নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এডিস মশার ব্লগ

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল › বিস্তারিত পোস্টঃ

সরকার ফেসবুক বন্ধ করে দিয়েছে, সরকারের কাছে অনুরোধ প্রয়োজনে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিন,আমি আপনাদের সমর্থন করছি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

যারা ফেসবুকের জন্য মায়াকান্না করছেন তাদেরকে বলছি, ফেসবুক কেন প্রয়োজনে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিক। কারন আমরা সবাই জানি এই দুইটি জিনিস হচ্ছে প্রোপাগান্ডা চালানোর সবচেয়ে বড় মাধ্যম। আপনারা ইতিমদ্ধে দেখেছেন কি পরিমান প্রপাগ্রান্দা চালানো হয় এই ফেসবুকের মধ্যমে। এই মুহুরতে জামায়াত- শিবিরের শুয়রেরা মরন কামড় দেওয়ার চেষ্টা করছে, তারা তাদের কর্মকাণ্ড চালানোর জন্য ফেসবুক আর মোবাইলের সাহায্য নিবে।

দেশপ্রেমী আর ফেসবুক প্রেমীদের কাছে আমার একটি অনুরধ, ফেসবুক-ফেসবুক করে গলা ফাটাবেন না, দেশেরে এই অবস্থায় এই জিনিসের জন্য মায়া কান্না করবেন না।



তবে আজকে সামুতে দেখলাম, ছাগুরা ফেসবুকের জন্য ম্যা ম্যা করে গলা ফাটাচ্ছে, কারন তারা তাদের ছাগুবার্তা অর্থাৎ বাশেরকেল্লার আপডেট পাচ্ছে না।



সমমনা ১২ ইসলামী দলকে বলছি, আপনাদেরতো খুশী হওয়ার কথা, কারন সরকার আপনাদের আহবানে সাড়া দিয়েছে। আপনারা বলেছিলেন, নাস্তিকের পণ্য বর্জন করার জন্য, তাইতো সরকার আপনাদের আহবানে সাড়া দিয়ে ফেসবুকে বন্ধ করে দিয়েছে কারন ফেসবুকের জনক মার্ক জুকারব্রাগ নিজেও নাস্তিক।







ফেইসবুকে সাময়িকভাবে যারা লগইন

করতে পারছেন না তাদের

কাছে অনুরোধ

দয়া করে নেতিবাচক কোন

কথা ছড়াবেন না কোথাও ।

দেশী বিদেশী গোয়েন্দাসংস্থাদ ের দেয়া তথ্যে জানা যায়

সাঈদীর রায়ের পর

জামায়াত-শিবির অনলাইন

জগতকে কাজে লাগিয়ে সরকার

ও দেশ

বিরোধী প্রচারনা চালাবে । অনেকেই স্বীকার

করি না তবে সত্যিটা হচ্ছে জামায়াতের

সাইবার জগতে বিচরন

আমাদের থেকে অনেক বেশি ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: মাথা ব্যাথার সমাধান কখনই মাথা কেঁটে ফেলা না!!!!
/:)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

মশার কয়েল বলেছেন: তাৎক্ষনিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে লিখেছি

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: ইউটিউবের পর এবার ফেসবুক ও টুইটার।

স্বাগতম বাকশাল রাষ্ট্র।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

মশার কয়েল বলেছেন: আপনাকেও স্বাগতম রাজাকার-জামাত-শিবির তথাপি শুয়োরমুক্ত বাংলায়। ভাইজান খেইপেন না, আমার ব্লগে আসছেন, আগে মিষ্টি খান। পরে না হয় গালি দিয়েন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: ভাইজান ডাকলে কি আর গালি দেয়া যায়।

রাজাকার, জামাত-শিবিরমুক্ত বাংলাদেশে আবার বাকশাল কায়েম করবে এটা মানতে পারছি না ভাই।

সরকার তাৎক্ষণিক প্রক্রিয়া হিসাবে বন্ধ করতে পারে, কিন্তু এদের উপর আস্থা রাখতে পারছি না। ইউটিউবের মত পরিস্থিতি হয় কিনা সে ভয়ে আছি।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

সম্রাট আকবর বলেছেন: মিষ্টার প্রপার গুন্ডা সবাই প্রপাগান্ডা চালাতে ফেসবুক, টুইটার, ইউটিউব এর ঢুকে না। আমাদের কিছু দরকারী কাজও থাকতে পারে। অনেকে এইসব সাইট দিয়ে ধন্টায় ইঙ্কাম করে সংসার চালায়। কারনে অকারনে এইভাবে অহেতুক এইসব বন্ধ করে মানুষকে কষ্ট দেয়া কাম্য না। আমার বাংলা লেখাতে দূর্বলতা আছে। আমার লেখাতে ব্যাথিত হলে ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে তা হবেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

মশার কয়েল বলেছেন: ভাইরে, আমি নিজেও একজন ফ্রীল্যান্সার। ক্ষতি আমারও হচ্ছে, তাই বলে জাতীয় ই্যুসুতে নিজের লাভ-ক্ষতির কথা চিন্তা করলে হবে? আমি বেকার, তাই বলে কি রাজাকারের বিচার চাইব না?

যুক্তরাষ্ট্রের স্কলারশিপের মায়া ছেড়ে শহীদ রুমি(শহীদ জননী জাহানারা ইমামের ছেলে) ১৯৭১ সালে অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশে ঘর ছেড়ে চলে গিয়েছিল যুদ্ধে।
আমি আর তুমিতো এমন কোন সোনার বাল হয়ে যায়নি যে, নিজের লাভের জন্য রাজাকারের বিচার চাইব না।
আপনার জবাবের অপেক্ষায় রইলাম

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

স্পাইসিস্পাই001 বলেছেন: ফেসবুক তো ঠিক ই আছে.....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

মশার কয়েল বলেছেন: এতোক্ষণ বন্ধ ছিল!

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: ফেসবুক কি খুলে দিল নাকি? এখন তো ঢুকতে পারছি!!

খুলে দিলেই ভালো, সরকার নিশ্চয় আরেক শাহবাগের রিস্ক নেবে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

মশার কয়েল বলেছেন: সে জন্যই তো বলেছিলাম, সরকারের উপর আস্থা হারাইয়েন না। সরকার রাজাকারের বিচার করেই ছাড়বে, ইনশাআল্লাহ্‌।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

যোগী বলেছেন: ১০০% সহমত

পাবলিকের হাওকাও দেখলে মনে হয় যেন সরকার তাদের হাগামুতা বন্ধ কইরা দিছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

মশার কয়েল বলেছেন: ভাই, চরম একটা কথা বলছেন,
পাবলিকের হাওকাও দেখলে মনে হয় যেন সরকার তাদের হাগামুতা বন্ধ কইরা দিছে।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

কস্কি বলেছেন: এতোক্ষনে সকল. আইএসপিতে ফেসবুক. খুলে দেয়ার. কথা !!!

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

আলাদীন বলেছেন: প্রয়োজনে মশার কয়েল আর যোগীকে হাত পা বেধে গুলিস্তানের মোড়ে দাঁড় করিয়ে দিন, তাতেও সমস্যা নেই। কি বলেন?

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

শিপু ভাই বলেছেন:
বৃহত্তর স্বার্থে এধরনের সাময়িক অসুবিধা অগ্রাহ্য করা যায়। অনলাইনে ছাগুরা যাতে কোন কাহিনি করতে না পারে তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছিল।



জয় বাংলা!!!

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

তাসজিদ বলেছেন: কিছুক্ষণ ফেবু বন্ধ ছিল। আর তাতে কি দেশ অছল হয়ে গেছে।

আর আমরা এতই it expert যে কয়েক ঘণ্টা ও আমারা ফেবু ছাড়া চলতে পারি না।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

তাসজিদ বলেছেন: শিবির বলদ গুলর খুব কষ্ট হচ্ছে মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.