![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ এবং অলস একজন মানুষ আমি। জীবনের জটিলতা একদমই বুঝি না। খাই দাই, ঘুমাই আর আড্ডা মারি - এভাবেই তো জীবন কেটে যাচ্ছে বেশ।
আমি জেনারেল হইছি। আমার লেখা নাকি এখন থেকে প্রথম পাতায় আসবো। আনন্দে তো নাচতে মনে চাইতেছে।
আবেগে কাইন্দালাইছি।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০
চাদের বুড়ি বলেছেন: এই নেন মিষ্টি। খান ।
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২১
সোনা মানিক বলেছেন: ভাই আপনার খুশিতে মুন চায় হাসিতে। আমি হাসলুম কিন্তু
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮
চাদের বুড়ি বলেছেন: হাসেন, মন খুইলা হাসেন। তবে দাঁত যেন খুইলা না পড়ে
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০
ভোরের সূর্য বলেছেন: আপনাকে অভিন্দন।
আশা করবো সুস্থচিন্তার এবং বস্তুনিষ্ঠ লেখা লিখবেন।মানুষের সাথে মানুষের মতের মিল নাও হতে পারে তাই সঠিক তথ্য,যুক্তি দিয়ে তর্ক করবেন কিন্তু গালাগালি নয়।
আপনাকে উপদেশ দিচ্ছিনা। তাই কিছু মনে করবেন না।
ভাল থাকবেন।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭
চাদের বুড়ি বলেছেন: পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
জন রাসেল বলেছেন: আমাদের নতুন রিলিজ করা গানটা দিয়ে গেলাম। এই আনন্দে শুনেনঃ http://www.filesnack.com/files/cdn30j9t
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭
চাদের বুড়ি বলেছেন: সুন্দর হয়েছে। ধন্যবাদ।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮
রায়ান ঋদ্ধ বলেছেন: শুভ ব্লগিং। সামুতে স্বাগতম।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫
চাদের বুড়ি বলেছেন: ধন্যবাদ ।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪
সুমন কর বলেছেন: হ্যাপি ব্লগিং। নতুন আর মৌলিক লেখা চাই।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬
চাদের বুড়ি বলেছেন: ধন্যবাদ। চেষ্টা থাকবে সেরকম লেখা পোস্ট করার।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: Happy blogging
সবাই মিস্টি চাই , লন মুই আপনারে
খাওয়ায়।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১
চাদের বুড়ি বলেছেন: আপনেরে ধইন্না
৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২
বেকার সব ০০৭ বলেছেন: হ্যাপি ব্লগিং! আপনাকে অভিন্দন। ভাল লেখা আসা করি রাজনীতিক লেখা ছাড়া
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
চাদের বুড়ি বলেছেন: ধন্যবাদ
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০
ফলক বলেছেন: আমিও হইছি।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮
আকাশদেখি বলেছেন: মিষ্টি কই?