নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

উফ BNP SUCKS !!!! U TOO আওয়ামী!! তেলের দাম বাড়ছে, হরতাল করতে নামছে আমাদের প্রাণ প্রিয় বিরোধী দল। কিন্তু কেন? X(X(X(

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭

তেলের দাম বাড়ছে, হরতাল করতে নামছে আমাদের প্রাণ প্রিয় বিরোধী দল।



চলুন দেখে নেই বাংলাদেশ কত বেশি খারাপ, এত বেশি দাম? দেখেন দেখেন, আসে পাশের দেশ থাকা আমগো তেলের দাম কত্ত বেশি! উফ BNP U SUCKS !!!! U TOO আওয়ামী!!



কারণ, গাড়ি পুরাইতে হবে, গরুতে যাতায়ত কর, পেট্রল বাচবানি!!

মানুষ পুরাইতে হবে, তাও আবার পেট্রল দিয়া, পেট্রলের দাম কমবো!

খুন খারাপি করণ লাগব, পেট্রলের দাম অটো কমবো!!

দেশের বারোটা বাজাতে হইব, ব্যাংক-বিমা বন্ধ রইবো, পেট্রলের দাম কমবো!!

গরিবের পেটে লাঠি মারতে হবে, পেট্রলের দাম না কমে যাবে কৈ?

কিছু পুলাপাইন-বুড়া মানুষ না খাইয়া থাকব, পেট্রলের দাম কমবনা মানে?

চট্টগ্রামে শিপ আটকে জ্যাম হইব, সবকিছুর দাম কমবো!!

ব্লা ব্লা ব্লা ব্লা.........



যখন BNP যায়, আওয়ামী ধরে পা টাইনা, যখন আওয়ামী যায়, BNP ধরে পা টাইনা!!! মাঝে মাঝে পায়ে সুই ফুটায় জারজইয়াত পাকিস্তান!!



জনগণ তোমাদের চুলাচুলি চায়না!! ভাগ তোমরা, দেশ টা তোমাদের বাপের আর জামাইয়ের না!! যে তুমগো পোলাপানের জন্যে লিক্ষা দিয়া গেছে!! দেশেটা আমাদের, আমরা রক্ত দিয়ে স্বাধীন করছি!!! এই দেশকে ক্ষত করার অধিকার তোমাদের নাই!!!


মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮

াহো বলেছেন: বিএনপি আমলে জ্বালানি মূল্য বাড়ে ৯ বার
বিএনপি ক্ষমতায় আসার সময় কেরোসিনের মূল্য ছিল ১৫ টাকা রেখে যায় ৩৩ টাকা, পেট্রোল ছিল ২৩ টাকা রেখে যায় ৫৬ টাকায়

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধি যে হারে হয়েছে আমরা একটা স্থিতিশীল অবস্থায় আছি বলে মনে হচ্ছে.... কিন্তু সে যাই হোক, শর্কর বৃদ্ধির এক মাস আগে জানায়নি, কোনো ব্যাখ্যার ধার ধারেনি!!!! সকল তথ্য উপত্য সামনে হাজির করে বলা উচিত ছিল, এই কারণে এই হলো আর এই কারণে দাম বাড়লো!!

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

াহো বলেছেন: আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কোলকাতায় ডিজেল ও পেট্রোলের মূল্য বাংলাদেশের তুলনায় যথাক্রমে ১৫ টাকা ৪৭ পয়সা ও ২১ টাকা ৫৫ পয়সা বেশি। পাকিস্তানে ডিজেল ও কেরোসিনের মূল্য যথাক্রমে ২২ ও ১৩ টাকা বেশি।

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আর BNP আরেক আবাল, দেশের বারোটা বাজানোর জন্যে দিল হরতাল!! হত্রাল দিয়ে তুই কি উপকার করলি? না এতে তেলের দাম কমবে না জনজীবনে একটু বল হবে!! আওয়ামীর কারণে বেশি দামে তেল কিনতে হবে, ইনকামের রাস্তা করলো BNP বন্ধ!! সব ভোগান্তি তো আমাদেরই!!!!!!!!! লাত্থি মারতে মন্চায়!

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১

দায়িত্ববান নাগরিক বলেছেন: পরিসংখ্যানটা আগেই দেখেছি। বিএনপি'র কাছে এই ইস্যুটা একটা উছিলা মাত্র। দেশের মানুষকে গরু গাধার চেয়েও নিচু মনে করে এরা। কিছু হইলেই হরতাল।

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থাপ্রাইতে মন চায়!!!! কিন্তু আমার দুঃখটা হৈল কয়দিন পরে এইগুলারেই মানুষে ভোট দিতে দৌড় দিবে!! নিজের ভালো দেশের মানুষ কবে বুঝবে?

আওয়ামিলিগ এই কাজে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেয়নি! ওরা সঠিকভাবে ব্যাখ্যা করেনি!!! তাইলে BNP র মুখ বন্ধ থাকতে পারত!!!!!!! জনগণও বুঝত ঘটনা!!!! দুইটারেই দেখলে মেজাজ খারাপ হয়! জগনের এমন ভোগান্তি করার অধিকার ওদের নাই!!!!

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

বিদ্রোহী বীর বলেছেন: হরতাল মানি না, আন্দোলন মানি না।
কিন্তু কথা হচ্ছে- পরিসংখ্যান একটা দিলে তো হবে না। বিএনপি যেমন একটা ইস্যু পাইছে, ঠিক তেমনি আমাদের দেশের পরিবহন গুলোও উছিলা পাইছে। তারা তো কখনওই ভাড়ার ক্ষেত্রে সরকারি চার্ট অনুসরণ করে না, আর সুযোগ পাইলেই যখন তখন ভাড়া বাড়ায়। ভোগান্তি পোহায় জনগণ। সরকারেরও এই বিষয়ে কোন মাথা ব্যথা নাই, ঠিক মতো পকেটে মাল ঢুকলেই হইলো।
ওই সমস্ত দেশে কি এরকম হয়? আর আমাদের দেশের কৃষকরা সেচের পানি পাম্প দিয়ে নেয়। পাম্প ওয়ালাদেরও একটা ইস্যু হলো সেচের দাম বাড়ানোর, আর অন্য দেশে এসব ক্ষেত্রে কৃষকদেরকে ভর্তূকি দেয়া হয়। আমাদের সরকারগুলো কি তা দেয়?
কাজেই এইভাবে দাম বাড়ানোকে আমরা কখনই সমর্থন করতে পারি না। আর হরতালকে আমরা সমর্থন করি না।
গণতন্ত্রের যাতাকল এই হরতাল কখনই সমস্যার সমাধান করতে পারে না বরং আরো একধাপ ক্ষতিই বাড়ায়..............

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেজন্যেই তো বলছি, আওয়ামী যথেষ্ট দায়িত্বশীলতা দেখায়নি!! তেলের দাম কেন বাড়লো, এবং কিসের উপরে এর কতটুকু প্রভাব বিস্তারিত প্রেস ব্রিফিং করে ঘোষণা করতে হত!! ইটা হলো গিয়ে নিয়ম!!!! যারা আছে, ভুদাই না কি, অর্থনীতির অ অ বুঝেনা শালারা!!!! সবাইকে ইচ্ছামত দাম বাড়ানোর সুযোগ করে দিয়েছে!!! আর সেই সুযোগে BNP লুটছে রাজনৈতিক ফায়দা, জনগনের পেটে কি সুন্দর লাত্থি!!! দুজনের মুখে তাই লাত্থায়তে মন্চায়!!!

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১০

াহো বলেছেন:

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, তবে আমার পোস্টার পয়েন্ট ওটা ছিলনা, আমি বলতে চেয়েছি এক পয়সাও বাড়ালে তা সঠিক পরিকল্পনা ও চিন্তা করে করা উচিত, আর BNP র ফায়দা উঠানকে ধিক্কার জানিয়েছি!!! অনেক ধন্যবাদ!!! এই তথ্যটি এখানে আমাদের না, বরং আওয়ামীলীগের দাম বাড়ানোর আগে আলোচনা করা উচিত ছিল.....

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪

শয়ন কুমার বলেছেন: পাকিস্তানেরটা এই নাই ।এই ডাটা মানুম না ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লোল

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮

নিশ্চুপ শরিফ বলেছেন: সরকার যদি ইরাম পাশের দেশের উদাহরন দিয়ে নেটের বিলও কমাইতো আর নেটের গতি বাড়াইতও তাইলে কতই না ভালো হইত।

যাই হোকনা কেন আমি কিন্তু খুশি। কারন। ওয়েট করেন। পিক আপলোড মারি।



হরতাল মানিনা। হরতাল দিলে দেশের ক্ষতি ইনারাই বলেন আবার ইনারাই দিনে। আজিব দেশ একখান। :(

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লোলসসসস

দাম বাড়ানোর সিস্টেম ঠিক নাই, হরতাল দেবার কোনো মানে নাই!!! যদি অতি দেশ প্রেমিক হন রোদে বসে অমূর্ন অনশন করেন!! আবাল BNP জনগনকে বাঁশ দিয়া দেশের ভালো করবে!!

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯

মরু বালক বলেছেন: যখন BNP যায়, আওয়ামী ধরে পা টাইনা, যখন আওয়ামী যায়, BNP ধরে পা টাইনা!!! মাঝে মাঝে পায়ে সুই ফুটায় জারজইয়াত পাকিস্তান!!

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাই নয় কি? পয়েন্ট কি আপনার? চিনতে পারতেছিনাll

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

ইন২বাংলা বলেছেন: আওয়ামীলীগ বড়ই মুনাফেকের দল।

বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশী হরতাল দিয়েছে আওয়ামীলীগ। প্রায় ৩০০ দিন। সেই হরতালপ্রিয় আওয়ামীলীগের চামচারা যখন হরতালের বিপক্ষে বলে তখন বুঝতে হবে এরা কত বড় মুনাফেক হারামী.....

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কাকে চামচা বললেন? কথা তো আপনি চামচার মত বলছেন!!! দল করলেই দেশ উদ্ধার হয়না, লিগ করলেই দেশ উচ্ছন্নে যায়না... সমস্যা হলো নিজ দল ছাড়া দেশ নিয়ে ভাবার সময় আমাদের কারো নাই.... ভালো!! এমন মেন্টালিটি নিয়া নিজে মরেন, দেশও মরুক! ধন্যবাদ...

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬

মুফতি বাবা বলেছেন:

আম্লীগের ৩০০ দিন হরতাল আর গাড়ী পুরানোর রেকর্ড বিএনপি'র কোন দিন ভাংতে পারবো না|

আওয়ামী লীগের নির্দেশে আর পুলিশের সহযোগীতায় গত সপ্তাহে বাম কুত্তারা যে হরতাল করলো তখন তুমি কই ছিলা??

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বামের হরতালের ইস্যুতে সমর্থন ছিল, কিন্তু হরতাল তারপর কাম্য নয়!! আর হরতালের রেকর্ড ভাঙ্গবে কিনা জানিনা, তবে নির্বিচারে BNP যে পরিমান আওয়ামিলিগ কর্মী মেরেছিল সেই ইতিহাস মনে হয় এত তারাতারি ভুলে যাওয়া ঠিক হবেনা..... হরতাল সমর্থন করিনা, আওয়ামী হোক বা BNP ভুদাই এর মত পোস্ট না বুইঝা ফাল পারিও না....

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩

ভিটামিন সি বলেছেন: ছুটির দিনেও এই আবাল লীগ হরতাল দিয়েছে। আর এটা তো বাস্তবিকই একটা ইস্যু নিয়ে হরতাল। যেসব আবাল বিভিন্ন দেশের জ্বালানি তেলের মুল্যচার্ট তুলে ধরে দেখায় যে বাংলাদেশে দাম কম, তাদের বোঝা উচিত ওইসব দেশের অর্থনৈতিক ভিত্তি বনাম বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি কি? বাংলাদেশের দরিদ্র মানুষের এখন শীতের কাপড় কেনার টাকা নেই। ধানে বা ফসলে ঠিকমত উতপাদন খরচই উঠে না পক্ষান্তরে ওইসব দেশের লোকেরা নেক্স্াস, বিএমডব্লিউ, জাগুয়ার হাকায়। তাদের ডেইলি ইনকাম বাংলাদেশীদের সারামাসের ইনকামের দ্বিগুনেও সমান হয় না। অকটেন, পেট্রোল বাড়লো ৫ টাকা করে, আর ডিজেল বাড়ে ৭ টাকা কেনো? ডিজেল কৃষক ব্যবহার করে বলে?? কৃষকরা এইবার তোদের একটা করে ধরবে আর তেল-তেলা বাশ সোজা ঢুকিয়ে দেবে। রেডি থাক বান্দরের বাচ্চারা।
জ্বালানি তেলে ভর্তুকি বাংলাদেশের জন্মলগ্ন থেকেই হয়ে আসছে। এটা থাকবেই যতদিন না এই দেশের সকল মানুষের একটা ভালো ইনকাম এর সুযোগ হয়। তৌফিক বাবুর ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আমারা আমজনতা কেন সেই দায় ভার বহন করবো? ভাড়াভিত্তিক বিদ্যুত কেন্দ্র চালু করে দেশ থেকে যে পরিমান টাকা বিদেশে পাচার করেছে এই সরকার তার হিসাব দিতে হবে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় থাকলে একটু নেটে গিয়া দেইখেন ভারতের মাথা পিছু ইনকাম আর শ্রীলংকার!!!!!! দাম কি আমাদের মাথা পিছু আয় হিসেবে বাড়বে? দাম তো বারে যেখানে থেকে আমদানি হয় সেখানে বাড়লে!!! সোজা হিসাব এটা বুঝ্নয় হয়েছে আন্তর্জাতিক বাজারের সাথে তুলনামূলক ভাবে এখানে সস্তা!!!!
আর সবথেকে পর প্রশ্ন হলো, BNP আবাল হরতাল দিয়া কি করবে? দাম কমবে? দেশের কি উল্টা ক্ষতি করলনা?

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩

রিফাত হোসেন বলেছেন: Dutakai ... ..

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: X(

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা এমনি এমনিই কি কইছিলাম FUCK U BNP, FUCK U AWAMI LEAGUE. I HAVE RIGHT TO FUCK U COZ U R FUCKING MY COUNTRY.


++++++++++++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভোট তো এই দায়িত্বজ্ঞানহীন দলগুলোকেই দেব আমরা !! শেম!!

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯

বাঁশ বাগান বলেছেন: একদিনের হরতালেই কি তেলের দাম কমে যাবে? হরতাল দিয়ে তো তারা ঘরে বসে থাকবে, না হলে কিছু গাড়ী পোড়াবে! এছাড়া আর কি হবে?

গাড়ীর ভাড়া স্থিতিশীল রাখার জন্য তারা অথবা সরকার কি কোনো কাজ করছে?

গাড়ীর ভাড়া স্থিতিশীল রাখার জন্য বিরোধী দল কি সরকারের উপর কোনো চাপ বজায় রাখতে পারছে।

উত্তর হল না। তবে কেন এই হরতাল।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একদিনের হরতালে তেলের দাম কবেনা.. যদি অতি প্রতিবাদী হয়, খালেদা আমরণ অনশন কর, হরতাল কইরা মানুষের ক্ষতি কইরা কি পাবি? রাজনৈতিক ফায়দা!! তাইলে কেমনে ইস্যুকে সমর্থন করি? হরতাল কোনভাবে সমর্থিত হতে পারেনা, যারা সমর্থন করে সব পেইড...

তবে আওয়ামীলীগেরও ভুল আছে.... দাম বিশ্ববাজার হিসেবে বাড়ছে, কেন বাড়ছে ও কিভাবে, ও প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব দেটেইল বলে মূল্য নির্দিষ্ট করে দিতে হইতো!! একটা প্ল্যান তৈরী করে কাজ করা উচিত ছিল!! ভুদাই সরকার দেয় হুট করে বাড়ায়!! তো তোমরা তো বিরোধী দলের লাত্থি খাবাই!! মানুষেও ভুল বুঝবে!!

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

গনতন্ত্র চাই বলেছেন: তেলের দাম কত বারল কোন দেশে এটা কমপেয়ারের পাশাপাশি
কোন দেশের ভাড়া কত এটাও কমপেয়ার করা উচিত .............।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এবং মূল্য বৃদ্ধির প্রভাবও নিশ্চিত করে বলে দেওয়া উচিত ছিল....

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

সামুরাই হান বলেছেন: লাগাতার হরতাল চাই ...দাম না কমা পর্যন্ত। সরকার দাম নির্ধারন করবে মানুষের ক্রয় ক্ষমতা অনুযায়ি । অন্যন্য দেশে দাম বাশি কারণ সেখানে ক্রয় ক্ষমতা বেশি ...। আমাদের ক্রয় ক্ষমতা কম তাই দাম বাড়ানো ঠিক হয় নি অন্যায় হয়েছে ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ক্রয় ক্ষমতা তেল দেয় না, তেল দেয় বিদেশী উত্স, ওরা যদি বেশি দাম নেই, আর বাজেট অনুসারে যদি ভর্তুকির মাত্র পার হয়ে যায়, তাহলে দাম বাড়তে পারে.. ওখানে কেন বেশি তা দেখায়নি, দেখিছি যে বিশ্ববাজারে দাম সবথেকে কম এখানে!!! কারণ? ভর্তুকি!! যেখানে ভর্তুকি দিচ্ছে দেশ সেটা নিয়ে আপত্তি করে কদ্দুর?
হরতাল দিয়ে মামু কয়দিন ক্লাস বন্ধ আর কয়টা গাড়ি, আর জীবন ধংশ ছাড়া কিছুই হবেনা. বিরোধী দল অত ভালো হলে অনশন করুক, না খাইয়া বইসা থাকুক, বুঝ্মুনে কত ভালবাসে দেশ আর কতটা নিজের দল.....

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

akash3269 বলেছেন: বরাবর ভিটামিন সি,
বাংলাদেশরা কৃষকরা আমার জানামতে তেলের উপর ভর্তুকি পায়। কিন্তু এই দেশীয় কিছু সাংসদ পার্লামেন্টে যায় না মতের অমিল বলে কিন্তু সরকারি গাড়ি তো এক্ষণও ঠিকই চলে তেল কিন্তু দেয় সরকার। আর বাংলাদেশেও অনেক পাবলিক আসে যারা ভর্তুকির টাকাই দেওয়া তেল দিয়ে নেক্স্াস, বিএমডব্লিউ, জাগুয়ার হাকায় । আমরা এই দাবি জানাতে পারি যে সরকার সে যেই হোক না কেন ভর্তুকি দিতে হলে কৃষকে সরাসরি এবং পরিবহন খাতে দেওয়া হোক কারও বিলাসি গাড়ি চালানোর জন্য নয়

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই বিষয়টি আমিও পছন্দর করছিনা ভাই, কিন্তু হরতালে কি সমাধান??

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

বাবু বিসি বলেছেন: উন্নত দেশের তুলনায় আমাদের দেশের তেলের দাম কমই থাকা উচিত। ঐসব দেশের মানুষের আয় বেশি, জীবনযাত্রার মান ভালো, রাস্তা ঘাট ভালো, দুরনীতি কম.

কিন্তু হরতাল তো কোন সমাধান দিতে পারবে বলে মনে হয় না।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই বিষয়টি আমিও পছন্দর করছিনা ভাই, কিন্তু হরতালে কি সমাধান??

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

একা পথিক ০৭ বলেছেন: আমিও আপনার সাথে একমত। সরকারের উচিত ছিল তেলের মূল্য বৃদ্ধির উপর ব্রিফিং দেয়া আর খেয়াল রাখা যে মূল্য বৃদ্ধির সাথে যাতে পরিবহন ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি না পাওয়া। এই ব্যাপারে সরকার একেবারেই বিফল।

আর হরতাল কোনদিন কোন কিছুর ই সমাধান দিতে পারে নি তাহলে কেন এই হরতাল??? মাথা মোটা বুদ্ধির বিএনপি এসব বুঝবে না মনে হয় কোন দিন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেটটাই ভাই!!!! হুদাই হরতাল দিল!!! আর দাম বাড়ানোর কি ছিড়ি!!! এটা একদমই ঠিক হয়নি....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.