নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নজরুল জুয়েল, খেতে অনেক পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক লিখতে ভালোবাসি, বর্ষাকাল আমার অনেক পছন্দ, এবং কফির দারুণ ভক্ত...\"

অজানা তীর্থ

আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।

অজানা তীর্থ › বিস্তারিত পোস্টঃ

দুচোখের অন্তরালে

২৯ শে মার্চ, ২০২১ রাত ৩:২৩


বৃষ্টি ভেজা গোধূলিতে
নীরবতা ছুঁয়ে গেছে
বিচ্ছেদের ভাঙ্গা হৃদয়ে।

অভিমানে নাকি ঘৃণার স্বরে?
আর নাম ধরে ডেক না
নতুন ভুলের পথে।

আজ মেঘের রঙে
মনের আবেগ রাঙিয়ে
পাখি হয়ে উড়ে যাবে,
মিলে যাবে দূরাকাশে।

ইচ্ছে থাকলেও স্রোতের
বিপরীতে আজ বড়ই ক্লান্ত মন।
যুদ্ধ করে ভিড়বে না কূলে
ভেসে যাবে স্রোতের সমান্তরালে
তোমার দুচোখের অন্তরালে।

ছবি: আমার তোলা

বিদ্রঃ এই কবিতাটি লিখতে গিয়ে মনে হল, একজন লেখক মানে হাজার চরিত্রের জন্মদাতা আর একজন অভিনেতা মানে হাজার চরিত্রের সমন্বয়। আর আমি একজন লেখক।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: আমি বলব, আপনি কবিতার পাশাপাশি গল্প লিখুন। আমি জানি আপনি কবিতার মতোন গল্পও ভালো লিক্তে পারবেন।

৩০ শে মার্চ, ২০২১ সকাল ৭:০৪

অজানা তীর্থ বলেছেন: গল্প লিখতে ইচ্ছে করে, ঠিকাছে আমি অবশ্যই লিখবো। আর প্রথম গল্প লিখলে আপনাকে উতসর্গ করবো এটা ডান।

২| ২৯ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৬

ওমেরা বলেছেন: চোখের অন্তরালে গেলেই কি, মনের অন্তরালে যাওয়া যায়।
কবিতায় ভালোলাগ জানিয়ে গেলাম।
ভালো থাকবেন।

৩০ শে মার্চ, ২০২১ সকাল ৭:০৪

অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নিরন্তর শুভকামনা আর আপনিও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.