নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এডিস মশার ব্লগ

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল › বিস্তারিত পোস্টঃ

প্রচণ্ড শীত তাই একটা HOT ছবি পোস্ট করলাম। দেখুন, কিছুটা হলেও শরীর গরম হয়ে যাবে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২



তীব্র শীতে সারা দেশের কি খবর তা বলতে না পারলেও আমার শরীর কাপছে। শীতের তীব্রতা কমানোর জন্য উপায়অন্তর না দেখে শেষ পর্যন্ত HOT ছবির আশ্রয় নিলাম। ছবিটা প্রথমে ফেসবুকে শেয়ার করলাম, আমার ফ্রেন্ডরা খুশী হয়ে আমাকে ধন্যবাদ জানালো। তারা জানালো যে এই ছবিটা নাকি তাদের শীত কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। কেউ কেউ জানালো তারা ছবিটা দেখার পর পিসির মনিটরের উপর হাত দিয়ে রেখেছে একটু খানি উষ্ণতার আশায়।



বন্ধুদের কাছ থেকে উৎসাহ পেয়ে সামুতেও পোস্ট করলাম সেই HOT ছবিটি। দেখে জানান কেমন লাগলো ছবিটি।



মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: সেরাম হট :>

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

মশার কয়েল বলেছেন: হট কোন শিরোনাম পাইলে চেয়ারম্যান সাব সবার আগে ঢুকে, ঘটনা কি?

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: এমন ধোকাঁর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিন্দা জানাই /:)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

মশার কয়েল বলেছেন: সহমত

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

অনিমেষ রহমান বলেছেন: সেইরাম ফটুক।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

মশার কয়েল বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

সুলাইমান হাসান বলেছেন: পোস্টে ঢুকার আগেই বুঝছিলাম যে আগুনের ছবি দিবেন ।

B-) B-)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

মশার কয়েল বলেছেন: ভাইজান কি হতাশ হইলেন না খুশী হইলেন?

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

আল ইফরান বলেছেন: আমি এইধরনের কিছুই প্রত্যাশা করতেছিলাম :-B :-B :-B

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

চেয়ারম্যান০০৭ বলেছেন: শীতের রাইতে ব্যাচেলর মানুষ একটু গর্মের আশায় পুস্টে ঢুকলাম হেইডাও দোষ :( :((

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

তারছেড়া লিমন বলেছেন: সেইরাম হয়চে.........থুক্কু হঠ!!! B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

শিক কাবাব বলেছেন: হায়রে বাঙাল। কবে তোরা মানুষ হবি।

ছবিটা দেখেন। গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে শীতকালীন একটি পরিচিত ছবি।

আমার ক্ষিধা লাগছে। দুপুর বেলা এক্কেবারে ৮ প্লেট ভাত খায়া নিলাম। পেটতো ফুলতে ফুলতে ৩ হাত। ক্যান ভাই? আমি আগামী ৪ দিন কিছু খামু না।

এমন কি সম্ভব? আমি দুপুর গলা পর্যন্ত খাইছি। তার পরও রাইতে খাইতে হয়। ঠিক কি না?

তেমনি ছবির মত যারা কাঠ খড় জ্বালিয়ে আগুন পোহায়, আগুনের হট হিট কি শরীরে চর্বির মত জমা হয়? আমার আর ৩ দিন আর শীত লাগবে না? নাকি যতক্ষণ হিট ততক্ষণ ফিট? তো, আবার ৫ মিনিট পর? সেই আগের অবস্থা।

তাহলে এই রকম কাঠ পুড়িয়ে অপচয় করে লাভ কি? এই অপচয়টা না করে, টাকা দিয়ে ২টা বা ৩টা সুয়েটার কিনুন। দরকার হলে বস্তা লাগান। তুবও কাঠ সম্পদের অপচয় করবেন না।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: শীতের রাইতে ব্যাচেলর মানুষ একটু গর্মের আশায় পুস্টে ঢুকলাম হেইডাও দোষ :( :((

বেয়াই'র শোকে চক্ষে পানি আইস্সা গেলু।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

ভুদাই আমি বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: শীতের রাইতে ব্যাচেলর মানুষ একটু গর্মের আশায় পুস্টে ঢুকলাম হেইডাও দোষ :( :(

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

মৈত্রী বলেছেন:
আমি জানি,,

পোস্টের শিরোনাম দেইখাই বুঝছি, শীতের রাতে আগুন জ্বালানির ছবি দিবেন... :(

কিন্তু দিলেন দিনের বেলার ছবি........

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

আন্ধা পোলা বলেছেন: আহ শীতের মইধ্যে পুরাই গরম বানায়া দিলেন! তা ভাই আগুন এতো কম ক্যান? আরো কয়েক টুকরা কাঠ ফালান! পাবলিক ব্লগ বলতে কথা, লোক তো আর কম না!

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

হায়দার আলী বলেছেন: ভাল জনিসি তো ভাই খুশি হলাম

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

ডাঃ পোকা বলেছেন: Hot Pic ta dekhar por eto gorom lagtase j pukure dub dite issa kortase.

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: ইস ঘরমে বহুত আরাম
চইলা গেল ঘুমের ব্যরাম
এবার খেলমু দাবা ক্যারাম
অর্ধেক দিলুম টাণ্ডা ছালাম

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

নেংটি ইদুর বলেছেন: যেই হটের আশা কইরা ঢুকেছিলাম, ঢুকে সেই হটই দেখলাম। চমকাইতে পারলাম না /:)
চমক দিতে পারলে কান্ধে কইরা যেই পেলাচ বাটনটা নিয়া আসছিলাম সেইটা বসায়ে দিয়ে যাইতাম :-P

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

এরেল বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: এমন ধোকাঁর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিন্দা জানাই /:)

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

মতলববাজ বলেছেন: আমরাও কিন্তু রেগুলার HOT ব্যবহার করে থাকি। যেকোনো সিরিজ এক্সপান্ষণ এর ক্ষেত্রে সর্বোচ্চ থার্ড অর্ডার পর্যন্ত রেখে বাকিগুলিকে এইভাবে +HOTলেখা হয়.
HOT=Higher Order Terms :)

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২২

অচিন.... বলেছেন: আগেই বুঝছিলাম ধরা খাওয়াইবেন

২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫

সপ্নময় নীলাকাশ বলেছেন: রাটের হোলে ভালো হটো

২১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

তাসজিদ বলেছেন: B-)) B-)) B-)) B-))

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: ব্যাক গিয়ার মারলাম ভ্রাতা X( X( X(( X(( আফনেরেও একদিন মাইনক্যা চিপায় ফালামু B-)) B-)) B-))

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: একজনের পায়ের কিছু অংশ দেখা যাচ্ছে মোজার উপরে। সেটার কারনে এই ছবি হট? :#> :#> :#> :#> :#> :#>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.