নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা। X(

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

এমন মানসিকতার মানুষের সাথে একসাথে ব্লগিং করতে হওয়ায় আমি লজ্জিত.....



ওনার পোস্টে নারীরা পুরুষদেরকে ধর্ষণে উত্সাহিত করে, ইনিয়ে বিনিয়ে নানাভাবে এই কথায় বারবার বলা হয়েছে।



কোনো নীতি নেই, নারীকে যারা অসম্মান করে এদের জন্যে কোনো "সামু নীতি" বা কোনো যুক্তির প্রয়োজন হয়না।



শিক কাবাব , লেখক(!) FREE THINKER সহ আরো যারা নারীর পোশাক ও পোশাককেই ধর্ষণের জন্যে দায়ী করছেন, তারা মানসিকতায় ধর্ষক। কারণে কারো পোশাকে ত্রুটি থাকলে আপনারা ধর্ষণ করবেন, আর কেউ যদি এমনটি করে তাকে দোষ দিবেন না।



ধর্ষক ও আপনাদের মানসিকতা একই, আপনারা মনের দিক থেকে প্রচন্ড নোংরা।



এই ধরনের মানসিকতার ব্লগারদের সাথে ব্লগিং করতে লজ্জিত বোধ করছি, করা নারীকে সম্মান দিতে জানেনা। এরা সামুতে কোনদিনও কোনো অবদান রাখতে পারবেনা, শুধু বলের পরিবেশ নষ্ট করা ছাড়া......



অনুগ্রহ করে সবাই রিপোর্ট করুন।



পোস্টটি সেখানেও সবাই প্রটেস্ট করেছে এবং এধরনের পোস্ট থেকে যাওয়া ও নিক অক্ষত থাকা সামুর প্রতি ও সকল নারীর প্রতি সরাসরি অপমান বলে মনে করি। X(

__________________________________________________

বিষয়টিকে অসমর্থন করে যুক্তিসম্বলিত কিছু পোস্ট:

পোশাক বা ধর্মের ঢালে ধর্ষকদের আড়াল করছেন? আপনিও ধর্ষক! একটি ধর্ষণ মুক্ত সমাজের কাঠামো কেমন হওয়া উচিত? মূল প্রভাবক ও উত্তরণে করনীয়।



ব্লগীয় ধর্ষকদের যুক্তি : যত দোষ নন্দ ঘোষ



তোমারা যারা পোশাকের দোহাই দিয়ে ধর্ষণকে সমর্থন করো



জামা কাপড়ের কারনে ধর্ষন হচ্ছে যারা মনে করেন, তাদের জন্য একটা প্রশ্ন

মন্তব্য ৫৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: উত্তম প্রস্তাব
আমরা সাথে থাকব সব সময়
আর ভিকটিম
ব্লগেও সক্রিয়
আমি মডুর প্রতি সবিনয় অনুরুদ রাখছি
এদের বিরুদ্ধে যথা যথ ব্যবস্থা গ্রহনের জন্য
সারা বিশ্ব কমিনিকেশন
ভাল কিছুর মধ্য অবশ্যই সাড়া দেবে
অন্যায় মেনে নেবে কেন ।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া, রিপোর্ট করেন প্লিজ.....

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: বেন চাই কুত্তা গুলার । আর কোন কথা নাই X( X( X( X(

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই, প্রথম পাতা থেকে সরে গেলে আবার পোস্ট দিব, ব্যান না হওয়া পর্যন্ত/পোস্ট না সরানো পর্যন্ত দিতেই থাকব...... X(( X((

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ....

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ইখতামিন বলেছেন: অবশ্যই. ব্যান চাই।
তার আগে প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই....

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ইখতামিন বলেছেন: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কাল রাতে আমিও ক্যাচালে ছিলাম। এক পর্যায়ে ব্যাটা আমার মন্তব্য মুছে দিতে থাকে।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ....

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: আর থাকতে পারলাম না। জ্ঞান দিতে মুঞ্চাইলো।

কিছু লোক নারীদের পোষাককে ধর্ষনের কারন মনে করেন না, বাট কিন্তু পর্ন মুভিকে ধর্ষনের কারন ভাবেন। কারন, সেখানে খোলামেলা নারীর শরীর আছে। কি হিপোক্রেসি!
হাদিস মানেন, এমন অনেক পুরুষ এখানে আছেন। হাদিসে আছে, "নারীর উগ্র পোষাক দেখে যে পুরুষের কাম ভাব জাগ্রত হবেনা, সে হয় পুরুষ নয়, নাহয় মিথ্যেবাদী।"

মিথ্যুকে দেশ ভরে গেল। :-P :-P :-P :-P

আর তিনবছরের শিশু ধর্ষন? সেটা বিকৃত মানসিকটা। কিভাবে? আপনি যদি ১০ বছরের মেয়েকে বিয়ে করে যৌন সম্পর্ক স্থাপন করেন, আপই বিকৃত মানসিকটার। জাতিসংঘের সনদ অনুযায়ী ১৬ বছরের নিছে কারো সাথে দৈহিক সম্পর্ক স্থাপন ধর্ষন। সেটা মেয়েটির ইচ্ছায় হোক কিংবা, অনিচ্ছায় হোক। ১৬ বছরের উপরে হলে, অনিচ্ছায় যৌন সম্পর্ক হলে সেটা ধর্ষন।

এবার আসল কথায় আসি। মেয়েদের পোষাক দেখে কামভাব জাগ্রত হবে। ঠিক আছে। এরপর? সে না চাইলেও যৌন সম্পর্ক স্থাপন করবেন? আপনি ধর্ষক নাতো কি? কামভাব আর যৌনসম্পর্ক এক? এটা কি নিয়ম নাকি, আপনার কামভাব জাগ্রত করিলেই, একটা মেয়ে তার শরীর দিতে বাধ্য থাকিবে!


তাই ধর্ষক সাবধান। কোন আড়ালেই তুমি পার পাবেনা।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যুক্তি আছে, ধর্মকে টানার প্রয়োজন তবু ছিলনা......... ধর্ষকের কোনো ধর্ম থাকতে পারেনা....

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

নেক্সাস বলেছেন: রিপোর্ট করা হয়েছে

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই....

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মুহাই বলেছেন: একটা কথা জানতে চাই আপনার কাছে জানতে চাই পোশাক জিনিসটা কি কোনো ব্যাপারই নয়?যদি না হয় তাহলে এটা পড়ার প্রয়োজন কী?

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খাইছে!!! ব্যাপার না কে বলল? তবে আপনি উলঙ্গ হয়ে থাকলেও কেউ ধর্ষণের সরকারী লাইসেন্স পেতে পারেনা!! Get that straight first !!! পোশাক অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এটিকে ধর্হ্সনের জন্যে দায়ী বলাদেরকে জুতা মারা ছাড়া আর কোনো কিছু করার কোনো যুক্তি দেখিনা, দুক্ষিত

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ছোট্ট নিথী বলেছেন: ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান ব্যান!!! X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওর পোস্টে যান ও রিপোর্ট করবেন প্লিজ....

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

ইখতামিন বলেছেন: Click This Link

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই....

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: আপনি বলেছেন," পোশাক অবশ্যই গুরুত্বপূর্ণ," কী কারনে গুরুত্বপূর্ণ?? ব্যাখ্যা করবেন কী??

অশালীন পোশাক ঈভ টিচিং এর মানসিকতা উদ্রেককারী বলে আমি মনে করি।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাংলাদেশে , ঢাকা সহ কয়েকটি শহরের বিষয়ে বলতে পারি যে হ্যা কখনো আমাদের সংস্কৃতিকে হয়ত ক্রস করে যাচ্ছে, তবে ওখানে কয়টি হচ্ছে আর গ্রামে যেখান না মেয়েরা এমন করে, না পুরুষেরা সেবব দেখে, কেন হচ্ছে ওখানে? আর সহরে সবাই এসবে অভ্যস্ত হয়ে যাচ্ছে !!!!!

আর পাগলের মত প্রলাপ বকছেন যারা, ধর্ষণে পোশাকের ভুমিকা কতটুকু যখন শিশু ও বৃদ্ধা এমন ঘটনার শিকার হয়?

আবার বলছি, ধর্ষক সহ আপনাদের মত ব্লগীয় ধর্ষনকারীদের সমস্যা একটাই, নোংরা মানসিকতা!!

শেষ, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি যা ধর্ষকের মনে বাস করে, নারীর পোশাকে না.... তা না হলে সব মেয়ে সব পুরুষের দ্বারা ধর্ষণ হয়ে যেত!!

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

নেংটি ইদুর বলেছেন: B:-) B:-) B:-)
পুরো পোস্ট আর মন্তব্যগুলা পড়ে দেখলাম। জঘন্য।ধর্ষকদের নির্দোষ বানাতে মরিয়া হয়ে আছে কেন বুঝতেছিনা। নাকি এরাই ধর্ষক? ভার্চুয়াল ধর্ষক তো অবশ্যই। ব্যান করা হোক।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্যান করা হোক।ধন্যবাদ জানাই....

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

আরিফ১৯৭৮০০৭ বলেছেন:



আবার বলছি, ধর্ষক সহ আপনাদের মত ব্লগীয় ধর্ষনকারীদের সমস্যা একটাই, নোংরা মানসিকতা!!

অশালীন পোশাক ঈভ টিচিং এর মানসিকতা উদ্রেককারী বলে আমি মনে করি।

ঈভ টিচিং আর ধর্ষন কী এক নাকি??
এক কথায় আপনি মতামত দানকারী কে ব্লগীয় ধর্ষনকারী বলে ফেললেন??

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

অদ্বিতীয়া আমি বলেছেন: রিপোর্ট করলাম

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই....

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

অনিমেষ রহমান বলেছেন: একমত!!

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্যান করা হোক।ধন্যবাদ জানাই....

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শিক কাবার ও ফ্রি থিঙ্কারকে আগেই রিপোর্ট করা হয়েছে।

এমন মানসিকতার মানুষের সাথে একসাথে ব্লগিং করতে হওয়ায় আমি লজ্জিত.....

কোনো নীতি নেই, নারীকে যারা অসম্মান করে এদের জন্যে কোনো "সামু নীতি" বা কোনো যুক্তির প্রয়োজন হয়না।

পোস্টটি সেখানেও সবাই প্রটেস্ট করেছে এবং এধরনের পোস্ট থেকে যাওয়া ও নিক অক্ষত থাকা সামুর প্রতি ও সকল নারীর প্রতি সরাসরি অপমান বলে মনে করি।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্যান করা হোক।ধন্যবাদ জানাই....

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: যার যেই কয়টা একাউন্ট আছে সব কয়টা দিয়া রিপোর্ট করেন ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্যান করা হোক।ধন্যবাদ জানাই....

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: এখনও কি পোষ্ট সরছে ? দেখলাম নাতো !

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্ট এখনো সরেনি, আপনারা জনপ্রিয় ব্লগার রা কপি পেস্ট করে পোস্ট দিলে বেশি মানুষ শুনত ভাই!!! এটা করা উচিত নয় কি বলেন??? :( :(

২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

গুরুমিয়াঁ বলেছেন: দিলাম বাঁশ X( X( X( X( X(
কাম হইবো তো????

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নাই আর!!


সকল ভালোর জয় এভাবেই হবে.... সাথে থাকবেন, ব্লগের ঘুনপোকা এইসব জাশি ও ব্লগীয় ধর্ষকদের রুখে দিব সবসময়!!!!
সকল ভালোর জয় এভাবেই হবে.... সাথে থাকবেন, ব্লগের ঘুনপোকা এইসব জাশি ও ব্লগীয় ধর্ষকদের রুখে দিব সবসময়!!!!

২১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

প্রিন্স হেক্টর বলেছেন: পোষ্ট নাই :) :#) :#) :#) :#) :#)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
সকল ভালোর জয় এভাবেই হবে.... সাথে থাকবেন, ব্লগের ঘুনপোকা এইসব জাশি ও ব্লগীয় ধর্ষকদের রুখে দিব সবসময়!!!!

২২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
পোষ্ট নাই

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
সকল ভালোর জয় এভাবেই হবে.... সাথে থাকবেন, ব্লগের ঘুনপোকা এইসব জাশি ও ব্লগীয় ধর্ষকদের রুখে দিব সবসময়!!!!

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

হাজার বছর ধরে বলেছেন: ঐ ব্লগার তো বলেই দিলো'' অনেক গুলা কারনের মধ্যে ১টি




মেয়েদের সচেতন হবার কথা বলল।
????

তাইতো শিক কাবাব আর FREE THINKER ক্যান ব্যান হবে ????

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আর আমি এমন এক লক্ষ কারণ বলতে পারি যেখানে ধর্ষণে পোশাকের কোনো প্রভাব নাই.... সুতরাং ভাগেন ....

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

দায়িত্ববান নাগরিক বলেছেন: পোষ্ট সরিয়ে ফেলা হয়েছে দেখি। সব ঘুমের দোষ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্যান করা হোক। ধন্যবাদ জানাই....

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++ ভ্রাতা ! সাবাশ :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাদের কৃতিত্ত্ব ... ধইন্যা =p~

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২১

মনে নাই বলেছেন: সামুর ধর্ষকামী সকল ব্লগারের ব্যান চাই, স্পেশালি শিক কাবাব আর FREE THINKER এই দুইজনের ব্যান চাই।

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনে নাই বলেছেন: সামুর ধর্ষকামী সকল ব্লগারের ব্যান চাই, স্পেশালি শিক কাবাব আর FREE THINKER এই দুইজনের ব্যান চাই।

সহমত

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৯

মুফতি বাবা বলেছেন: তুমিও ঈভ টিজিংয়ে জড়িত| এক মাইয়া ব্লগারের প্রো-পিক নিয়া নোংরা পোস্ট দিয়া লুলামী করছো|

তোমার মত সব লুল গুলারে ব্যান করা দরকার|

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনে কেমন মানুষ সবাই জানে, ব্লগিং ছেড়ে যেটা সেবন করেন ওতাই নিয়মিত চালায় যান, আপনারে আমার সহ্য হয়না...

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২১

মুফতি বাবা বলেছেন: আমারে তোমার সহ্য হয় না? এইটা সব বাকশালীদেরই জন্মগত সমস্যা| উচিত কথা যে কইবো তারেই সহ্য হয় না, খুন-গুম-জেলে ঢুকাও তাই না??

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামায়াত শিবির আর ধর্ষকের পক্ষ নিয়া কথা বলতে আসলে আমি কিন্তু ছাড়বনা, আমি গালি দিতে অপছন্দ করি, বাধ্য করবা না... যাইতে পার................

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

antaramitu বলেছেন: ভিকটিমের পোশাক নিয়ে দুশ্চিন্তার শেষ নাই যে পীরগণের, তাদের জন্য নীচের এই খবরটি -

"রাজবাড়ীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামিন পাওয়া তরুণ একই শিশুকে গতকাল রোববার ধর্ষণ ও হত্যা করেছেন "

Click This Link

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: সহমত । ব্লগীয় ধর্ষণ ইন্ধনদাতাদের ব্যান চাই

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্যান করা হোক। ধন্যবাদ জানাই....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.