![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
অনেক বছর বেঁচে থাকাটা জরুরী নয়,
যে কটা মূহুর্ত আমার সাথে তোমার,
আর তোমার সাথে আমার অতিবাহিত
হয়, সে কটা ক্ষণ দুজন বাঁচতে চাই।
মান অভিমানে কত কথা বলি, কত
শত নীতি নির্ধারণ করি, বেলা শেষে
দুজনারতো কোনো পরিবর্তন নেই।
তার চেয়ে একে অপরের বাকবিতণ্ডার
বেসুরো সুর খুব মনোযোগ দিয়ে শুনবো।
এর চেয়ে কী বেশি সময় নিজেদের
নিয়ে ভাবা হয়? ভাবলেও তার বিষয়বস্তু
ভালোবাসা কে ছাড়িয়ে মান অভিমানের
রাজ্যে হারিয়ে যায়৷ ছোট ছোট মনের
অমিলে দুজনে বিচলিত হয়, একটু ভুলে
নিজেদের মধ্যে কোলাহলের মিছিল চলে।
দুঃখ বিলাস গল্পের সমাপ্তি ঘটিয়ে
হয়তো রোজ অভিযোগের সুর শোনা
থেকে মুক্তির আশায় দু'জন দুই
মেরুতে ছুটে চলবো।
আর যদি দুজনাতে দেখা না হয়!
আর যদি মনের মিল না হয়!
এতে লোকের কিছুই যায় আসেনা।
তবে দুজনার এই ক্ষণিকের জীবনে
অনেক কিছুই হারিয়ে ফেলবো।
ভালোবাসাটা আজকাল কেমন যেন
তাই না! আর ভালো লাগে না,
আগের মত ভালোবাসতে চাই না,
নাকি পারি না! তবুও মনের বিরুদ্ধে
হয়তো অভ্যাসের তাড়নায় দুজন
ঠিকই বলে উঠি-
তোমাকে আগের মতই ভালোবাসি,
বড্ড বেশি ভালোবাসি।
ছবি: গুগল
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৮
অজানা তীর্থ বলেছেন: রাজীব ভাই আমার কাজ কবিতা লেখা, এখন যে ভালোবাসে সে কিছু করবে কি করবে না সেটা লেখক কি করে বলবে? তবে কেউ যদি সত্যিকারে ভালোবাসে সে না চাইতে তার ভালোবাসার মানুষের জন্য কিছু কর।
২| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: মানুষের সবচেয়ে বড় অসুখের নাম হচ্ছে- ভালোবাসা।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৭
অজানা তীর্থ বলেছেন: ঠিক বলেছেন, ভালোবাসা মানে সবচেয়ে বড় অসুখ। নিরন্তর শুভকামনা
৩| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৯
ওমেরা বলেছেন: কবিতাটা আমার অনেক পছন্দ লাগছে । কবিতার কিছু কথা খুব সত্যি । ভালো থাকুন।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৫
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়ে এইরকম আরো লিখতে চাই। নিরন্তর শুভকামনা।
৪| ২৫ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৬
মুহাম্মদ ফয়সল বলেছেন: খুব বাস্তব কথা গুলো সুন্দর লিখেছেন। শুভেচ্ছা রইলো!
২৫ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভকামনা।
৫| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৮
ইসিয়াক বলেছেন: কবিতাটি আমারও খুব ভালো লাগলো।
২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:২০
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইসিয়াক ভাই আপনার মন্তব্যের জন্য। নিরন্তর শুভকামনা।
৬| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৪
নেওয়াজ আলি বলেছেন: নৈপুণ্যতায় লেখা।
২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:২০
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নেওয়াজ ভাই আপনার মন্তব্যের জন্য। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: যাকে ভালোবাসেন তার জন্য কিছু করুন। তাহলে বারবার বলতে হবে না, ভালোবাসি ভালোবাসি। আসলে ভালোবাসার কথা বলতে হয় না। ভালোবাসা অনুভবের ব্যাপার মাত্র।