নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এডিস মশার ব্লগ

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল › বিস্তারিত পোস্টঃ

শিবিরের ভাই, আজ কি সাঈদীর কোন পুত্রকে দেখছেন, লাঠি হাতে,রামদা হাতে মিছিলের নেতৃত্ব দিতে? তোরা কি নিজের ভালোটা বুজবি না!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬



স্তম্ভিত হয়ে টিভিতে দেখলাম কি ভয়ংকরভাবেই শিবিরের কতগুলা অল্পবয়েসি লোক মারা গেলেন...।

কেন? আশ্চর্য!জনাব শিবির কর্মীরা,আপনারা আমারে তো পুরাই কনফিউজড করে ফেলতেছেন বরাবরের মত।আচ্ছা,কেন আপনারা আপনাদের প্রাণ দিচ্ছেন?কার জন্য?কাদের জন্য?আপনার এত মূল্যবান প্রাণটা কি এতই সস্তা রে ভাই?প্রাণ কি দেশের জন্য দিচ্ছেন?না।ধর্মের জন্য দিচ্ছেন?তাও না।তাহলে কার জন্য দিচ্ছেন?সাঈদীর জন্য!হোয়াটস দ্য এফ!



সহজ যুক্তিতে আসেন।আপনার বয়স ২৫ এর উপরে না...আর আপনার নেতার বয়স ৬০ এর উপরে...।



অবশ্যই হায়াত মউতের মালিক আল্লাহ...সবাইকে তাঁর কাছেই ফিরতে হবে।তা কি মনে করেন?আপনার চেয়ে ঐ ৬০ বছর বয়েসি লোকটা বেশি ইসলাম প্রচার করতে পারত সামনের ৪০ বছর ধরে?কখনই?স্বাভাবিক জীবনের হিসাব ধরলে তো এইটা সম্ভব না।তাহলে কেন প্রাণ দিচ্ছেন?কেন?আচ্ছা বলেন,স্বয়ং রাসুল করীম (সা) এর ওফাত এর পরেও কি ইসলাম প্রচার আটকে থেকেছে?আরও কি বাড়ে নাই?তাহলে কি আমাদের এই দেশটায় ইসলাম আসত?তাহলে একটা অশ্লীল শব্দ ব্যবহার করা ওয়াজকারীর ফাঁসি হলে ইসলামের এমন কোন ক্ষতিটা হবে?



কেন তাহলে নিজেকে সাঈদীর নামের সাথে জড়িত করে প্রাণ দিচ্ছেন?আপনার জন্যই কি সাঈদী নিজের প্রাণ দিবে?আজ কি সাঈদীর কোন পুত্রকে দেখছেন আপনারই মত করে লাঠি হাতে,রামদা হাতে মিছিলের নেতৃত্ব দিতে?ছাড়েন।যুদ্ধাপরাধের দায়ে বন্দী আপনারই কোন নেতার কোন সন্তানকেই কি আজ দেখেছেন তার বাপের জন্য অন্তত আপনার মিছিলেই নিজেকে শামিল করতে?পুলিশ লক্ষ্য করে বোমা মারতে?দাঙ্গা করতে?তারা তো বহাল তবিয়তে আছে,না?কেন আসে নাই তারা?অন্যের পিতাকে রক্ষার দায়িত্ব আপনার কেন যেখানে সে নিজেই জীবিত এবং সুস্থ?কেন?বুঝতে কি পারছেন যে আপনি একটা দাবার গুটি বিশেষ?কেন নিজেকে তাদের দাবার গুটি বানাচ্ছেন?কেন নিজেকে প্রতারণার আর পাপের ভাগীদার করছেন?কেন?কি ভাবেন?মরলে বিরাট শহীদের মর্যাদা লাভ করলেন?



বোকা,আপনি লাশের রাজনীতিতে আরেকটু অবদান রাখলেন মাত্র...আর কিছু না।আপনার লাশটা নিয়ে ইসলামী তকমা দিয়ে রাজনীতি হবে মাত্র...আর কিছু নারে ভাই...আর কিছু না।আর শহীদ আপনার বাবা মা'র যে ক্ষতি হল আপনি মারা যাওয়াতে সেই ক্ষতির তুলনা কি আছে আদৌ?



ইসলামের কোনও জায়গায় কি বলা হয়েছে যে খুনি,অত্যাচারী,ধর্ষক,অন্যায় সুযোগ সন্ধানীরে সমর্থন করবার কথা?কোনও হাদিসে?কোনও সুরায়?ওয়েক আপ গাইজ,দে হ্যাভ জাস্ট ওয়াশড ইওর ব্রেইনস,দে হ্যাভ জাস্ট ইউজড ইউ,দে আর জাস্ট ইউজিং ইউ।এদের সেবা করা মানে ইসলামের সেবা করা না,এদের রক্ষা করা মানে ইসলাম রক্ষা করা না...নিজেকে বোকার মত পণ্যে পরিণত করা।ওয়েক আপ গাইজ...ডোন্ট বি স্টুপিড এনি মোর...ওয়েক আপ প্লীজ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

অবুঝ পাঠক বলেছেন: আপনার মাথা মশার কয়েলের ধোয়া খাইতে খাইতে নষ্ট হয়ে গেছে ; বোঝাবেন ভাল কথা গাধার মত যুক্তি কেন দেন ? এখন যদি কেউ আপনারে প্রশ্ন করে হাসিনার পোলা জয় রে কোনদিন চাপাতী হাতে দেখেছেন ? তখন কি উত্তর টা দিবেন ? এদের ভালো যুক্তি দিয়ে বোঝান ; ঠিকই একদিন বুঝবে ;

"জামায়াত-শিবির নিপাত যাক"

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

গেস্টাপো বলেছেন: খারাপ লাগছে
কোন ুদির ভাই রাজাকারের জন্য না X(( X((
কিছু তাজা প্রানের জন্য :(

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

আঠারো বছর বয়স বলেছেন: শিবিরের সবগুলোর ব্রেন এমনভাবে ওয়াশ করে দেয়া হয়েছে এখন আর এদের নূন্যতম বোধবুদ্ধি অবশিষ্ঠ নেই। সব শিবির কর্মীদের রাস্তায় নামিয়ে দিয়ে নেতারা মজা দেখছেন আর কেউ সংঘর্ষে মারা গেলে শহীদের সার্টিফিকেট দিচ্ছেন। বেচারা ব্রেন ওয়াশড বাচ্চাগুলো বুঝতেও পারছে না তারা ইহকাল পরকাল দুটাই হারাচ্চ্ছে।

আজকে সারা দেশে যারা মারা গেল সেখানে সবগুলোই তো কর্মী লেভেলের, শিবিরের উর্ধতন কেউ কি আছে? নেই কেন? তাদের জীবনের মায়া কেন? তাদের কি শহীদ হতে ইচ্ছা করে না? কতগুলো ছেলেকে ব্রেন ওয়াশড করে শহীদ হওয়ার নাম করে পাঠিয়ে দিচ্ছে পিকেটিং করতে।




৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:০৮

মেলা বলেছেন: আব্দুল্লাহ রাসেলে'র কথাবার্তায় স্পষ্ট তালেবান চিন্তাধারার প্রকাশ।

৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:১২

অশ্রুহীন মন বলেছেন: শিবিরের গুলোর ব্রেন এমনভাবে ওয়াশ করে দেয়া হয়েছে এখন আর এদের নূন্যতম বোধবুদ্ধি অবশিষ্ঠ নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.