![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D
একটা সামান্য ম্যাচের কাটির যে এত শক্তি থাকতে পারে কোনদিন চিন্তাই করতে পারিনি। তাদের হাতে ছিল একটা ম্যাচ। সেখান থেকে একখানা কাটি বের করে তা দিয়ে আগুন ধরিয়ে দিলো একখানা কাপড়ের পতাকায়। সাথে সাথে জ্বলে উঠলো সেই কাপড়ের পতাকা। কাপড়ের পতাকা পুড়তে ২ মিনিটও সময় নিল না। ঠিক একই সময় আমার সারা শরীর জ্বলা শুরু করে দিলো। সারা শরীরের চামড়া পুড়ে কালো হয়ে গেল ১৪ কোটি বাঙ্গালির। কারন, দৃশ্যমান পতাকা থাকে কাপড়ে কিন্তু সত্যিকারের পতাকা থাকে আমাদের শরীরে, আমাদের চামড়ায়। কাপড়ের পতাকাতো আমাদের চামড়ার প্রতিফলন।
দুঃখ আমার এখানে না। দুঃখ এবং সে সাথে প্রচণ্ড যন্ত্রণা হতে লাগলো, কারন এই শকুনেরা আমার শরীরে আরেকবার আগুন দিয়েছিল ’৭১ এ। পুড়ে যাওয়া দগ দগে ঘা যুক্ত শরীরে আবারো আগুন দিলো সেই পুরনো শকুনেরা।
কাপড়ের পতাকা, তোমার দিকে তাকানোর যোগ্যতা আমি হারিয়েছি।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
একজনা বলেছেন: ১ম ভালোলাগা। আবেগে ভাষা হারিয়েছি।
কাপড়ের পতাকা, তোমার দিকে তাকানোর যোগ্যতা আমি হারিয়েছি।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++ কিছুই বলার ভাষা পাচ্ছি না ।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০
মামুন হিমু বলেছেন: কাপড়ের পতাকা, তোমার দিকে তাকানোর যোগ্যতা আমি হারিয়েছি। :-(