![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি বলেছিলে ভিজবে কোন সকালের স্নিগ্ধতায়,
নিয়ে এই আমায়,
আজ আমি আর সকাল দেখিনা ।
বলেছিলে, কোনো এক এক দুপুরে পুড়বে,
এই আমায় সাথে করে,
আজ আমার দুপুর কেটে যায় মেঘাচ্ছন।
বলেছিলে কোনো মিষ্টি বিকেলে,
চলে যাবে অনেকটা দূরে,
শুধু আমার হাতটা ধরে ।
আমার বিকেল তাই অশ্রু হয়ে ঝরে ।
বলেছিলে কোনো রাতের আধারে,
সমস্তটাই আমার করে
দিবে আমার জীবন ভরে ।
শূন্যতা রেখে গিয়ে,চলে গেলে কত দূরে ।
রাতের আকাশে তারার মাঝে,
মনটা তোমায় খুঁজে মরে ।
তুমি শুনতে কি পাও এই মন ডাকে,
অসমাপ্ত প্রেম বুকে ধরে,
কিছু কষ্ট লুকিয়ে,
পথ পানে রয় চেয়ে,
তোমার আসবার অপেক্ষায়
জীবন যেন আজ হারিয়ে গেছে,
কোনো মরু ঝড়ে,
কিছু বালি কনা আজ,
কিছুটা অর্থহীন, অতি সামান্য।
তুমি বলেছিলে যাকে মহামূল্য...
তুমি বলেছিলে, ভালবাসবে আজীবন,
নিয়ে নিয়েছ আমার এই হৃদয়, বলেছিলে।
হ্যা, আমি আজ হৃদয় বিহীন বেঁচে আছি.......
তুমি বলেছিলে, তুমি আসবে.... আসবেই....
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খাইছে!! একেবারে হাঁটে হাড়ি ভেঙ্গে দিলেন যে দাদা!!!!!
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৯
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: চমত্কার লাগলো!! কার জন্যে এত প্রেম!? :#>
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কার জন্যে যে, তাকে খুঁজে পাইনা , তাই প্রেম জমাচ্ছি, পেলে একসাথে দিয়ে দেবো !
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
আপনার কি মন খারাপ? ছবিটার লম্বা করে এই অবস্থা করলেন কেন? দুক্ষ পাইছি, আগে কত সুন্দর লাগত!! কে মেয়েটি, খুব প্রশান্তির একটা মুখ আপনার প্রফাইল পিক !!
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওকে। মেয়েটি আমি।
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটা আপনি? মানে আপনি? ধুর, দুষ্টামি করছেন, কত বছর আগের!!??
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার বয়স আপনাকে গেস করতে দিব কেন?
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নু, অমিত গেচ করতে জাতা লেবেলের জাতাকল খেয়ে ব্যর্থ হইয়ে তার্পর প্রশ্ন অস্কায়ছি!! প্লিচ লাগে, কইন স্বর্ণা অপু, আপনি আবার খুদে ব্লগার মালামার বাংলাদেশী ভার্সন না তো? আমি টেনশিত অ টাশকিত!!
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮
সোহাগ সকাল বলেছেন: উলে বাবা লে…!
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই কিতা হইলো? সব ঠিক ঠাক তো?
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
++++
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকে....ভালো থাকবেন....
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
রীতিমত লিয়া বলেছেন: বরাবরের মত ভাল। ক্যমনে লিখেন? হিংসিত
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: গার্ল ফ্রেন্ড না থাকলে এমনই হয় মনে হয়!!!!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, সবসময় লেখার জন্যে উত্সাহ প্রদানের জন্যে...
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পিলাচ !
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক THANKS BRO !!!!!! ভালো লেগেছে জেনে প্রিত হলাম.....
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মাছিমারা কেরাণী বলেছেন: ভাইজান মনে হয় বিয়ে করেননি এখনও। বিয়ের আগে সব এরকমই মনে হয়। কত প্রেম থাকে তা বোঝা যায় বিয়ের আগে। তখন লেজে আগুন নিয়ে বিয়ের ঝাল মেটাতে টাকা কামাতে ব্যস্ত হতে হয়।
এটা নাই, ওটা নাই যখন কানের মধ্যে বাজতে থাকে অনবরত: তখন কোন সকালই আর স্নিগ্ধ লাগে না। সব সকালই তিতা লাগে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইজানে মনে হয় সেরে ফেলছেন!!! আমাকে ভয় দেখাচ্ছেন কেন ভাই? আগে করি তারপরে দেখান? ভুই পাই তো.... আমি ভুই পাই.....
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
মাছিমারা কেরাণী বলেছেন: কত প্রেম থাকে তা বোঝা যায় বিয়ের 'আগে' শব্দটা পরে দ্বারা প্রতিস্থাপিত হবে।
ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তুমি না থাকলে সকাল টা এত মিষ্টি হতনা, বিবাহিত একজনেরই লেখা কিন্তু !
আমিতো তারপরও অপেক্ষায় আছি!! Someone will come and make my life heLL !!!!
১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা ভ্রাতা +++++++++
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্লাস ও মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ ভাইয়া!!! ভালো থাকবেন.....
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৯
জেমস বন্ড বলেছেন: সুন্দর
। ছবি চেঞ্জ করতে গিয়ে পোস্ট গায়েব হয়েছিল
।