নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাবাদী

ওলিনোমান

আমি মানবতাবাদে বিশ্বাসী

ওলিনোমান › বিস্তারিত পোস্টঃ

বেশ্যা-২

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:০০



বেশ্যা,
সে তো তার চেয়ে ভালো।

যাকে সীমাহীন সময় দিলাম
যাকে রংহীন বর্ণহীন
নিস্বার্থ ভালোবাসা দিলাম।

বিনিময়ে কোন দিন কোন কিছু চাইনি,
তবু সে মারাত্মক ভাবে
ক্ষত বিক্ষত করে,
ভিতরের আলোটুকু নিবিয়ে তমসাচ্ছন্ন করে দিল,
হেমলককে অমৃত বলে চালিয়ে দিল।

আর বেশ্যা,
সে তো ছলনা করে না,

টাকার বিনিময়ে
বাঁচার দাগিতে
কঠিন বাস্তবতায় দাড়িয়ে,
মারাত্মক স্বাস্থ্য ঝুকি নিয়ে
দাড়িয়ে আছে ..... আবারো সে দাড়িয়ে অাছে,
আপনার অপেক্ষায়।

ল্যাম্পপোস্টের মতো,
রাস্তায়
ল্যাম্পপোস্টোর সাথে,
ল্যাম্পপোস্টের হালকা আলোয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: বিনিময় ছাড়া কেউ কিছু করে না। সন্তানের মধ্যেও মা-বাবার স্বার্থ আছে। সন্তানকে দিয়ে বংশ রক্ষা, সম্পদ রক্ষা, আদর-সোহাগ পাওয়া ইত্যাদি।

বেশ্যা বিনিময় মূল্য নেয়, এটাই তো ন্যায় - মূল্য পরিশোধ।

০৯ ই জুন, ২০১৬ রাত ১:৩৭

ওলিনোমান বলেছেন: বেশির ভাগতো বিনিময়ে শুধু কষ্ট দেয়।
ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৪

Bangladeshi Moinul বলেছেন: ঠিক বলেছেন @আবুল ফারাহ

০৯ ই জুন, ২০১৬ রাত ১:৩৯

ওলিনোমান বলেছেন: পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.