![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
লাশ বাহী ফ্রিজিং গাড়িটি গেটের
ভেতরে ঢুকতে মনে হলো,
অনেক মাছ মাংশ নিয়ে এসেছে।
অনেক মানুষ ভিড় করেছিল,
হয়তো তাদের প্রচুর অভাব।
লাশ এর অর্থ আমি বুঝি না।
ফ্রিজ এর ব্যাপারে ছোটবেলা
থেকে জানা আছে বলে হয়তো
আমিও তাদের দলে।
কিন্তু আমার তো অভাব নেই!
অভাব কার নেই বলুন? আমাদের দৃষ্টিভঙ্গির প্রচুর অভাব রয়েছে। সচেতনতার অভাব তো সারাজীবন রয়েছে। অন্যের দুঃখ, কষ্ট, যন্ত্রণা ইত্যাদি বোঝার চেষ্টা আজকালকার মানুষ করে? আমাদের সহমর্মিতার অভাব রয়েছে। একটু হাসি মুখে কথা বলবো, মনোযোগ দিয়ে কারো কথা শুনবো তারও অভাব রয়েছে।
আমার বাড়ি থেকে আমাদের সামাজিক কবরস্থান খুব বেশি দূরে না। সেখানে দেখেছি অনেকে শুয়ে থাকে। মানুষের যত দোষ, গুণ, নানানরকমের বিশেষণ থাকে সবই জীবিত অবস্থায়। মানুষ ভেদে বিশেষণের মাত্রারও ভিন্নতা থাকে যেমন, একই মানুষ কারও কাছে খুব প্রিয় আবার কারও কাছে দুচোখের বিষ।
বেঁচে থাকতে মানুষ হিসাবে মানুষের কাছে যে মানুষটি একটু ভালো ব্যবহার পাই নি সেও একদিন ইহার ভাগীদার হয় তবে মানুষ হিসাবে নই, লাশ হিসাবে। আর সেই দিন যে মানুষটির প্রতি এত রাগ, অভিযোগ, ঘৃণা সবকিছুর সমাপ্তি ঘটে। একই নিয়মে আর সবার মত তারও জানাজা হয়। যে মানুষগুলো হয়তো তার দুচোখের বিষ ছিল অথবা যাদের দুচোখের বিষ সে ছিল তারাও আজকের দিনে এইটুকু সৌজন্যতা দেখাতে ভুল করে না। সবাই তাকে ক্ষমা করে, দুহাত তুলে দোয়া করে, সে যেন ভালো থাকে।
যে মানুষগুলো তার মৃত্যুদিবসে আজ এত ভালো, এত মহান, এত উদার, এত মহৎ, তাদের কাছে আমার কিছু প্রশ্নঃ
সে কি ছিল ভালো?
কষ্টের অন্ধকারে দিয়েছিলে কি তারে আলো?
আজ মৃত্যুদিবসে তোমরা কেউ কি দিতে পারো তারে জীবনের কিছু ছন্দ?
কী এমন করেছিল মন্দ?
বুঝে না বুঝে হয়েছিলে সংক্ষুব্ধ।
একটু ভুলে করেছিলে ভর্ৎসনা।
কবে সে পেয়েছিল ষোলো আনা?
যাইহোক পাওয়া না পাওয়ার রভসে,
একদিন সবাই রইবে তন্দ্রাবেশে,
যেতে হবে সবার গোরদেশে।
ছবিঃ গুগল
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: এই সমাজে কোনো প্রশ্ন না করে বোবা হয়ে থাকতে পারলে উপকার হয়।