![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ কোন নির্মমতা? এ কোন নির্লজ্জতা? ধর্ষণকারীদের ধিক্কার জানাই! যত দ্রুত সম্ভব ফাঁসি চাই!!!!
বিডি নিউজ এর খবর:
----------------------------
বাগেরহাটের মোরেলগঞ্জে এক দল ডাকাত পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে গৃহকর্তাকে গাছে বেঁধে স্কুলপড়ুয়া মেয়ের সামনে গৃহবধূকে গণধর্ষণ করেছে।
বুধবার রাত (২/১/১৩) ২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামে ওই নারকীয় ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ (৩০) মোরেলগঞ্জ থানায় মাসুদ হাওলাদার নামের এক চিহ্নিত সন্ত্রাসীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে মামলা করেছেন। গতকাল দুপুরে গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য ভর্তি করা হয়েছে। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। নির্যাতিতার এক আত্নীয় জানান, স্থানীয় চিংড়াখালী গ্রামের এনাম হাওলাদারের লম্পট ছেলে মাসুদ হাওলাদারের বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসীসহ নানা অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে নির্যাতিতা গৃহবধূর মা সাক্ষী দেওয়ায় মাসুদ ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। জানা গেছে, বুধবার রাতে ৫-৬ জন ডাকাতের একটি দল বাড়িতে হানা দেয়। ডাকাতরা স্থানীয় ফাঁড়ির পুলিশ পরিচয় দিয়ে গৃহকর্তাকে ঘরের দরজা খুলতে বলে। তখন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা ওই বাড়ির গৃহকর্তা (৪২) ঘরের দরজা খোলা মাত্রই ডাকাত দল তাকে মারধর করে পাশের বাগানে গাছের সঙ্গে বেঁধে রাখে। এর পর ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও মালামাল লুট করে। যাওয়ার আগে ডাকাত দল ষষ্ঠ শ্রেণীপড়ুয়া মেয়েকে বিবস্ত্র করে মেয়ের সামনে মাকে ধর্ষণ করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন জানান, ধর্ষণে শিকার গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাথে আছি, সাথে থাকব!! এই বিষবৃক্ষ উপড়ে ফেলবোই ইনশা আল্লাহ!!
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
অপূর্ণ রায়হান বলেছেন: আপডেট ১১
আবার ! আবার !! আবারও !!! কোন দেশে কোন যুগে আছি আমরা ? বাগেরহাটে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ হাজার ব্লগার সামুতে অনলাইন দেখি ! আপনাদের কারও কি কোন বিকার নাই ? এতোটাই সুশীল আপনারা ? একটা পোস্ট দিয়ে ভার্চুয়াল প্রতিবাদ করতেও কি আপনাদের সাহস নেই ? নাকি এটা করলে আপনাদেরকে গঙ্গা স্নান করতে হবে ? অপবিত্র হয়ে যাবেন ? কখন প্রতিবাদী হবেন ? যখন আপনার খুব কাছের কেউ ধর্ষণ হলে করবেন ? আপনার বোন , মেয়ে কিংবা স্ত্রী ? মনে রাখবেন , তখন ঠিক এমন করেই আমরা সুশীল হয়ে নীরবতা পালন করব । আর আপনি হাহাকার করবেন ।ধিক্কার আপনাদের এই সুশীলতাকে । এটা সুশীলতা নয় ভণ্ডামি ।
বাংলা চলচ্চিত্রে ধর্ষণ বিষয়ক সব ধরনের চিত্র সংযুক্তি সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হোক । আর সামুর ব্লগারদেরকে বলছি , সামুতে নাকি লক্ষাধিক ব্লগারের তথ্যটি হয় ভুয়া নাহয় এইসব ব্লগাররা সবাই ভণ্ড সুশীল , কাপুরুষ আমার এই ধারনাটি ভুল , প্রমাণ করে দিতে পারবেন ? প্লীজ !
আপডেট ১০
আবারও টাঙ্গাইলের মত একই পন্থায় সাভারে গনধর্ষণ , ভিডিও ধারন , ধর্ষকদের সহযোগী ভিক্টিমের বান্ধবী এখানেও!! গ্রেপ্তার ৪ আরেকবার তুলে নাও কলম তোমার , ডাক এসেছে নারী অধিকারের নারী নির্যাতনের প্রতিবাদের , প্রতিটি শব্দে প্রকম্পিত করো ভার্চুয়াল জগত। কাপিয়ে দাও সেই সব জানোয়ারদের ভিত্তি। খুলে দাও মুখোশ সব কটা জানোয়ারের । আরেকবার দেখতে চাই কিবোর্ডের আগুন । আমরা সকলে আগামী ১১ জানুয়ারী বিকাল ঢাকাসহ দেশের বাকী ৬টি বিভাগীয় শহরেও মৌন আলোর মিছিলে এর করার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকায় প্রাথমিকভাবে স্থান ঢাকা ইউনিভার্সিটিকে বেছে নেয়া হয়েছে। আরো বিস্তারিত পরে জানিয়ে দেয়া হবে। ঢাকায় আলোর মিছিলের পূর্বে ছবির হাটে পথ নাটক প্রদর্শনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।আপডেট আসলেই জানিয়ে দেয়া হবে।
আপডেট ৯
টাঙ্গাইলে ধর্ষনের ঘটনার, ধর্ষকদের আর ভিকটিমের বান্ধবীর ফাঁসির দাবিতে আগামি সোমবার ০৭/০১/২০১৩ তারিখে, বিকাল 3:30 এ, ঢাকা জাতীয় প্রেস ক্লাব এর সামনে মানব-বন্ধন
৩/১/১৩ তারিখের মানববন্ধনের ছবিব্লগ
এইসব ইস্যুতে সবসময়েই কিছু মানুষ দেখা যায় পোশাকের দোহাই দিয়ে ভিক্টিমকেই প্রকারান্তে দোষী করে ধর্ষণের লাইসেন্স দেওয়ার চেষ্টা করে , তাদের জন্য একটা সংযুক্তি পোস্ট তোমারা যারা পোশাকের দোহাই দিয়ে ধর্ষণকে সমর্থন করো
আপডেট ৮
ক)জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম আগামীকাল ৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব এর সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য।
খ) আরও একটি ইভেন্ট , ধর্ষণের বিরুদ্ধে মানবিক দ্রোহ স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট। তারিখ: জানুয়ারি ০৪, ২০১৩ সময়: বিকেল ৩:৩০ আয়োজন: প্রতিবাদ, বিক্ষোভ, কবিতা আবৃত্তি ও প্রতিবাদী সঙ্গীত ।
গ)প্রতিবাদ কর্মসূচীর আরও একটি অংশ হিসেবে ব্লগার রিং ( মোবাইল - ০১৬৭১৪১১৪৩৭ ) এর উদ্যোগে ৩রা জানুয়ারী ২০১৩ইং, বৃহস্পতিবার ঠিক বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে, পাখি চত্বরে পথনাটকের আয়োজন করা হচ্ছে । প্রতিবাদে অংশগ্রহণে ইচ্ছুকদেরকে নিচের আপডেটে দেওয়া আমিনুর ভাই ( মোবাইল ০১৭৫৫৩০৬০২১ ) এর সাথে যোগাযোগ করার জন্য কিংবা উক্ত স্থানে থাকার জন্য অনুরোধ করছি । আর যদি সম্ভব হয় সেখান থেকে ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝেও এই বিষয়ে একটা গণজাগরণের ও তাদের এই প্রতিবাদে সম্পৃক্ত করার উদ্যোগ যেন নেওয়া হয় , সে বিষয়ে উদ্যোগকারীদের দৃষ্টি আকর্ষণ করছি ।
আপডেট ৭
টাঙ্গাইলে ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ॥ আমি সবাইকে বারবার অনুরোধ করছি এবং আবারও বলছি , মনে করবেন না দুই একটা মানববন্ধন করেই এ সমস্যার সমাধান হয়ে যাবে । প্রয়োজন একটি দীর্ঘ , সুগঠিত এবং জোরালো প্রতিবাদের । বিচ্ছিন্ন কোন দাবী নয় একদফা দাবিতে নামতে হবে '' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । আর রাষ্ট্রপতির কাছে বিনীত অনুরোধ '' ধর্ষকদের কোন প্রকারেই বিশেষ ক্ষমা করবেন না , প্লীজ । '' আর আয়োজকদের বিশেষভাবে অনুরোধ করছি , ৮/১০ টা প্রাইভেট ও সরকারী ভার্সিটির স্টুডেন্টদের এক করা যায় কি না , বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন । তাহলে একটা বড় ধরনের সামাজিক আন্দোলনে যাওয়া যাওয়ার জন্য একটা অভাবনীয় সুচনা হবে আমাদের এই আন্দোলনের । এই বিষয়ে বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টদের এগিয়ে আসার অনুরোধ করছি । স্টুডেন্টরা সবসময়ই বড় গনজাগরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সবসময় । এবারেও তাদের কাছে এই বিষয়ে আমার বিনীত অনুরোধ রইল । প্লীজ । আর একটিবার এই নরপশুদের বিরুদ্ধে এক হয়ে সোচ্চার হউন । প্লীজ । ফেসবুক গ্রুপ ধর্ষণ সহ সকল যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গুগল প্লাসে আমরা ধর্ষণ সহ সকল যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন
'' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: ধর্ষকদের বিচার চাই। ধর্ষকদের ফাঁসি চাই। নারীর নিরাপত্তা চাই
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: ধর্ষকদের বিচার চাই। ধর্ষকদের ফাঁসি চাই। নারীর নিরাপত্তা চাই
আরেকটা দিল্লি দেখতে চাইনা!!!!!! ফাসি চাই ফাসি চাই!!!!
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধর্ষকের কোনো বিচার প্রক্রিয়া নাই, ডাক্তারি পরীক্ষা হবে, ধর্ষণের আলামত পাওয়া গেলে মেয়েটি শুধু ধর্ষককে চিন্হিত করবে, মামলা শেষ, ফাসিতে ঝুলাও!!!!
আইন হোক এটাই!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু অপূর্বের আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।