নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এডিস মশার ব্লগ

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D

মশার কয়েল › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজঃ আসলেই দেখা যাচ্ছে সাইদি কে!!

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৮

আজকে সারাদিন ধরে ছাগুদের এই প্রচরনা শুনে যাচ্ছি। আমি গুজব ভেবে উড়িয়ে দিয়েছি। কিন্তু কিচ্ছুক্ষন আগে আমার ভুল ভাঙল। যখন আমি তা নিজ চক্ষে দেখলাম।



ঘটনাটি ঘটেছে কিচ্ছুক্ষন আগে অর্থাৎ আনুমানিক রাত ২.৪৫ এ। হটাত করে ওই সময় আমার পেটটা মোচড় দিয়ে উঠে, তাই প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে যাই। যখন শরীরের পরিধেয় কাপড়-চোপড় বিসর্জন দিয়ে টয়লেটের কমোডের উপর বসি ঠিক সেই সময় এই অভূতপূর্ব ঘটনাটি ঘটে। আমি দেখতে পাই, টয়লেটের কমোডের মধ্যে ম্যাসিনম্যানের ছবি। ছবিটি দেখার সাথে সাথে চান্সের উপর হাগু করে দিসি ম্যাসিনম্যানের ছবিতে।



যারা এই লেখাটি পড়ে আমার রুচি নিয়ে প্রশ্ন তুলবেন তাদেরকে আগেই বলে দিচ্ছি, খেলার নিয়মই হচ্ছে ভদ্রলকের সাথে ভদ্রভাবে খেলা, জারজ পাবলিকের সাথে দিগুন জারজের মত করে খেলা। আশা করি, বুদ্ধিমানকে বুজাতে পারলাম।

মন্তব্য ১৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৩

নতুন পাপী বলেছেন: যাই টয়লেটে গিয়া হাগু করি আর ছাগুর চেহারা দেইখা আসি। :)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৮

মশার কয়েল বলেছেন: করিবো হাগু, দেখিবো ছাগুর মুখ।

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৪

রিওমারে বলেছেন: আপনি হাগু করার আগে সাইদীর মেশিন কি গর্জন করে উঠে নাই আপনার জিরো পয়েন্টে ।।আপনি কি এটা অস্বীকার করতে চান?? :P :P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৭

মশার কয়েল বলেছেন: ভাই, নিজের দুর্বলতার কথা অন্যকে কিভাবে বলি? এই গুলো বুজে নিতে হয়।

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৩৭

এম হুসাইন বলেছেন: নতুন পাপী বলেছেন: যাই টয়লেটে গিয়া হাগু করি আর ছাগুর চেহারা দেইখা আসি। =p~ =p~ =p~

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৩

মশার কয়েল বলেছেন: করিবো হাগু, দেখিবো ছাগুর মুখ।

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৩

আলী বলেছেন: মেশিনম্যান চুইদীরে চান্দে দেখা গেছে। ছাগু-গেলমানের অনেকেই চাক্ষুষ সাক্ষী। ছাগুরা নিজের চোখে দেখছে। এমতাবস্থায় বিশ্বমানবতার কাছে আমার আকুল আবেদন, চাঁদের বুড়ির ইজ্জত রক্ষার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হউক।

কতটা ফ্রাস্টেটেড হলে তখন মানুষ এইসব করে? সাঈদির ছবি নাকি চাঁদে? আল্লাহ্, চাঁদ থেইকা দড়ি ফালাও, বাইয়া চাঁদে উঠি! আমার তো মনে হয় যাগো চাঁদে যাওয়ার খায়েশ ছিল, তাগো মনডাই নষ্ট হইয়া গেছে। শুনলাম ঘটনা শুইনা এডউইন অলড্রিন ফুঁপিয়ে কেঁদে উঠেন। মাইকেল কলিন্স তো বজ্রাহত। পুরাই তব্দা লাইগা গেছে। নিল আর্মস্ট্রং-এর কবর থেকেও নাকি গোঙ্গানির মত আওয়াজ শোনা গেছে... কেউ কেউ নাকি নিল আর্মস্ট্রং-এর কবরটি সামান্য নড়ে উঠতেও দেখেছে। ওড়ে... কেউ আমার লাইগা গরম পানির সাথে ট্যাং মিশায়া নিয়া আয়... আরেকটা বিষয়, আজীমপুর কবরস্থান থেইকা কে বা কারা যেন ৫০০০ জ্বিন নাজান ফেরেসতার একটা মিছিল দেখছে! দেইখাই বুইঝা ফেলছে ওইখানে সংখ্যায় ৫০০০ ই ছিল! (চাচা চৌধুরীর মগজ দেখি কম্পুটারের চেয়ে প্রখর!) বুঝতেছিনা, ইদানি খাদ্যভাসে পরিবর্ত আসছে কিনা? এতদিন তো শুধু ফরমালিন মেশাইতো, ইদানিং কী ডাইলও মেশানো শুরু করলো কিনা!

বিশ্বমানবতার কাছে আকুল আবেদন, চাঁদের বুড়িরে রক্ষা করেন

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫০

মশার কয়েল বলেছেন: এতো কিছুর পরেও কিছু ব্রেন ওয়াশ মানুষ ইসলামের সঠিক আকিদা ভুলে গিয়ে জামাত ইসলাম রক্ষার সংগ্রাম করবে।
সর্বশক্তিমান তাদেরকে হেদায়েত দান করুক, আমিন।
চাঁদের বুড়ির জন্য সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হউক

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৭

লিন্‌কিন পার্ক বলেছেন: =p~ =p~

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫১

মশার কয়েল বলেছেন: :P :P

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫১

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: যারা এই লেখাটি পড়ে আমার রুচি নিয়ে প্রশ্ন তুলবেন তাদেরকে আগেই বলে দিচ্ছি, খেলার নিয়মই হচ্ছে ভদ্রলকের সাথে ভদ্রভাবে খেলা, জারজ পাবলিকের সাথে দিগুন জারজের মত করে খেলা। আশা করি, বুদ্ধিমানকে বুজাতে পারলাম। ;) ;) ;) ;) ;) ;)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫৩

মশার কয়েল বলেছেন: ;) ;)

৭| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০৬

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: =p~ =p~

৮| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:২০

ইউআরএল বলেছেন: হাগু করতে মন চা্য....।হাগু..... B-) B-)

৯| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৬

rafiq buet বলেছেন: =p~

১০| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

সকাল>সন্ধা বলেছেন: https://soundcloud.com/delawar-saidi/

১১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

এই আমি রবীন বলেছেন: খেলার নিয়মই হচ্ছে ভদ্রলকের সাথে ভদ্রভাবে খেলা, জারজ পাবলিকের সাথে দিগুন জারজের মত করে খেলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.