![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
হিমেল যাবি? আবির যাবি?
যাবি সেক্টর বারো?
সেথায় আছে একটি আয়তাকার ঘর
যেথায় আমাদের এক বন্ধু বসত করে।
ঘরকুনো বন্ধু আমাদের, চল না যাই,
বাঞ্ছা করে দেখবো তারে।
এইতো মুদ্রাঙ্কনে লেখা তার নাম,
একদম ঠিক। ঠক, ঠক, ঠক……
কিরে আছিস তুই?
স্তব্ধ বিরান চারদেওয়ারি, অগাধ ঘুমের
নেশায় বন্ধু আমার। না বজ্রনাদ না ব্যস্ত
শহরের কোলাহল, কোনো কিছুই তো
বাজেনা তার কানে আগের সুরে।
ঠক, ঠক, ঠক…কিরে আছিস তুই?
এই কেমন নিলীন হয়ে যাওয়া?
এই কেমন পগারপারে তুই?
কেউ দেখেও দেখেনা তোকে।
এই কেমন একাকীত্বের সাধনা?
হাজার জনতার ভীড়ে তবুও একা।
হিমেল যাবি? আবির যাবি?
যাবি সেক্টর বারো?
**আর লেখার সামর্থ্য নাই বন্ধু ওপারে ভালো থাক।
**উৎসর্গঃ আমার জান্নাতবাসী বন্ধু উসামাহ
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৯
অজানা তীর্থ বলেছেন: আমিন। আপনার জন্য ও রইলো নিরন্তর শুভকামনা।
২| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২২
ইসিয়াক বলেছেন: আল্লাহ আপনার বন্ধুর বেহেশত নসীব করুন।
আমিন।
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০০
অজানা তীর্থ বলেছেন: আমিন। আপনার প্রতি নিরন্তর শুভকামনা দাদা।
৩| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: বন্ধুকে স্মরণ করে কবিতা লিখেছেন- এটা অনেক বড় ব্যাপার।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১২
পদাতিক চৌধুরি বলেছেন: পরপারের বন্দুর মাগফিরাত কামনা করি।
শুভেচ্ছা নিয়েন।