![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
তুলনা প্লিজ থামো, আর না, অনেক হয়েছে! ভুলে যেওনা তুমি বাঙালি মেয়ে। তুমি ছেলে বলে সব করতে পারবে, আমি করলেই দোষ! না, তুলনা আমি মোটেও এমন বোঝাতে চাইনি। ভালোর অনুকরণ করা যাবে না, এমন তো শয়তান বলে, সৃষ্টিকর্তার কাছে আমাকে জবাব দিতে হবে যদি তোমাকে এমন বলে থাকি, আমাকে ভুল বোঝনা। এই শুনো আমাকে না জ্ঞান দিও না।
তোমার পোশাকের রুচি অতি চমৎকার। এইতো সেদিন শাড়ি পরে পূরবীর বিয়েতে গেলে, সবাই বলছিল আজকাল এমন মেয়েতো দেখা যায় না, শিক্ষিত, মার্জিত রুচি সব মিলিয়ে বেশ প্রশংসা করেছে লোকে। তো? লোকের কথায় আমার কী আসে যাই? আমি যাতে কম্ফর্ট ফিল করি সেটা করবো না?
দেখ মানুষ তাই করে যা মানুষ করলে কম্ফর্ট ফিল করে। ওয়েস্টার্ন পোশাকে বা সংস্কৃতিতে নিজেকে সাজাতে দোষের কিছু নেই। কিন্তু যা পরলে তোমাকে শোভা পায় না তা অন্যের দেখে হুবহু নকল করে পথে বের হলে লোকে হাসবে না ! না, লোকে কেন হাসবে? লোকের খায় না পরি? লোকের এত জ্বালা কেন? আমি বুঝি না!
ঠিক আছে, লোকের কথা বাদ দিলাম। ধরে নিচ্ছি মেয়েদের পোশাকের ব্যাপারে আমার জ্ঞান একদম শূন্য তাই বলে অনুকরণের নেশায় এমনই মেতে গেলে যে, আয়নাতে নিজের চেহারার দিকে একবারও চেয়ে দেখলে না! এতে তোমার যে শুধু নকল করার আসল উদ্দেশ্য নিষ্ফল হয়ে গেল তা নই, সৃষ্টিকর্তা তোমাকে যে সৌন্দর্য দান করেছে তাও গেল, আর মেকাপ এর দোকান থেকে যে এত কিছু কিনে এনেছ যা কখনও আগে ব্যবহার করনি অথচ মিছে মিছে তা ফেলে রাখবে আর ঐ যে তোমার বান্ধবীরা যারা মিথ্যে বাহবা দিবে তার কথা না বলি।
এই শুনো, দেখ অনেক হয়েছে, অনেক জ্ঞান দিয়েছ, বল যে তোমার অনেক টাকা নষ্ট করেছি, ঠিকাছে আর কিছু কিনে দিতে বলবো না, তুমি থাকো তোমার টাকা নিয়ে, আমি আজই বাপের বাড়ি চলে যাব।
২৫ শে মার্চ, ২০২১ ভোর ৪:৪১
অজানা তীর্থ বলেছেন: হা হা, হ রাজীব ভাই মনে হচ্ছে রোজ শুনে অভ্যস্থ।
২| ২৫ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ভালো মেসেজ।অন্যের অনুকরণ করতে গিয়ে নিজের স্বকীয়তা ভুলে যাওয়া। অন্যের তোষামোদ পাওয়ার লোভে নিজেকে নিজের স্থান থেকে নামিয়ে আনা।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৫
অজানা তীর্থ বলেছেন: তমাল ভাই সুন্দর করে আমার কথার মূলভাবটা তুলে ধরেছেন। নিরন্তর শুভকামনা।
৩| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০০
নেওয়াজ আলি বলেছেন: এখন বুড়া হয়ে গিয়েছি আর বলবে না
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৭
অজানা তীর্থ বলেছেন: নেওয়াজ ভাই কি যে বলেন, আপনি যদি বলেন এই কথা! নিরন্তর শুভকামনা।
৪| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫০
ভুয়া মফিজ বলেছেন: পোষ্ট আর কি পড়বো, ছবি দেখেই ডরাইছি। এই জিনিস বাপের বাড়ি গেলেই ভালো। পার্মানেন্টলি!!!
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৮
অজানা তীর্থ বলেছেন: হা হা মফিজ ভাই ডরাইছেন! নিরন্তর শুভকামনা ।
৫| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হা হা, হ রাজীব ভাই মনে হচ্ছে রোজ শুনে অভ্যস্থ।
না সুরভি এরকম বলে না। বরং আমি তার সাথে যাই না বলে সে বাপের বাড়ি যায় না।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৯
অজানা তীর্থ বলেছেন: বাহ, জেনে খুবই ভালো লাগলো। নিরন্তর শুভাকামনা আপনার আর সুরভি আপুর জন্য।
৬| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫২
শায়মা বলেছেন: ৪. ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫০০
ভুয়া মফিজ বলেছেন: পোষ্ট আর কি পড়বো, ছবি দেখেই ডরাইছি। এই জিনিস বাপের বাড়ি গেলেই ভালো। পার্মানেন্টলি!!!
হাহাহাহাহাহাহাহাহাহাাহাহাহাহাহাহাহাহাহা
হা হা হা হা যাক যাক চলে যাক ত বে মনে হয় পোশাক না মেকাপের প্রবলেম ছিলো তার।
আইশ্যাডো দিয়ে ভূত সেজেছে।
আমিও একবার এমন ভূত সেজে বাসায় আসতেই আসমা দরজা খুলে চিল্লায় উঠেছিলো!!
আপা ইডা কি করছুইন !!! ছি ছি ছি মনে অইতাসে কেউ চক্ষুৎ ঘুসি মারছে.......
শয়তান আসমার বাচ্চা
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১১
অজানা তীর্থ বলেছেন: হা হা হা তাই নাকি! আসমা আপু তাহলে সত্যি ভয় পেয়েছে। নিরন্তর শুভকামনা।
৭| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা
মন্তব্য দেইখাই হাসতে হাসতে মরি
আপনার যায়, যাই, খায়, খাই এর সমস্যা আছে। এগুলো দেখেন একটু আমি হলে খাই, আর সে হলে খায়
আমি হলে যাই, সে হলে যায় হবে
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৭
অজানা তীর্থ বলেছেন: আপু ঠিক বলেছেন, শুধু উত্তম পুরুষের (আমি ও আমরা) ক্ষেত্রে ক্রিয়াপদে 'ই' বসবে এবং বাকি সব ক্ষেত্রে ক্রিয়াপদে 'য়' বসবে। যেমন : আমি চাই/ যাই/ খাই। আমরা চাই/ যাই/ খাই। কিন্তু সে চায়/ যায়/ খায়। সে চায়/ যায়/ খায়। তারা চায়/ যায়/ খায়। ধন্যবাদ আপু মনে করিয়ে দেয়ার জন্য।
৮| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২২
শায়মা বলেছেন: শুধু কি আসমা.. তার উপর রাগ করে ঘরের ভেতরে ঢুকতেই নাজমাও চিল চিৎকার ... হায় হায় ইডা কিডা? ভাবছি ঘরের মইদ্যে এই বেডি কেডা! আপনারে তো চিননই যায়তাসে না ... না আপা বুল কইচ্ছুন......আপনের নিজের সাজনই বালা। আপনি সাইজলে পরীর লাহান লাগে আর এহুন যেন শড়া গাছের পেত্নী বানায় দিসে।
ভাইয়া ভেবোনা মিথ্যে লিখছি। ডায়ালগগুলা সব ঠিকঠাক মনে না থাকলেও কসম তারা এইসবই করে আমাকে নাজেহাল করেছিলো। এরপরও আমি এত টাকা দিয়ে সাজলাম এটা এখন তুলি কি করে এটা ভেবে সেই ভুত সাজেই বিয়ে বাড়ি গেলাম।
ফিরে এসে কান্নাকাটি......।
যাইহোক এটকাল পরেও যখন সেই ছবি আলবামে দেখি...... নিজেকেই বলি ইনি কিনি????
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩১
অজানা তীর্থ বলেছেন: হা হা হা, আপনার গল্প শুনে আমার খুব দেখতে ইচ্ছে করছে আপনার ছবিটি। আর সেই সাজে বিয়ে বাড়িতে গেলেন এটা বেশ মজার ছিল।
৯| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৮
করুণাধারা বলেছেন: পোস্টে ছবিটি দেবার জন্য ধন্যবাদ।
নিজের চেহারা নিয়ে যত দুঃখ ছিল এই ছবি দেখে তার সব চলে গেছে।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩
অজানা তীর্থ বলেছেন: যাক ভালোই হলো আপনার দুঃখ বিতাড়িত হয়েছে। নিরন্তর শুভকামনা।
১০| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে।
১১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:২৬
শায়মা বলেছেন: ৯. ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৮২
করুণাধারা বলেছেন: পোস্টে ছবিটি দেবার জন্য ধন্যবাদ।
নিজের চেহারা নিয়ে যত দুঃখ ছিল এই ছবি দেখে তার সব চলে গেছে।
হাহাহাহাহাহহাাহ করুনাধারা আপুনি!!!!!!
কি হয়েছে তোমার আজ!!!
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০২১ রাত ৩:১৮
রাজীব নুর বলেছেন: মেয়েরা বিয়ের পর তার স্বামীকে অসংখ্যবার বলে- তুমি থাকো, আমি বাপের বাড়ি চললাম। খবরদার আমাকে আনতে যাবে না।