![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি সাহিত্যিক বসে আছে সোফার মাঝে এক পাশে,
তার বিপরীত পাশে বসে আছে এক দল সাংবাদিক,
অনেকটা জায়গা নিয়ে বসে আছে
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রফেসর।
বিশ্ববিদ্যালয়ের কয়েকটা তরুণ ছাত্র
দাড়িয়ে আছে সোফা ও দরজার পাশে।
আজ এইখানে আলোচনা সমালোচনার ঝড় বইবে।
বেরিয়ে আসবে সমাজ পুনঃগঠনের নানান উক্তি,
বেরিয়ে আসবে মানবতার কথা,
মানুষের অধিকারের কথা।
আলোচনা আর সমালোচনার তর্ক,
এই চার দেয়ালের মাঝেই শেষ হয়ে যাবে।
যখন বাইজি ফরেনি মদের বেতল পরিবেন করবে,
এক গ্লাস দু গ্লাস করে চলছেই তো চলছেই বিরামহীন।
কবি সাহিত্যক চলে যাবেন
তার কবিতা ও সাহিত্যর থিম নিয়ে,
সাংবাদিক চলে যাবেন
তার নতুন নিজ বের করার উদ্দেশে,
পরদিন সেজেগুজে প্রফেসর বেরিয়েন যাবেন
ছাএদের কে নীতি বাক্য শেখাতে।
সব গাদারাই এক এক করে চলে যাবেন,
বাকি রইল কে?
অবশ্য বাকি রইল কম বয়সের
পায়ে পায়েল পড়া সেই বাইজিটা।
তার কি হবে ?
তার জীবন কি বাইজির কাজ করেই যাবে ?
বাইজি কি শুধু বাইজি না তার
সন্তানের মুখে মা অথবা আম্মু বলে ডাক শুনে?
বাইজিদের কি সন্তান থাকে?
সে বড় হয়ে শুনবে তার মা বাইজির কাজ করতো,
পায়ে পায়েল পড়ে,
হাতে পরিবেশ করতো মদের গ্লাস।
২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৬
ওলিনোমান বলেছেন: ঠিক বলেছেন বিজন দা,
অনেক অনেক ধন্যবাদ দাদা।
ভালো থাকেন, ও হে আরো একটা কথা বলতে
ভুলে গেছি তা হল মো: হাবিবুল্লাহ নামে ব্লগ টা আমিই লেখতাম, পাসওর্য়াড জনিত সমস্যা করণে আর লিখতে পারিনা। ভালো থাকবেন।
২| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৭
ওলিনোমান বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
৩| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৮
বিজন রয় বলেছেন: তাই নাকি?
তা একথাটি আগেই বলতে হতো।
যাহোক, মো. হাবিবল্লাহকে আমি অনেক খুঁজেছি।
আজ পেলাম।
ধন্যবাদ আর শুভকামনা।
৪| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:০০
বিজন রয় বলেছেন: আপনি আপনার "মৃত্যু পথ" কবিতাটি আমাকে নিয়ে লিখেছিলেন। আমার প্রিয় পোস্টের তালিকায় সযতনে রেখে দিয়েছি।
২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:৪২
ওলিনোমান বলেছেন: ভালো থাকবেন, অনেক ভালো।
ধন্যবাদ দাদা।আবার দেখা হবে।
২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:৫০
ওলিনোমান বলেছেন: আপনার ঐ বিজন পথ কবিতা আমার
হৃদয়ে কেন জানি দাগ কেটে বসে আছে,
ছোট কিন্তু শক্তিশালী, এরকম আরো পোস্ট চাই।
৫| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:১৬
ডট কম ০০৯ বলেছেন: টোন দুইটা হয়ে গেছে, মনে হল সমন্বয়ের অভাব। লিখতে থাকুন ভাল থাকুন।
২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৭
ওলিনোমান বলেছেন: ভাইয়া সবে মাএ লেখালেখির স্কুলে ভর্তি
হওয়ার জন্য ঘুরাঘুরি করছি, এখনো ভর্তি
হইনি, খুব কাচা মগজ।
আপনার জন্য শুভ কামনা রইল, আপনিও ভালো থাকবেন।
৬| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:৪১
অবনি মণি বলেছেন: তার জীবন কি বাইজির কাজ করেই যাবে ?
বাইজি কি শুধু বাইজি না তার
সন্তানের মুখে মা অথবা আম্মু বলে ডাক শুনে?
বাইজিদের কি সন্তান থাকে?
২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৩
ওলিনোমান বলেছেন: এই সব প্রশ্নের উত্তর আমাদের সমাজ আর সভ্যতা দেবে,
মণি দি আপনি ভালো থাকবেন, শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪০
বিজন রয় বলেছেন: আর কবির হাতে কবিতা।
তার জীবন কি বাইজির কাজ করেই যাবে ?
বাইজি কি শুধু বাইজি না তার
সন্তানের মুখে মা অথবা আম্মু বলে ডাক শুনে?
বাইজিদের কি সন্তান থাকে?
এসব প্রশ্নের উত্তর এই সভ্যতা আজো দিতে পারেনি।