নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

তুমি বরং ভালো থেকো

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৮


আমার নিজের ছবি, বন্ধু তুলিয়া দিয়াছে।

আমি চাইলেও তোমাকে ভালো রাখতে পারি না।
ভালো সবাই থাকতে পারেনা, কেউ না।
তুমি বরং ভালো থেকো।
নিজের মত করে, যেমন তোমার ইচ্ছে হয়।

চারদিকে চোখ ফেরাতে,
সব কিছু যেন অন্ধকার হয়ে আসে।
আমাকে প্রশ্ন করো না,
আমার জবাব দিতে ভালো লাগেনা।
তুমি বরং একটি কাজ করো,
আমাকে কেটে রক্তাক্ত করো।
আমি চিৎকার করবোনা, আমি দাঁড়িয়ে থাকবো,
তবে কান্না করবো, জড় অনুভূতিগুলোর জন্য।

তুমি দেখছ আমি বেঁচে আছি,
পাখির মত ডালে ডালে গায়ছি আর উড়ছি।
তুমি রোদের মাঝে বৃষ্টি দেখেছ?
আমি জানি তুমি দেখেছ, কারণ তা দেখা যায়।
আকাশে মেঘ নেই, কি সুন্দর নীল তার মাঝে
হঠাৎ বৃষ্টি, অথচ তুমি তা মেনে নিচ্ছ।

দুজন মানুষের ভালোবাসার আকাশটাও ঠিক এমন
মাঝে মাঝে রং বদলায়, কখনো কালো মেঘে
পুরো আকাশ দুঃখ, কষ্ট আর ক্রোধের প্রতিচ্ছবি।
আবার সেই একই আকাশে কত সুন্দর নীলিমা!
তবে তুমি কেন তুমি আজকের পরিণতি মেনে নিতে
পারছনা? তবে এত প্রশ্ন কেন আমাকে ঘিরে?

কিছু প্রশ্নের উত্তর জানাটা আজো বাকি,
প্রশ্নগুলো আমার অনুভূতিগুলোকে খাঁচায় বন্ধী রেখেছে।
ওরা অনেক অসহায়! চাইলেও মুক্তি মেলেনা তাদের।
আর তুমি বলছো-আমি নাকি অনুভূতিহীন।
তবে তাই, আমি এমনই থাকতে চাই।

মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয়ে যায়।
সব কিছু একদম নিখুঁত না হলে অল্পতে
ভেঙে পড়ি। তোমাকে ভালো রাখতে ইচ্ছে করে,
তবে ইচ্ছেগুলো একটু বেপথ হলে খুবই রাগ হয়।
আর তুমি বলছো-আমার খুব রাগ।
তবে তাই, আমি এমনই থাকতে চাই।
তুমি বরং ভালো থেকো।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
কবিতা ও আসলে মনের আবেগ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০

অজানা তীর্থ বলেছেন: আপনি বলেছিলেন, আবেগ কে ধরে রাখতে হয়না, যা মনে আসে লিখে ফেলুন। আমিও তাই করেছি। আবেগে দিয়ে অনেক কিছুই লেখা হয় যা সব মানুষ বুঝতে পারেনা, অথচ একটু সহজ করে দেখলে ব্যাপারটি অনেক বাস্তব আর স্বচ্ছ। নিরন্তর শুভকামনা।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২২

শায়মা বলেছেন: হ্যাঁ যে যার মত ভালো থাকুক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৮

অজানা তীর্থ বলেছেন: এতেই ভালো আপু। থাকুক না যে যার মত। নিরন্তর শুভকামনা।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৯

অজানা তীর্থ বলেছেন: আপনারা মন্তব্য না করলে আমি নিজের লেখার মূল্যায়ন কার কাছে পাব? যে মানুষটি আমাকে পরবর্তী লেখার মান উন্নয়নে এবং সাহস যোগাতে একটি ফিডব্যাক দিচ্ছে তার উত্তর দেয়া আমার দায়িত্ব। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.