নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

তুমি ছেড়ে গেলে...

০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৩


গয়নার নৌকা ছড়ে তাঁহার নাগরের
আসতে একদমই দেরি হলনা, পাড়ে
বসে পাশ থেকে গবুচন্দ্রের মত তাঁহার
নাগরের অধরে কথার তালে সিগারেট
টানার খুবি উপলব্ধি করছিলাম।

আশ-পাশে মানুষের ভীড় বাড়ছিল,
নাগর এসে আমাকে জিগাসা করলো
-ভাই নৌকার ঘন্টা কত?
শ’টাকায় দর-দাম ঠিক করিয়া দু’জনে
উঠিয়া বসিল।

-স্যার কয় যাবেন?
-উত্তর দিকে নৌকা কম, ঐ দিকে যান।
সিগারেট খান? এই নিন এটা আপনার।

মনে মনে অনেক খুশি হয়েছি,
সাহেবের মত মানুষ হয়না।

-সাহেব আপনি অনেক ভালো মনের
মানুষ, আপা আপনি কিন্ত জিতছেন।

আপাত দৃষ্টিতে তাদের কথোপকথন
খুনশুটি মনে হলেও, বেশ খানিক দূরে
যাবার পর কূটবাসী নাগরের কূটযুদ্ধ
আমার কাছে স্পষ্টতর হতে লাগলো।

“তোমাকে ভালোবাসি এমনটা আমি বলিনি।
তোমার আগে কাউকে ভালোবাসিনি, ভালো
লাগেনি এমনটা তুমি ধরে নিতে পারো, তাতে
আমার কি আসে যায়? আমি শুধু নিজের কিছু
অভ্যাসের দাস হয়ে আছি, অধিকার দিয়েছ,
তাই অভ্যাসগুলোর চর্চার সুযোগ পেয়েছি।”

“ভালোই বলেছ! আচ্ছা স্বেচ্ছায় গরল
পান করার পর, আমি যদি মাটিতে লুটিয়ে
পরি আমাকে বাঁচাতে কি তুমি আসবেনা?
নাকি তখনো নীতি কথার ঝর্ণা আমার
কানে প্রবেশের রাস্তা বানিয়ে বলবে—
তুমি তো জেনে শুনে বিষ পান করেছে, এখন মর।

ধর্মের দোহায় দিয়ে আমাদের সম্পর্কে
আর ছোট করতে চাইনা, শুনেছি বিয়ে
তার ইচ্ছেতে হয়, তোমাকে যদি না পাই
তবে মরে যাবো। রক্তের বন্ধন ছিন্ন করে
আসতে খুবই কষ্ট হয়েছে আমার, তবুও
আমি এসেছি, তোমাকে পাবো বলে।
সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবেসেছি, অমন
করে মুখ ফিরিয়ে নিওনা তুমি। তুমি ছেড়ে
গেলে যে আমার সর্বস্ব যাবে।"

ছবিঃ গুগল

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৩

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: রক্তের বন্ধন ছিন্ন করে আসা ঠিক হয়নি, আর কাউকে সর্বস্ব দিয়ে ভালবাসতে নেই, কেননা তখনই সে অবহেলা করতে শুরু করে।
চমৎকার লিখেছেন। ধন্যবাদ। পোস্টে লাইক।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৩

অজানা তীর্থ বলেছেন: প্রিয় মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভাই, আপনার মূল্যবান মন্তব্য এবং প্রিয়তে নেবার জন্য অসংখ্য ধন্যবাদ।
রক্তের বন্ধন ছিন্ন করে আসা ঠিক হয়নি, আর কাউকে সর্বস্ব দিয়ে ভালবাসতে নেই, কেননা তখনই সে অবহেলা করতে শুরু করে। খুব সুন্দর একটি দিক তুলে ধরেছেন। তবে যেকটা বাঙালি মেয়ে আমি দেখেছি তারা প্রেমে পতিত হবার পর এমনটাই ঘটেছে। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

অধীতি বলেছেন: ভালবাসা ব্যাক্তিত্ব ধরে রাখতে বাঁধা হয়ে দাঁড়ায়। ব্যাক্তিত্ব ধরে রাখতে পারলে ভালবাসা নিখুঁত হয়,স্বনির্ভর হয়।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮

অজানা তীর্থ বলেছেন: প্রিয় অধীতি ভাই, আপনার মন্তব্য এই কবিতার মূলভাব কে দারুন ভাবে ফোকাস করেছে।
ভালবাসা ব্যাক্তিত্ব ধরে রাখতে বাঁধা হয়ে দাঁড়ায়। ব্যাক্তিত্ব ধরে রাখতে পারলে ভালবাসা নিখুঁত হয়,স্বনির্ভর হয়।
মানুষ যখন প্রেমে পড়ে তখন সে নতুন ভাবে নিজেকে আবিস্কার করে, কোথাকার জল যে গড়িয়ে কোথায় যাচ্ছে তা লাপাতা হয়ে যায়। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
আমি নাট্যকার হলে এই কবিতা দিয়ে একটা নাটক বানিয়ে ফেলতাম।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

অজানা তীর্থ বলেছেন: হা.হা.হা.আমি নাট্যকার হলে এই কবিতা দিয়ে একটা নাটক বানিয়ে ফেলতাম। আমিও ভাবছি আপনাকে সাহায্য করা যায় কি করে। একটা ক্যামরা মৃত প্রায়, আরেকটা জীবিত। আপনার কথা শুনে আমার মনে লাড্ডূ ফুটেছে। মনে হচ্ছে ক্যামরাগুলো জান ফিরে পেতে যাচ্ছে। নিরন্তর শুভকামনা দাদা।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৫

নেওয়াজ আলি বলেছেন: ,অত্যন্ত সাবলীল ভাবে সাজানো  লেখাটি । ভীষণ ভালো লাগলো।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

অজানা তীর্থ বলেছেন: খুব খুশি হলাম আমার নেওয়াজ দাদার বোধগম্য হয়েছে জেনে। নিরন্তর শুভকামনা রইলো দাদা।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে সুন্দর একটা ছবি ব্যবহার করেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

অজানা তীর্থ বলেছেন: আমি পাইলাম ইহাকে পাইলাম...খুব দারুণ একটি ফিডবেক দিয়েছেন। ইনশাল্লাহ পরবর্তীতে ছবি সংযোজনের ব্যপারটি আমার মাথায় আরো ভালো করে সেট করে দেবার জন্য আবারো ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.