![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি আমার সম্পর্কে অবগত হইতাম, তাহলে লিখতাম।
ফেলে আসা পথে হিয়া খুঁজে যাহারে,
কেমনে বুঝায় তাহারে?
আজ ক্ষণিকের দেখাতে,
মনের অবুঝ ভাষাতে!
এই আমি কি ভাবছি?
এই আমি কি দেখছি!
সুপ্ত দুঃখগুলো আজ আবার গর্জে উঠেছে,
চলছে মুক্তির আন্দোলন।
"এই যে মিথ্যে প্রাপ্তির জীবন যাপন।"
"প্রেম মরীচিকার আশাতে,
কেউ কী পারে ভালোবাসা বাঁচাতে?"
তাদের শ্লোগানে আজ আমি বড়ই ক্লান্ত!
সুখের জন্য প্রতারক ভালোবাসা।
তাই আজ দুঃখের সাথে চুক্তি,
দিতে যে হবে তাদের মুক্তি।
যেটুকু ভালোবাসা আজ পর্যন্ত ছিল,
সেটুকুও ভাসিয়ে দিয়েছি
অতল দুঃখের পারাবারে।
এতে ঘৃণা করতে ইচ্ছে হলে,
বিষম প্রাণ খুলে ঘৃণা কর।
ভালোবাসতে নাই বা শিখলে!
সবাই ভালোবাসতে পারে না।
তাই আজ থেকে ঘৃণা কর।
এমন ঘৃণা করতে শিখ
যেন ভুল করেও ঘৃণা কর।
ছবিঃ আমার তোলা
১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩১
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ লিটন ভাই। নিরন্তর শুভকামনা।
২| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর
১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩২
অজানা তীর্থ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর অনুভব ছোঁয়ে গেলো কবি দা