঝ? 
তবে জেনে নাও, তবে বুঝে নাও 
তুমিহীনা আমার আমিঃ  
“সেই চেনা পথ, যে পথে তুমি নেই আমি  
বড় ভীতসন্ত্রস্ত, লাগছে প্রতি কদমে ভয়, 
আবার যদি দেখা না মিলে তোমার, আবার 
যদি তোমার কাছে ফিরে যেতে না পারি?”  
আর যদি বুঝতে পারো তবে আমায় আর
যেতে দিওনা, আমায় রেখো বন্দী করে, 
তোমার হিয়ার চার দেয়ালে। আমি রইবো 
তোমার-আমার কথার মিছিলে, শুনতে চাই 
তোমার সেই অট্ট হাসির সুর পুরোনো সোডিয়াম 
বাতির আলোতে, খুব মন দিয়ে শুনবো তোমার 
বাকবিতণ্ডার বেসুরো সুর। আর যেতে দিওনা 
আমায়, কে  জানে কপালের খেল, মনে জাগে 
সংশয়, এই মায়ার পৃথিবী চলে বিষাক্ত চিন্তার সমীকরণে।
বি.দ্র. এই কবিতাটি আমার আগের কিছু কবিতা নিয়ে পুনরায় লিখা। আমার এক বন্ধু্র অনুরোধে এমন করে লিখার পর আমার নিজের কাছে ভালো লাগলো তাই কিছু নতুন বাক্যের সংযোজন করে এই মিশ্রণ ব্লগে তুলে ধরলাম।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১:০৬
২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১:০৬
অজানা তীর্থ বলেছেন: আপনার মন্তব্য আমার লেখাটির একটি স্বার্থক ফিডব্যাক। খুবই খুশি হলাম আর আপনার জন্য রইলো নিরন্তর ভালোবাসা।
২|  ২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১:১৪
২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১:১৪
স্প্যানকড বলেছেন: ভালো হইছে খুব
  ২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১:৩৭
২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১:৩৭
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ spanked আপনার মন্তব্যের জন্য, আপনার প্রতি রইলো নিরন্তর ভালোবাসা।
৩|  ২৭ শে নভেম্বর, ২০২০  রাত ২:৩০
২৭ শে নভেম্বর, ২০২০  রাত ২:৩০
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার প্রকাশ।
  ২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:৩৫
২৭ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:৩৫
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নেওয়াজ ভাই, নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১২:৫৪
২৭ শে নভেম্বর, ২০২০  রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
ভাষা সুন্দর। আবেগ আছে। ভালোবাসা আছে। পাওয়া না পাওয়া আছে।