![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D
আপনারা যারা এখনো যোগ দিতে পারেননি বা ঢাকার বাহিরে আছেন তাদের উদ্দেশে শুধু একটি কথা বলি, আগামী শুক্রবার সমস্থ কাজ ফেলে গাড়ির চাকা ঘুরিয়ে দিন শাহবাগের উদ্দেশে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে, শাহবাগের চলমান সমাবেশকে আগামী শুক্রবার মহাসমাবেশে রূপ দেওয়ার আহবান জানানো হয়েছে।
কেন নিজের ঘাটের পয়সা খরচ করে এই মহাসমাবেশে যোগ দিবেন?
শুধু একটি কারনে, এইবার নয়তো কখনো নয়।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
খুব সাধারন একজন বলেছেন: কে বিচারক, কে সরকার, কে খালা কে হাসি?
আমরা জানি কারা রাজাকার, দিবই ওদের ফাঁসি।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
স্বপ্ন বাজীকর বলেছেন: আমি মনে প্রাণে বিশ্বাস করি এইবার পরিবর্তন আসবেই। আমি আশাবাদীদের দলে!
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
নূরূল ইমরান বলেছেন: আপনার পরিচয়টা জানা হলো না, পরিচয় জানাবার একটা ব্যাবস্থা করেন। মনের ভেতর খুঁতখুঁত করতেছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: ঠিক +
অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।