নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

ধূম্পান সঙ্গীত (Smoking Song)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১১


বিড়িবান্ধব জনপ্রতিনিধি (পুরনো ছবি)

আসুন মিলে মিশে সবাই সিগারেট বেশি বেশি খাই
আসুন মিলে মিশে সবাই আমাদের আদর্শ বাঁচাই।
কামার-কুমার-জেলে-তাতী, মেথর-মুচি-রাষ্ট্রপতি,
নায়ক-গায়ক-পাচারকারী, এমপি-মন্ত্রী-ছিনতাইকারী, কোন বিভেদ নাই।
আসুন মিলে মিশে সবাই সিগারেট পরান ভরে খাই।

ধূমপান নাকি সাস্থ্যের জন্য ক্ষতিকর,
না না, এসব মৌলবাদী অপপ্রচার।
ধূমপন নাকি সাস্থ্যের জন্য ক্ষতিকর,
না না, এসব গুজব এবং অপপ্রচা।
গুজবে কান দেবেন না, অপপ্রচার শুনবেন না।
ওদের ধোকায় পড়বেন না, গাঁজা বিড়ি ছাড়বেন না।
কৃষক-শ্রমিক-মুটে-মজুর, চোর-ডাকাত ও মেম্বার-মেয়র,
ড্রাইভার-হেল্পার-পথচারী, কিশোর-বৃদ্ধ-নরনারী, সবাই মিলে খাই।
আসুন মিলে মিশে সবাই এদেশ থেকে মৌলবাদ খেদাই।

মৌলবীরা বিড়ি তামাক টানে না,
ধর্মান্ধরা ধূমপান করতে জানে না।
ধর্মান্ধরা বিড়ির কদর জানে না,
ধর্ম ছাড়া কোন কিছুই মানে না।
মৌলবাদী ছেড়ে দিন, বিড়ির পাছায় চুমুক দিন।
ধর্মান্ধতা ছেড়ে দিন, সিগারেটে শুখটান দিন।
শিক্ষক-আমলা-ছাত্র-ছাত্রী,যৌনকর্মী-নেতা-নেত্রী
বুদ্ধিজীবী-সংবাদকর্মী, ডাক্তার-পুলিশ-স্বাস্থ্যকর্মী, বিড়ি সবার চাই।
আসুন মিলে মিশে সবাই আমাদের ট্রাডিশন বাঁচাই।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: অপ্রয়োজনীয় পোষ্ট।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০৭

আখ্যাত বলেছেন: আরো সংক্ষেপে বলতে পারেন, “অপপোস্ট
যেমন অপ্রয়োজনীয় প্রচারকে সংক্ষেপে বলা যায়, “অপপ্রচার

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৬

জগতারন বলেছেন:
ব্লগার মোহাম্মদ সাজ্জাদ হোসেন-এর মন্তব্যের সাথে সহমত জানাই।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৯

জগতারন বলেছেন:
সংশোধনঃ
বলতে হবে; মুক্তিযোদ্ধা ব্লগার জনাব চাঁদগাজী কে ব্যান করার প্রতিবাদে পোস্ট দেয়া থেকে বিরত আছি।
এটাই আমার প্রতিবাদ। আমাদের হাত বাঁধা কেন ? আমাদের চোখ খুলে দাও!

সেই সাথে;
নইলে এই ব্লগেই আমরা আর আসবো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.