![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
অনেক বছর ধরে একা থাকছি এই শহরে।
হারানো স্মৃতি রোজ রাতে ঘুমের দুয়ারে
জোয়ার বয়ে আনে তীব্র যন্ত্রণার,
বেঁচে থাকা জীবন্ত লাশে।
স্মৃতিগুলোর প্রকাণ্ড ঊর্মিতে
হৃদয়ের কূল ভেসে যায় অথচ বেঁচে থাকতে হবে!
তবুও বেঁচে আছি,
তোমাকে ঘিরে থাকা মৃত অনুভুতিগুলো নিয়ে।
বেদের মতই জীবন কাটছে।
এত জল চোখের সামনে, তবুও নোনাজলে অশ্রু ভিজে;
পুরোনো ভালোবাসায় দুচোখ স্বপ্ন খোঁজে।
একই পথ দিয়ে এতবার আসা যাওয়া কত মানুষের! ,
অতি তৃষ্ণায় আদর করে কই দেয়না তো কেউ জল!
এত স্মৃতির গ্লানি বয়ে
বেদনার সাথে করেছি মিতালি
সঙ্গী আমরা দুজনা।
তবুও বেঁচে আছি এই খুব চেনা শহরে
তীব্র শীতে মাঘের রাতে।
নাই বা পেলাম ভালোবাসার উষ্ণতা চাদর!
পথিকের ছুঁড়ে ফেলা সিগারেটের ফিল্টারের
অবশিষ্ট আগুনে খুঁজে পাক জীবন এইটুকু উষ্ণতা।
তুমিহীনা আর কতদিন বেঁচে থাকা যায় এই শহরে?
শেষটা না দেখে হার মেনে যাবে?
এমনই ছিল জিজ্ঞাসা, আর নহে নিরাশা।
তাই আজ লিখছি শেষ প্রশ্নোত্তর,
বাতাসে মিশে পাখি হয়ে যাবে দূর আকাশে
বলবে তোমার কানে কানে,
যদি ইচ্ছে হয় আমাকেও নিও তোমার সঙ্গী করে।
২৭ শে মার্চ, ২০২১ দুপুর ২:০০
অজানা তীর্থ বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। একজন ছোট্ট লেখক হিসেবে যখন পাঠকের কাছে শুনি আমার লেখা খুব ভালো লাগে এর চেয়ে খুশির বিষয় আমার কাছে আর কিছু হতে পারে না। নিরন্তর শুভকামনা।
২| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা আমার ভালো লাগে। সহজ সরল ভাষায় লিখেন আপনি।
২৭ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৪
অজানা তীর্থ বলেছেন: রাজীব ভাই একসময় চিন্তা ছিল কঠিন ভাষায় গতানুগতিক নিয়মে কবিতা লেখবো, কিন্তু জনগণের এত সময় নেই যে, বাংলা অভিধান খুলে সেই শব্দের অর্থ বুঝবে, আমি নিজেও অনেক লেখকের কাব্যগ্রন্থ পড়েছি এক কবিতা ১০ বার পড়েও বুঝতে পারিনি হতে পারে এটা আমার অক্ষমতা তবে আমি চাই পাঠক আমার লেখা পড়ে বুঝক। নিরন্তর শুভকামনা।
৩| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
২৭ শে মার্চ, ২০২১ রাত ১০:০৯
অজানা তীর্থ বলেছেন: দেখুন রাজীব ভাই লেখক যখন লিখে এই লেখা তখনই সঠিক ভাবে মূল্যায়িত হয় যখন পাঠক পড়ে বুঝতে পারে এবং সে অনুসারে মন্তব্য বা একটি ফিডব্যাক দিতে সক্ষম হয়।
৪| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৬
নেওয়াজ আলি বলেছেন: অতি উত্তম লিখনী
২৭ শে মার্চ, ২০২১ রাত ১০:১০
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নেওয়াজ ভাই, আপনাদের ভালোবাসায় সিক্ত। নিরন্তর শুভকামনা।
৫| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: আমি আপনার কবিতার ভক্ত।
২৭ শে মার্চ, ২০২১ রাত ১০:১২
অজানা তীর্থ বলেছেন: জেনে বেশ ভালো লাগলো, আমার একজন ভক্ত পেয়েছি। মন ভরে বলতে পারবো কেউ আমার লেখা সত্যি ভালোবাসে। ভালো থাকবেন ভাই। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪৫
ওমেরা বলেছেন: স্মৃতির গ্লানি বয়ে যাওয়া জীবন ।
কি যে কষ্টকর !
কবিতা আমার খুব ভালো লাগলো।