![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
আপনি যখন কোনো স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন তখন আপনার পরিচয় হবে একজন স্বেচ্ছাসৈনিক সেক্ষেত্রে আপনি না ডাক্তার, না প্রকৌশলী। আপনার মানবতার দিকটি হবে প্রজ্বলিত আলোর শিখা। আপনি মানুষ, আরেক জন মানুষের জন্য আপনার মানবতা।
কিন্তু এই স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের পিছনে ব্যাক্তিগত উদ্দেশ্য থাকলে আপনি একজন খরশান ব্যবসায়ী যে মানুষের আবেগের জায়গাটা কাজে লাগাচ্ছেন আর এই ভাবে প্রতারিত হচ্ছে আমার দেশের মানুষ।
কি চমৎকার মার্কেটিং নীতি তাই না? যারা কিনা স্বেচ্ছাসেবী কর্মকান্ডের নামে নিজের ব্যবসার ভিত্তি স্থাপন করছে।
করিম সিদ্ধান্ত নিলো সে এই দেশের পথশিশুদের বিনামূল্যে ইংলিশ শেখাবে। প্রায় তিন মাস যাবত বিনামূল্যে শেখানোর পর তার মত অনেক করিম তার দলে সংযুক্ত হলেন। পরবর্তীতে তারা একটি স্বেচ্ছাসেবী সংস্থা খোলেন যার নাম রাখলেন “শিখবে মানুষ, আলোকিত হবে বাংলা”।
এই সংস্থাটির মাধ্যমে তারা পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে নিজেদের কর্মকাণ্ড চালাতে থাকেন এবং এত দিনে সংস্থাটির বেশ নাম হয়েছে সারা দেশে এবং অনেক স্বেচ্ছাসেবী এই সংস্থার হয়ে কাজ করতে শুরু করে। যখনই সংস্থাটি থেকে কোনো অনুষ্ঠান করার পদক্ষেপ নেয়া হয় তারা ব্যানারের মাধ্যমে মূল বিষয়টি উপস্থাপন করেন।
শুরু থেকে সংস্থাটির কয়েকজন সদস্য লক্ষ্য করলেন এই পর্যন্ত যে কয়টি অনুষ্ঠান তারা করেছে সবকটির ব্যানারে “করিম ইংরেজী লার্নিং” এর লোগো সংযুক্ত থাকে এবং সময়ের সাথে সাথে রাজনৈতিক কিছু মানুষের নাম ও সেখানে সংযুক্ত হতে থাকে।
এইবার ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন।
ছবিঃ গুগল
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১২
অজানা তীর্থ বলেছেন: "ভালো কাজ করার ইচ্ছা থাকলে ভালো কাজ করা যায়।" সত্যি কথা বলেছেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
দুঃখজনক হলেও সত্য - এমনটিই দেখছি সর্বত্র। লোভ লালসা মানুষের এমন পর্যায়ে চলে গেছে যে কে কাকে কিভাবে ব্যবহার করছে তা সাধারণ কল্পনারও অতীত। পোস্টে লাইক। +++
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৪
অজানা তীর্থ বলেছেন: সত্যি কথা বলেছেন, "লোভ লালসা মানুষের এমন পর্যায়ে চলে গেছে যে কে কাকে কিভাবে ব্যবহার করছে তা সাধারণ কল্পনারও অতীত।" অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্য ও পোস্টে লাইক এর জন্য। নিরন্তর শুভকামনা।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৩
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: এমন অনেক লোকই দেখেছি যারা স্বেচ্ছাসেবার নাম করে নিজ পকেট ভারি করে!
অথচ স্বেচ্ছাসেবা একটি মহৎ কাজ...
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৬
অজানা তীর্থ বলেছেন: হা হা পকেট ভারি করছে মানে, অলরেডি করছে। আমার পরিচিত অনেকে আছেন যারা এমন করে। আপনার জন্য নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: ভালো কাজ করার ইচ্ছা থাকলে ভালো কাজ করা যায়।
যারা কাজ করতে চায় না, তারাই ধানাই পানাই করে।