নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

প্রতিভাষ

১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২


পাঁচ বছর পর প্রাক্তনের সাথে দেখা হল,
২৮ বছরের যুবতী, মুখোমুখি হতেই বলে উঠলাম
"যুগের হাওয়া বদলেছে, তারপর কেমন আছ তুমি? "
কোনো উত্তর দিলনা, খানিকটা সামনে এগিয়ে
পিছন থেকে আমার হাত ধরে বললো -
"শেষ চিঠির প্রতিভাষ দাওনি কেন? ভালো থেকো।"

তার হাতের ছোঁয়া আর সিগারেটের ধোঁয়া আমাকে
কেমন যেন বোবা করে ফেলেছিল, আর খুব বলতে
ইচ্ছে করছিল তবে শুনে যাও আমার প্রতিভাষ-

"তুমি আমাকে যে ভাবে কাছে আগলে নিয়েছিলে,
নিজের অজান্তে যে গহীন অরণ্যে আমি প্রবেশ
করেছিলাম তার শেষ টা আমার জানা ছিলনা।
তোমার মাঝে যে প্রাচুর্য ছিল তা না বুঝেও লোভ
হয়েছিল, হয়তো আমি ছেলে আর তুমি মেয়ে বলে।

ঐ গহীন অরণ্যে একবার যে প্রবেশ করে সে আর
বের হতে পারেনা, এমনটাই তুমি বুঝিয়ে ছিলে।
আমি ও পথ চলতে শুরু করেছিলাম, বুকে সাহস
নিয়ে। বেশ বড় পথ অতিক্রম করে একটি পুরনো
গুহার সামনে নিজের অবস্থান আবিষ্কার করলাম।
হঠাৎ এক অলৌকিক শব্দ এসে আমার কানে বলে
গেল, গুহার দরজায় কড়া নাড়তে, ঠক...ঠক...ঠক।

অতঃপর পুরো শরীর ঘাম সিক্ত হয়ে উঠে, আমি
শিহরিত হয়ে উঠি, বড্ড বিচলিত হয়ে উঠি, তারপর
মনের সাথে যুদ্ধ করে সেখান থেকে প্রস্থান করলাম।"

তার লেখা শেষ চিঠি তে লিখেছিল- "তুমি কি
জানতে না দরজার ছিটকানি খোলা রেখেও দরজা
বন্ধ রাখা যায়। তুমি কেন প্রবেশ করলেনা? কিছু
অধিকার বুঝে নিতে হয়, দু'দিন বাদে আমার বিয়ে...।"

সে চলে গেলো, আমি আজো জবাব দিতে পারিনি
বিষ্ময় নিয়ে শুধু তাকে দেখেছিলাম।
ছবিঃ গুগল

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।
কবিতায় কোনো ভান নেই, ভনিতা নেই।

১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৫

অজানা তীর্থ বলেছেন: এশিয়ান লেখকরা একটু ঘুরিয়ে লেখা লিখতে পছন্দ করে, এতে করে যে পড়ে সে কয়েকবার পড়ে নিজের মত করে সারমর্ম বুঝে নেই। ফলে কিছুটা হলেও লেখকে যা বলতে চেয়েছেন তার বিচ্যুতি ঘটে অথবা অনেক ক্ষেত্রে পাঠক কিছুই বুঝেন না। জীবন কে যত সহজ করা যায় ততই ভালো। শুভকামনা আপনার জন্য।

২| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০০

রামিসা রোজা বলেছেন:

মন বিচলিত করা কবিতা , ভালো লাগলো ।

২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

অজানা তীর্থ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.