নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এডিস মশার ব্লগ

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের ডাক, প্যান্ট ভিজিয়ে দিলো জামায়াত-শিবিরের

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২



শাহাবাগের ডাক অস্থির করে তুলেছে জামায়াতকে। তার প্রমান পেতে বাহিরে যাওয়ার দরকার নেই। সামু ব্লগে আসুন, দেখে যান জামাতি পেইড ব্লগারদের প্রলাপ। তবে খবরদার ভুলেও তাদের পোস্ট গুলোতে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। কারন ব্রেন ওয়াশ ব্যক্তির সাথে তর্ক করা মূর্খতার শামিল।



যারা এখনো আসেননি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, চলে আসুন। ইতিহাসের সাক্ষি হউন। নাইলে সারা জীবন পস্তাইবেন। জামাত হরতাল ডেকেছে। আমরা রাজপথ দখল করে হরতাল রূখে দেবো। ভয়ের কিছু নাই, লাখো জনতা আপনার সাথে আছে। এই ঐতিহাসিক সংগ্রামের অংশ হউন, ইতিহাসের অংশ হউন। মুক্তিযুদ্ধের বাঙলায়, রাজাকারের ঠাই নাই।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

মহাজগতিক ভাবুক রাজীব বলেছেন: সহমত

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

যোগী বলেছেন: মুক্তিযুদ্ধের বাঙলায়, রাজাকারের ঠাই নাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

মশার কয়েল বলেছেন: জামাত-শিবির-রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: শাহবাগ মোড়কে মিশরের তাহরির স্কয়ারে পরিণত করার ঘোষণা দিয়েছেন ১৪ দলের
শরিক গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম!!
ইন্টারেস্টিং!
গণতন্ত্রী পার্টি বলে কোন দল আছে আজই প্রথম জানলাম!
জানার পর এ দলটি সম্পর্কে আরও জানার জন্য google মামাকে সাথে নিয়ে অনুসন্ধানে নামলাম।
অনুসন্ধানে যে তথ্য পেলাম তা দেখে আমার সাথে সাথে google মামাও দেখি হাসে!
২০০১ সালে নির্বাচনে গণতন্ত্রী পার্টি- নির্বাচন করে ১১ টি আসনে,
মোট ভোট পায়- ৩১৯০ টি গড়ে- ২০৯ টি ভোট !!!
এ তথ্য দেখে google মামার সাথে সাথে আমিও চিৎকার মাইরা কইলাম...
"কাইটটা লাগ সখি, আমারে ভোতা দাও দিয়া কাইটটা লা"

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

মশার কয়েল বলেছেন: যাক বাবা, ছাগুদের পাছায় ভালভাবেই আগুন ধরেছে। যাক প্রথম দফাই আন্দোলন সফল হয়ে গেলো।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

তন্দ্রামোহ বলেছেন: আয় তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
মানবো না কোনও নেতা নেত্রী কিংবা রাজনৈতিক দলের সুবিধাবাদী অঙ্গীকার
আয় তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
মদ গাজা আর হিরোয়িন খেয়ে লড়ে যাবো আমরা লড়াকু মাদকসেবী

তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারও মাতাল হতে হবে মদ-গাজার গন্ধে।

দেশের সব গরু ছাগল আয়রে তোরা আয়
মদ-গাজার খাবারে ছাগু হয়ে যা
আয়রে তোরা শাহবাগে জড়ো যা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

মশার কয়েল বলেছেন: ছাগুদের পাছায় ভালভাবেই আগুন ধরেছে। যাক প্রথম দফাই আন্দোলন সফল হয়ে গেলো।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: লাখো শহীদ ডাক পাঠালো সব সাথীদের খবর দে
সারা বাংলা ঘেরাও করে রাজাকারদের কবর দে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.