![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“নীল আকাশ থেকে একটু সাদা মেঘ নিয়ে এসে,
তোমার গালে ছোঁয়াব,
আর নদী তটে কিছু শুভ্র কাশঁফুল ফোটাব,
তোমার তরে।
তুমি হাসবে বলে, আমি চেয়ে রব তোমার চোখে,
মন খারাপের চুলগুলো যখন ও চোখে এসে পরবে,
সরিয়ে দেব ওদের।
উদাস কখনও হতে পারেনা সূর্যের,
হতে পারেনা এই ধরিত্রী কভু বঞ্চিত,
তোমার হাসির মিষ্টতা হতে,
হতে পারেনা বিধাতা কভু তুষ্ট,
দেবী তোমায় দেখে এততুকু রুষ্ট।”
_____________________________________________________
(অলি আহমেদ)
©somewhere in net ltd.