নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এডিস মশার ব্লগ

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল › বিস্তারিত পোস্টঃ

দুর শালা, শাহবাগ গিয়ে কি হইব? ৫-১০ দিন ঐখানে গিয়ে বসে থাকার কোন মানে আছে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯



দুর বাল, শাহবাগ যেয়ে কি হইব? রায়তো দিয়েই দিছে। ঐখানে গিয়ে রোদে পুড়ার কোন মানে হয় না। কই, ৩ দিন ধইরা তো পাবলিগ ঐখানে বইসা আছে। কোন লাভের লাভ তো কিছু দেখলাম না। কয়েকটা দেশ প্রেমের স্লোগান দিলেই কি সব হয়ে যাবে? তাছাড়া আমি না গেলে এমন আর কি ক্ষতি হইব। ঐখানে যাওয়ার বহুত পাবলিগ আছে।



ঠিক এই রকম একটি অনিশ্চিত ভবিষ্যৎ- এর কথা মাথায় রেখে, শত দ্বিধা- দ্বন্দ্ব নিয়ে '৭১ এ ঘর ছেড়ে ছিল হাজারো মুক্তিযোদ্ধা। যার ফসল, আপনি আমার এই পোস্টটি বাংলাদেশ নামক একটি দেশে বসে পড়ছেন, নিজেকে বাংলাদেশী বলে পরিচয় দিচ্ছেন। ছাগুরাও, অন্তরে পাকিস্তান প্রেম রেখে বাহিরে বাংলাদেশের পতাকা উড়াচ্ছে।



এখন সিধান্ত আপনার। এই রকম হাজারো দ্বিধা সামনে রেখে, আপনি কি আজ শাহবাগে আসবেন নাকি আসবেন না। যেকোনো সিধান্ত নেওয়ার আগে শুধু একটি কথা মাথায় রাখবেন,



এইবার নয়তো কখনো নয়



মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

স্বপনবাজ বলেছেন:
বাংলাদেশের মানুষ ধীরস্থির, ধৈর্য্যশীল। যে কোন সংকটে তারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ঝাপিয়ে পড়ে না। এই প্রবণতাকে দেশের শাসকগোষ্ঠী ভুল সংকেত ধরে নিয়ে তাদের রাজনৈতিক মতলববাজি চাপিয়ে দিতে চায়। কিন্তু তখনই জনগন গাঁঝাড়া দিয়ে ওঠে। আব্দুল কাদের মোল্লার ফাঁসীর দাবীতে যে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে তাই এর এক জ্বলন্ত প্রমাণ। “কসাই কাদের”-এর ঘৃণ্য অতীত ও পাপের শাস্তি হতে পারে... মৃত্যুদন্ডই। তাই আমাদের উচিত সরকারের কাছে কোটি মানুষের রাগী ও জোরালো কন্ঠে তার মৃত্যুদন্ডের আদেশ চাওয়া। প্রতি প্রজন্মেরই একটি গনআন্দোলন থাকে যা তার মানস গঠনে শক্তিশালী ভূমিকা রাখে। তোমাদের সুযোগ এসেছে তোমাদের সময়ে এই আন্দোলনে শরীক হবার। আমরাও আছি তোমাদের সাথে আমাদের পূর্বআন্দোলন গুলোর অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে। তোমাদের উদাত্ত কন্ঠে আহ্বান জানাই এ আন্দোলনে শরীক হতে।

মামুন-আল-রশীদ
সিনিয়র লেকচারার এন্ড কোঅর্ডিনেটর
সিএসই, স্টেট ইউনির্ভাসিটি অব্ বাংলাদেশ

(বি: দ্র: মামুন স্যারের লেখাটা স্যারের অনুমতি সাপেক্ষে আমার ACC থেকে পোষ্ট করা হল মাত্র)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

মশার কয়েল বলেছেন: "প্রতি প্রজন্মেরই একটি গনআন্দোলন থাকে যা তার মানস গঠনে শক্তিশালী ভূমিকা রাখে।"

স্যারের এই কথাটি অসম্ভব ভালো লাগলো। স্যারের প্রতি রইলো শ্রদ্ধা।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

নিষ্‌কর্মা বলেছেন: জনতাই ৯৯%

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

অবয়ব বলেছেন: একের পর এক ছাগুদের পোস্ট দেখতে দেখতে বিরক্ত সামুতে। এইমাত্র একটারে গাইলাইলাম। এই পোস্টেও গালি দিতে ঢুকলাম। কিন্তু পড়ে দেখলাম দারুন একটা টুইস্ট দিয়া মাথা ক্লিয়ার করে দিছেন। ধইন্যা আপনারে। সকল ছাগুরে গদাম। আন্দোলন ইতিমধ্যে সফল। জামাতশিবিরের হাগামুতা বন্ধ আছে কদিন ধইরা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

মশার কয়েল বলেছেন: ভাই, ছাগুদের সাথে তর্কে যাইয়েন না। কারন, ব্রেন ওয়াশ ব্যক্তির সাথে তর্ক করা মূর্খতার শামিল।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

শামীম আরা সনি বলেছেন: ++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

মশার কয়েল বলেছেন: ধন্যবাদ

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: এইবার নয়তো কখনো নয় ।

ভালো বলেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

মশার কয়েল বলেছেন: এইবার নয়তো কখনো নয়

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

দূরবী৩২১ বলেছেন: এইবার নয়তো কখনো নয়

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

মশার কয়েল বলেছেন: এইবার নয়তো কখনো নয়

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

তামিম ইবনে আমান বলেছেন: অস্থির পোস্ট

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

মশার কয়েল বলেছেন: ধন্যবাদ

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

রাইসুল সাগর বলেছেন: আমি কাঁদতে আসিনি
এসেছি ফাঁসির দাবি নিয়ে।

রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।

বাংলা মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।

আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই।আমি কাঁদতে আসিনি
এসেছি ফাঁসির দাবি নিয়ে।

রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।

বাংলা মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।

আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

নিষিদ্ধ আমি বলেছেন: জামাত-শিবির-রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়!



পোস্টে +++++++

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

নাইট রিডার বলেছেন: কোনভাবেই যেতে পারছেন না শাহবাগ স্কয়ারে। কিছুই কি করার নেই? অবশ্যই আছে।যে যেখানেই আছেন সাধ্যমত চেষ্টা করুন, ওটাই আন্দোলনকে বেগবান করবে।
এইখানে দেখুন কি কি করতে পারেন আপনি

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২

তন্ময়০১৩ বলেছেন: এখনই সময় যুদ্ধে যাওয়ার।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

শ্বর্ণকিট বলেছেন: "দাবী একটাই, যুদ্ধাপরাধীদের ফাঁসী চাই।"

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
++++++++++++

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

লুব্ধক০১ বলেছেন: এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

রাফা বলেছেন: আমরা কোন দাবি নিয়ে যাবো না।আমরা আদেশ করবো ওরা তা পালন করবে।

সরকার,কিংবা বিচার-পতিরা আমাদের প্রভু নয়।ওরা আমাদের টাকায় চলে আমরা ওদের টাকায় চলিনা।

কাজেই আমরা ৯০%, আমরা বাংলাদেশ।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

হাবিব০৪২০০২ বলেছেন: সকল রাজাকারের ফাসি চাই তবে এ দায়িত্বটা বিচারপতিদের উপর ছেড়ে দেই আর মুক্তিযোদ্ধা , শহীদ পরিবার তথা সাক্ষীদের উৎসাহিত করি তারা যেন আদালতে গিয়ে সাক্ষী দেন।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার+++

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

htusar বলেছেন: ভাল লেখা ।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

htusar বলেছেন: ভাল লেখা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.