নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

তরুণ আর পাষাণ

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৬


সমুদ্র নাকি অনেক বিশাল অনেক সুন্দর,
মন ভালো না তাই না যাওয়ার ইচ্ছে নিয়ে
ঘরে বসে ছিলাম। হঠাৎ কর্ণপাত হল কারা
যেন দূর হতে করুণ সুরে আমাকে ডাকে।
আমি আবার কর্ণপাত করলাম, তারা বলছে
"ভাই একটি বার আমাদের কথা শুনে যাও।"

আমার ঘরে বসে থাকা হলনা, আমি ছুটে
গেলাম সেখানে, যেখানে হাজার কৃষ্ণপ্রস্তর
বসে আছে আমি তাদের কথা শুনবো বলে।

তাদের কাছে ঘেঁষতে প্রথমে ভয় পেয়ে যায়,
ওরা আমাকে বললো "ভয় পাবেন না, আমরা
আপনাকে ডুবাবোনা, আপনি দাঁড়িয়ে কেন?
বসুন, বসুন আমাদের বুকের উপর, সৌন্দর্য
বলতে যা ছিল তা অনেক আগেই হারিয়েছি।"

সবচেয়ে বড় আর উঁচু পাথরের বুকে আমি
বসলাম। তারপর বললাম, কি সে দুঃখ যার
সুর এতটা করুণ, তবে দেখছেনা কেন অরুণ?

"আমি পাষাণ জনাব, যে কৃষ্ণ পাথরগুলো
দেখছেন আমি তাদের রাজা জনাব, আমরা
বড় অসহায়, আমরা যখন এই নোংরা পানির
সমাজে ছিলাম, তখন আমাদের বুকে এমন
ক্ষত ছিলনা, যখন বুঝলাম তারা ভালো না,
আমরা কিনারে এসে নিজেদের সমাজ করি।

কিন্তু কি বলবো জনাব, তাদের কে বিদায়ের
এত বছর পরেও আমরা ভালো নেই জনাব।
তাদের পরিমাণ এত বেশি যে, চার পাশে শুধু
তাদের আনাগোনা, পাষাণ হয়েও পারছিনা
নিজেদের অস্তিত্ব ধরে রাখতে। আপনি তরুণ,
আপনি মানুষ, আপনি আমাদের কে নিয়ে
চলুন সেখানে, যেখানে এমন বিষাক্ত জলের
ছোঁয়া নেই, নেই কোনো অস্তিত্ব।"

তাদের কথা শুনে আমি চোখ থেকে চশমা
খুলে বললাম "ভাই পাষাণ, তোমাদের যেমন
একটি অরুণ রক্ষা করতে পারছেনা, তেমনি
আমার মত একজন তরুণ ও তোমাদের রক্ষা
করতে পারবেনা। তোমাদের বাঁচাতে দরকার
আমার মত হাজারো তরুণ, যারা সত্যিকারের
মুক্তির পথ খুঁজে দিবে সেই একটি অরুণের
আলোতে।"
বি.দ্রঃ আমি আর আপনি চাইলে এই সমাজ কে চেঞ্জ করতে পারবোনা। আমরা যদি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারি, তবে আমরা বেঁচে থাকতে পারবো, টিকে থাকতে পারবো এই সমাজে। কিন্তু যখন এই সমাজের ভন্ডামি, গোঁড়ামি আমরা তুলে ধরবো, সমাজ থেকে আলাদা হয়ে যাবো তখনো এই সমাজ আমাদের বাঁচতে দিবেনা, ঠিক যেমন সমুদ্রের পানি এসে পাথরের বুক ক্ষতবিক্ষত করে। আমাদের দেশের যিনি অরুণ তিনি একা কিছুই করতে পারবেনা, যেকোনো সমস্যা সমাধানে আমার আর আপনার মত লাখো তরুণের একসাথে হয়ে কাজ করতে হবে, তবেই আমরা টিকে থাকতে পারবো।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। সুন্দর ছবি।
শেষের কথা গুলোও ভালো।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৪

অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। নিরন্তর শুভকামনা আপনার প্রতি।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৫

মেহেদি_হাসান. বলেছেন: কবিতা ভালো লেগেছে।

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:২৪

অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ মেহেদি হাসান আপনার মন্তব্যের জন্য। পাঠকের সন্তুষ্টি একজন লেখকের জন্য সবচেয়ে বড় পাওয়া। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:০৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: পড়ে ভালো লাগলো।

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:২৭

অজানা তীর্থ বলেছেন: একজন কবির মন্তব্য পাওয়াতে খুবই ভালো লাগছে। ধন্যবাদ, জনাব হাফেজ আহমেদ আপনার মন্তব্যের জন্য। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখাগুলো কখন চলে যায়
দেখিই নাই সরি

খুব সুন্দর। ভালো লাগলো কবিতা

০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৯

অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু, অমন হয়, ব্যাপার না আপু :) । নিরন্তর শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.