![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার আশুলিয়ায় এক আদিবাসী শিশু ধর্ষণের শিকার হয়েছে।
এর কি কোনো শেষ নেই? আর কত শুনতে হবে এমন, কত? তুমি নিজেকে প্রশ্ন করেছ, না পুরুষ, না নারী, না মধ্যবর্তী কিছু, তুমি কি ধর্ষক? এটিকি একটি হিংস্র পশুর নাম নয়!!? তোমাকে সমাজে আমাদের মাঝে চাইনা, তুমি জঙ্গলে চলে যাও.....
ঢাকার আশুলিয়ায় এক আদিবাসী শিশু ধর্ষণের শিকার হয়েছে। অপহরণের পর অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়।
অপহরণের তিন দিন পর গত মঙ্গলবার পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ধর্ষণের অভিযোগে তৌহিদ ইসলাম (২৭) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
তৌহিদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। থাকতেন আশুলিয়ার গাজীরচট এলাকায়। শিশুটির বাড়ি খাগড়াছড়িতে। সে আশুলিয়ার বুড়িবাজারে এক পোশাকশ্রমিকের বাসায় গৃহপরিচারিকার কাজ করে।
আশুলিয়া থানার পুলিশ ও শিশুটি জানায়, শনিবার রাত সাতটার দিকে শিশুটি কাপড় আনার জন্য বাসার ছাদে যায়। তখন বাসায় কেউ ছিল না। এই সুযোগে তৌহিদ অন্যদের সহযোগিতায় তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে গৃহকর্তা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার বিকেলে গাজীরচট এলাকা থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। রাত সাড়ে তিনটার দিকে পুলিশ তৌহিদকে গ্রেপ্তার করে। গতকাল তাকে সাত দিনের পুলিশি রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির গৃহকর্তা বাদী হয়ে মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।
গৃহকর্তার এক আত্মীয় বলেন, বেশ কিছুদিন ধরে তৌহিদ শিশুটির পিছু নেন। বিষয়টি আমরা আঁচ করতে পারলেও প্রত্যক্ষ কোনো প্রমাণ ছিল না। শিশুটি নিখোঁজ হওয়ার পর সন্দেহভাজন হিসেবে তৌহিদের মুঠোফোনে চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার বিকেলে মুঠোফোন খোলা পেয়ে শিশুটির বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে এড়িয়ে যান। অভয় দেওয়ার পর শিশুটি তাঁর কাছে আছে বলে স্বীকার করেন। কয়েক ঘণ্টা পর তিনি শিশুটিকে বাড়ির পাশে রেখে যান। বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানালে ওই দিন রাতে তৌহিদকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদ ধর্ষণের কথা স্বীকার করেছেন।
View this link
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Only Creator can save us !! we are beyond society !! Beyond humanity !!! And we are happy being at home , SAFE (!)....
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
...............বাচ্চা তোরা মানুষ হ
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একটা করে এমন খবর পাই, আর নিজের আঙ্গুল কামড়াই!!!! স্তব্ধ হয়ে যাই আমি, মানুষ ওরা? একই সমাজে বসবাসকারী এই কোন ভয়ানক প্রাণীর সাথে আমরা থাকি????
আমি খুনি হলে খুন করতে নামতাম, শুধু এইটুক জানি....
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
আসাদুজ্জামান আসাদ বলেছেন: বাংলাদেশে ধর্ষনের উপর কোন চ্যাম্পিয়ন প্রতিযোগীতা চলছে?!!!!!
এগুলো ধরে ধরে হাত, পা এবং......টি কেটে দেয়া দরকার।
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই জামিনযোগ্য কারাদন্ড শাস্তি(!) হয়েছে টাঙ্গাইলের গনধর্ষকদের ... এটাত সেই হিসেবে ওনাদের চোখে মামুলি জিনিস, এর জন্যে আর সরকার কি করবে?
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Put every fuc*ing men inside lockup!! That the hell can not courage the motherfuc*ers!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
আশিক মাসুম বলেছেন: সব ভাদ্র মাসের কুত্তা হয়ে গেছে
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শুয়োরের বাচ্চাগুলোকে ধরে একটা নির্দিষ্ট মোড়ে মানুষের হাতে ছেড়ে দিতে হত, যা ইচ্ছা করবে, পুলিশ এসে মাথাটা নিয়ে যাবে খালি..... কোনো দাফন হবেনা, কিচ্ছুনা........... শুয়োরের বাচ্চা শুয়োরেরা!!!!!
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
রীতিমত লিয়া বলেছেন: জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা জুতা...........
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাবাস বাংলাদেশ,
এই পৃথিবী অবাক তাকিয়ে রয়,
এখানে প্রতিদিন ধর্ষণ হয়!!
উত্সব হয় নারী হত্যার!!!!!
মৃত্যু হয় নারী সত্তার!!!!
সাবাস বাংলাদেশ,
এখানে পুরুষের নেই বসবাস,
ও নাম কিছু পশুদের জন্যে বরাদ্দ বারোমাস!!!!
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
চলতি নিয়ম বলেছেন: বলার কোন ভাষা নেই
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার নাই, অথচ এটাই সরব হবার সময়..... স্তব্ধ হয়ে যাই আমি..... ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি... এমন খবর আমি পড়তে পারিনা....
৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই সব নরপশুদের ধিক্কার !
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নরপশুদের নিয়ে আমাদের নরকটি এমনই.....
১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
ইখতামিন বলেছেন: আমরা বাংলাদেশে বাস করি?.
তা আমার বিশ্বাসই যেন হয়না।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
অপূর্ণ রায়হান বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: ড্যাম শিট! কি হচ্ছে এইগুলা?