![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
সময়ের স্রোতে ব্যস্তবাগীস হয়েও
তিথির রোমন্থনে মনের অজান্তে
ঠিক সেই আগের জায়গায় নিজেকে
পুনঃ আবিস্কার করছি।
অগণিত লবণের মিশ্রণ ভরা
মহাসাগরের বক্ষ ছেড়ে ঠিক যেমন
একরাশ জল পালিয়ে ক্ষীণ কালের
শান্তির আশাতে মেঘ হয়ে আকাশে ভাসে।
বেঁচে থাকার অপরাগতা নিয়ে চলে
টিকে থাকার প্রতিযোগিতা, মেঘে মেঘে চলে সংঘর্ষ।
আর সময়ের নিয়েম বারির ধারা হয়ে
পুনরায় মিশে সে লবণে ভরা মহাসাগরে।
ওগো আমার হারানো ভালোবাসা,
সে কখন থেকে পালিয়ে বেড়াচ্ছি,
মৃত অনুভূতিগুলোর সঙ্গে যাচ্ছি,
শুধু কিছু স্মৃতি কাতর মুহুর্ত থেকে,
অনেক দূরে হারাতে, বেলা শেষে
তোমাকে হারানোর যন্ত্রণা ভুলাতে।
বি.দ্রঃ আমার তোলা ছবি
০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:০৮
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই, নিরন্তর শুভকামনা।
২| ০৮ ই জুন, ২০২১ ভোর ৫:৩২
বিবাগী শাকিল বলেছেন: চমৎকার লেখা।
০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:০৯
অজানা তীর্থ বলেছেন: ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৩| ০৮ ই জুন, ২০২১ সকাল ১০:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা
০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:১০
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা, নিরন্তর শুভকামনা।
৪| ০৮ ই জুন, ২০২১ সকাল ১০:৪৩
বৃষ্টি'র জল বলেছেন: চমৎকার ছবি আর সুন্দর কবিতা
০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:২১
অজানা তীর্থ বলেছেন: আমার ব্লগে স্বাগতম। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৫| ০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই কবিতা প্রথম শ্রেণীর কবিদের কবিতার চেয়ে কোন অংশে কম নয়।
০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:২৩
অজানা তীর্থ বলেছেন: ভাইয়া এতদিন পর! খুবই ভালো লাগছে। থ্যাংকু সো মাচ ভাইয়া। নিরন্তর শুভকামনা।
৬| ০৮ ই জুন, ২০২১ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: আপনি গল্প লিখেন না কেন/
০৮ ই জুন, ২০২১ দুপুর ১:৫৬
অজানা তীর্থ বলেছেন: একটা চিঠি লিখেছি চাইলে আপনার জন্য কমেন্ট করতে পারি।
০৮ ই জুন, ২০২১ দুপুর ২:০৪
অজানা তীর্থ বলেছেন: আপনার জন্য একটি চিঠি পোস্ট করলাম পড়ে অবশ্যই জানাবেন।
৭| ০৮ ই জুন, ২০২১ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: পোষ্ট করুন। সবাই পড়ুক।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০২১ রাত ৩:২৯
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর। প্লাস।