![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
আর পারছিনা! তব অবহেলার বিষ যেন
মোর প্রতিটি শিরা-উপশিরা হয়ে হিয়ার
সবটুকু অনুভূতিকে জমাট করে রেখেছে।
বিষণ্ণতার রংতুলিতে ভিতরের মানুষটিকে
শুধু রাঙিয়ে গেলাম। নিজের ভুল না বুঝতে
শিখেছ, না আমার ভালোবাসা মেনে নিতে।
শত অভিযোগের মালা শুধু মোর গলায়।
তুমি শুধু অমাবস্যার আকাশ দেখতে শিখেছ,
পূর্নিমা স্নাত আকাশ কি দেখনা? তোমার মনের
বিরুদ্ধে বলছি না, তোমাকে অনেক ভালোবাসি
বলে বলছি, তুমি কি পারোনা একরাশ পূর্নিমার
বিপরীতে এই অন্ধকার মন বনে নিভু নিভু করে
উড়ে চলা একটি জোনাক পোকা হতে?
১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২২
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। কবিতাটি মূলত আমার এক বান্ধবীর সাথে কথা বলার পর লিখতে ইচ্ছে হলো। নিরন্তর শুভকামনা সর্বদা আপনার জন্য।
২| ১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৫
এম ডি মুসা বলেছেন: শুভ সকাল, সুন্দর কবিতা।
১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫০
অজানা তীর্থ বলেছেন: শুভ সকাল দাদা। অসংখ্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৪
মোঃ কবির হোসেন বলেছেন: বাহ কবিতাটি আমার কাছে অন্য রকম ভালো লাগলো।
১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫১
অজানা তীর্থ বলেছেন: শুভ সকাল দাদা। অসংখ্য ধন্যবাদ। আমার ও ভালো লেগেছে দাদা আপনার অনুভূতি জেনে। নিরন্তর শুভকামনা।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫০
ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা। এতো অভিমান কেন কবিতা জুড়ে?
১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৫
অজানা তীর্থ বলেছেন: শুভ সকাল দাদা। অসংখ্য ধন্যবাদ ইসিয়াক দা। সবকিছু উজাড় করে দিয়েও কেউ যদি ভালোবাসার সঠিক মূল্যায়ন না পায় সেই ব্যাক্তির অভিমান তো থাকবেই। নিরন্তর শুভকামনা।
৫| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১১
নেওয়াজ আলি বলেছেন: ঋদ্ধ বাক্যমালায় অপূর্ব । অপার মুগ্ধতা ।
১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১১
অজানা তীর্থ বলেছেন: প্রিয় নেওয়াজ ভাই কি আর বলিব! অনেক ঠান্ডা
আবার ঘুমিয়ে যাবো তার আগে বলে যায় অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। নিরন্তর শুভাকামনা।
৬| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। কবিতাটি মূলত আমার এক বান্ধবীর সাথে কথা বলার পর লিখতে ইচ্ছে হলো। নিরন্তর শুভকামনা সর্বদা আপনার জন্য।
কবিতা মূলত আবেগের খেলা।
আপনার মধ্যে যখন যেই আবেগ আসবে, অবহেলা না করে লিখে ফেলবেন। এই লেখা গুলোই একসময় আপনার সম্পদ হয়ে দাঁড়াবে।
১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৪
অজানা তীর্থ বলেছেন: আজ থেকে ৬ বছর আগে আমার এক কলিগ আমাকে আপনার এই মন্তব্যটি করেছিল, আজ আবার আপনি করেছেন। খুব সুন্দর একটি কথা বলেছেন আর ইহার প্রতিফলন আমি পেয়েছি। আপনার জন্য নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগময় কবিতা লিখেছেন।
কবিতার ভাষা সহজ সরল সুন্দর।
কবিতায় কোনো ঢং নেই, ভনিতা নেই।