![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাড়ি পরেও শালীন থাকা যায়, ইচ্ছা থাকলে। দৃষ্টান্ত কম নেই, তাঁকেই চেয়ে দেখুন। তাঁর পোশাক যথেষ্ট ভদ্র, মার্জিত, রুচিসম্মত এবং শালীন। বাজারের বেশির ভাগ বোরখার চাইতে বেশি শালীন।
শালীন পোশাক পরা নারীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর উপর নির্ভর করে, হাজার হাজার দুঃখজনক দুর্ঘটনা ঘটবে কি ঘটবেনা। পুরুষের গুরুত্বপূর্ণ দায়িত্বটি হলো, দৃষ্টিভঙ্গিকে নির্মল রাখা। এর উপর নির্ভর করে, হাজার হাজার দুঃখজনক দুর্ঘটনা ঘটবে কি ঘটবেনা।
যে নারী শালীন হয়ে চলে, সে পরম ভক্তির, শ্রদ্ধার, সম্মানের পাত্র। যে নারী অশালীন অশ্লীল হয়ে চলে, সে মূলত তার দায়িত্বকে লাথি মেরে মেরে চলে। নির্বোধ নারীরা যত বেশিই অশ্লীল হোক, পুরুষ তার দায়িত্ব থেকে মুক্ত হবে না। দৃষ্টিপথকে স্বচ্ছ ও নির্মল রাখার দায়িত্ব।
যে পুরুষ দৃষ্টিকে নির্মল রাখেনা, সে চরম ঘৃণার, নিন্দার, প্রতিবাদের পাত্র। যে পুরুষ নিয়ন্ত্রিত নির্মল চোখে দেখে, সে তার দায়িত্বকে বুকে ধারণ করে চলে। প্রতারক পুরুষরা যতই নির্মলতার প্রতিশ্রুতি দিক, নারী তার দায়িত্ব থেকে মুক্ত হবে না। ভদ্র, মার্জিত ও শালীন হয়ে চলার দায়িত্ব।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
আখ্যাত বলেছেন: আপনাকে ধন্যবাদ
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লিখেছেন
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
আখ্যাত বলেছেন: উৎসাহিত বোধ করছি। আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।