![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সকলের প্রিয় ব্লগার, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা। উনি একটি বিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছেন।
THERE IS SOMEONE YOU ARE LOOKING AT, BUT SHE IS LOOKING THROUGH YOU !!!! --এটি কতটা ভয়াবহ সেটা ভাবতেই গা শিউরে উঠে আমার!!! মূলত এই ভয় থেকেই ওনার প্রতি সম্মান জানিয়ে আমার লেখা শুরু করছি।
আমরা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বিষয়ে অনেক দেখেছি ও পড়েছি। অনেকে মেনে নিয়েছি, বিশ্বাস করেছি, অনেকে করিনি একদমই!
কিন্তু ইহা একদমই অস্বীকার করার মতো কোনো কিছু নয়।
ব্লগে আগে ওনার পাসপোর্ট সাইজ ছিল। পরে তীব্র কোনো আকাঙ্খা ও অস্তিত্বের সাথে ভয়াবহ একটি সংঘর্ষের ফলে একটি আচানক পরিবর্তন আসে। যদিও বিভিন্ন গবেষনাগারে এখনো গবেষণা চলছে যে বিবর্তনটি প্রাকৃতিক নাকি আমেরিকার কোনো ভয়াবহ ভাইরাস গবেষণায় ওনাকে গিনিপিগ করার সাইড ইফেক্ট।
প্রথমেই দেখে নিন হোমো সেপিয়েন্স এর বিবর্তনের ধাপগুলোর ছবি,
এবার দেখুন ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার বিবর্তনের ধারা।
কিছু একটা কারণে ওনার উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে!! আর উনি দিন দিন শুকিয়ে নাই হয়ে যাচ্ছেন!!!! বিশেসজ্ঞদের গবেষণায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য!!!
জা-শি পোস্ট ও সুশীল ও রাজনৈতিক ক্যাচালবাজিতে উনার অংশগ্রহন না করা, ও তাদের আশাহত হওয়াই এই ক্ষেত্রে দায়ী বলে ব্লগ-বিবর্তন গবেষক টিম জানিয়েছেন। তাদের প্রতিবেদনে এও বলা হয়েছে, ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার এই একচোখা মানসিকতায় তারা অতিব কষ্ট পেয়ছেন।
শেষ পর্যন্ত কোনো উপায় অন্ত না করতে পেরে তারা ব্লাক ম্যাজিকের সরনাপন্ন হন। ও বিশেষ জাদু মন্ত্র বলে ওনাকে বিবর্তনের ধারায় ফেলে নাই করে দিতে চাচ্ছেন!!!
দেখুন তাদের ম্যাজিক ম্যাপ।
এমন ঘৃণ্য অপরাধের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই চাই চাই!!!
___________________________________________________
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু, আপনার আগের ছবিটা খুব ভালো লাগত। We will miss YOU >>>>>>
........
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নাহ নাহ নাহ!! আমিতো বিশদ লেখছি!!! ব্লক ম্যাজিকের ফল এই বিবর্তন !! কাদের ষড়যন্ত্র তাও লেখসি!! ওনার কোনো দোষ নাই .... যত দোষ ব্ল্যাক ম্যাজিক ঘোষ!!!
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
কালোপরী বলেছেন: hahaha
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
লিন্কিন পার্ক বলেছেন:
আগেরটাই ভাল ছিল !!
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
শত আবেদনের পরে আম্পায়ার আউট দিলেন, উনি প্রো পিক চেন্জায়ছেন....
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
নিয়েল ( হিমু ) বলেছেন: We will miss YOU স্বর্ণা আপু । বেশ কিছুদিন ধরে আপনাকে আগের মত ব্লগে দেখা যাচ্ছে না । আপু ভাল থাকুন সব সময় শুভকামনার অভাব হবে না কখন আপনার জন্য ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্বর্ণাপু দি গ্রেট !!
৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০
মুফতি বাবা বলেছেন:
তোমার এই পোস্ট প্রমান করে তুমিও ছাত্রলীগের ঈভ টিজার| এই মাইয়া একটা ছ্যাবলা, গণ হারে কমেন্ট করে বুইজা, না বুইজা| আর তার চার পাশে জুটছে কিছু ছাত্রলীগের ঈভ টিজার| তার জন্য তোমরা সব ঈভ টিজারারা মিল্লা ফ্যান ক্লাব গঠন করো|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছিহ! আপনি এসব কি বলছেন? আপনি কি মানুষ? আমি তাকে অনেক শ্রদ্ধা করি!! আমরা সবাই তাকে ভালবাসি!!! আপনি এমন মন্তব্যে করতে পারেন না!! একটু মজা করর জন্যে পোস্ট দিলাম আর যত্তসব!! যেতে পারেন ভাই, এখানে তর্ক করতে চাইনা, আমরা সবাই জানি আপনি কি এবং কে....
৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২
জাহিদ গাছবাড়ী বলেছেন: ha ha ha,
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
মোলম্যান বলেছেন: মুফতি বাবা বলেছেন:
তোমার এই পোস্ট প্রমান করে তুমিও ছাত্রলীগের ঈভ টিজার| এই মাইয়া একটা ছ্যাবলা, গণ হারে কমেন্ট করে বুইজা, না বুইজা| আর তার চার পাশে জুটছে কিছু ছাত্রলীগের ঈভ টিজার| তার জন্য তোমরা সব ঈভ টিজারারা মিল্লা ফ্যান ক্লাব গঠন করো|
এই কমেন্টে প্রমান করে তোর পরিচয় তোর পারিবারিক অবস্থান।তোর মতো বস্তির ছেলে ব্লগে কি করিস?
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একমত, eikhane jhogra korbona bole benche geche .....
৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
লোনলিফাইটার বলেছেন: স্বর্ণারে আমি সুইটি বলি
উপরে একটা ছাগু আসছে লাত্থি মারো
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লাত্থি দিলাম, দেরী হৈল জন্যে দুক্ষিত!!! কিন্তু উনি যে দিন দিন নাই হয়ে যাচ্ছে তার কি হবে? স্বর্ণা আপুর কথা বলছি!!!
৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
বিবর্ণসত্তা বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
Alien4mTheEarth বলেছেন: মুফতি বাবা ওরফে কানাডিয়ান ওরফে ধ্বজভঙ্গ বিদ্রোহী রণক্লান্ত বুইড়া ওরফে মোসাজস ওরফে মশু খান্কিরপোলা , বুইড়া বয়সেও তোর পাভার্টগিরি কমে নাই, তোর লাথি গুতা খাইতে আর কত ভালো লাগে ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্লক মারলে ভবিষ্যতে উত্তম মধ্যম দেওয়া কঠিন হবে, তাই আপাতত রিমুভের উপরে রাখলাম!!
১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
অনিমেষ রহমান বলেছেন: উনি একজন ভালো ব্লগার।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উনি একজন খুবই ভালো ব্লগার....... অনেক শ্রদ্ধা ওনার প্রতি....
১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
মুফতি বাবা বলেছেন:
আইজকা এই পোস্ট ঈভ টিজার হাম্বা বলদ সমূহের মিলন মেলায় পরিনত হবে, শিওর
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্লক মারলে ভবিষ্যতে উত্তম মধ্যম দেওয়া কঠিন হবে, তাই আপাতত রিমুভের উপরে রাখলাম!!
১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
একজন আরমান বলেছেন:
ব্যাপক লিখছেন অলি ভাই।
আর বিনোদন আরও জমবে মনে হইতাছে কারণ একটা ছাগু আইসা পড়ছে আপনার পোস্টে। ধরেন ওইটারে। আইজকা ওরে খাসি বানায়া ছারমু।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া, এটা ফান পোস্ট, তাই কোনো তর্কে লিপ্ত হতে চাইছিলাম না, কিন্তু বাবার বাবা যে কয়টা, লোকের সেটা জানা দরকার!!
১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
নিয়েল ( হিমু ) বলেছেন: জাহিদ গাছবারি আর মুফতি বাবারে উষ্টা দেন
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্লক মারলে ভবিষ্যতে উত্তম মধ্যম দেওয়া কঠিন হবে, তাই আপাতত রিমুভের উপরে রাখলাম!!
১৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
সেই_আমি বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা হা হা হা হা
আমি তো প্রোফাইল ছবি আবার চেইঞ্জ করব। ইমরাজ কবির মুন এর প্রোফাইল ছবিগুলো আমার অনেক ভাল লাগে, তাই উনাকে বললাম উনার গুলোর মত করে আমারটা করে দিতে, কিন্তু উনি নিজেই বলেছেন যে আমার পিকটা কেমন যেন, বেশি ভাল হচ্ছে না। আবার আগেরটা দিব শীঘ্রই :#>
ব্ল্যাক ম্যাজিক
নিয়েল,
আমি একটা জিনিস খেয়াল করেছি, ছাগু টাইপের ব্লগাররাই আমার পিছনে লাগে সব সময়।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্ল্যক ম্যাজিকের নির্মম শিকার স্বর্ণা আপুর জন্যে প্রার্থনা, যেকোনো তুক তাকের আশ্রয় নিয়ে আপনি রিভার্স খেয়ে আবার আগের মত হয়ে যান, আমরা আপনাকে হারিয়ে যেতে দিতে পারিনা....
ওদেরকে আমরা সবাই ঘৃনা করি আপু, ওদের কথায় কিছু মনে করবেন না প্লিজ, আমি মাফ চেয়ে নিচ্ছি...
১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
রেজিস্টার বলেছেন: একটা ফাউল ব্লগার। কোন ব্লগারের সিক্রেট নিক ও হইতে পারে
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিতো আপনার বায়োডাটা জানতে চাইনি ভাইটি.....
১৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
ঘুড্ডির পাইলট বলেছেন:
উপ্রে একটা ছাগু আইছে , আমার কলাম ছাগলের ব্যাবসা করনের বদনাম আছে , অরে নিয়া বেইচা দিমু নাকি ?
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পুরাই নিশ্চিন্তে করে দেন, সেল অফ অফার লাগায়েন প্লিজ, এইসব বাপমা ঠিক নাই ভেজাল ছাগু মানুষ পয়সা দিয়ে কিনবে কিনা সন্দেহ!!
মালিকের খেয়ে এরা পাকিস্তানি প্রতিবেশীর বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে আসবে ভাইটি!!!
১৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
ফাটা বাশঁ বলেছেন: মিগ৩৩ এর সিলটি স্বর্ণা নাকি?
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বল মাথা উপ্রে দিয়া গেল ভাইজান!!! ওয়াইড হইছে, আবার ভালো করে করেন তো?
২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
এহসান সাবির বলেছেন: আমার তো আপনার লেখাট খুব ভালো লাগছে। আর স্বর্ণা? '' দা স্টোরি অফ এ ভয়াবহ ব্লগীয় বিবর্তন''
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই..
ঘটনা সত্য, দেখেন তত্ব ও কারণ সহ দিয়েছি তো, আমি আবার আইন মেনে চলি.....
২১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
নিয়েল ( হিমু ) বলেছেন: লেখক বলেছেন: ব্লক মারলে ভবিষ্যতে উত্তম মধ্যম দেওয়া কঠিন হবে, তাই আপাতত রিমুভের উপরে রাখলাম!!
আমি বলতেছি ব্ল করার দরকার নাই কমেন্ট ডিলিট করারও দরকার ন্াই গদাম দেন কমেন্ট এর জবাবে ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছাগু ভয়ে পালাইছে, আরমান ভাই মেগা সেল অফারে সেল দিতে চাইছে, তায় ম্যাতকার সহকারে ভাগছে!!!!
২২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
শেষ খবর পাওয়া পর্যন্ত অসংখ্য ঝাড়ফুক করার পরে ওনার ব্লাক ম্যাজিকের প্রভাব কেটে গেছে, উনি আবার স্বাভাবিক হতে শুরু করেছেনম !! Welcome back to the reverse of your EVOLUTION !!!
২৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
রীতিমত লিয়া বলেছেন: আপুর প্রো পিকটা ভালো লাগে।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি গবেষণা করে থিসিস রিপোর্ট টা জমা দিলাম, About Her প্রো পিক!!
অনুমতি দিলে আরো চেষ্টা করতে পারি!!
২৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
ভিয়েনাস বলেছেন: চরক কইছেন
....
এমন ঘৃণ্য অপরাধের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই চাই চাই!!
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
২৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
শিপু ভাই বলেছেন:
এধরনের পোস্ট ভাল লাগে না মিয়া ভাই!!!
প্রথম লাইনেই ভুল কর্ছেন- সবার প্রিয় কইয়া!!!
কত জন বিরক্ত সেইটা জানেন???
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: AT LEAST I CAN SEE ONE !!!!Fun post ভাই কিছু মনে নিয়েন না! ওনাকে ভালো লাগে আর সম্মান করি, তাই এই পোস্ট দিয়েছি বা ওই শব্দ ব্যবহার করেছি.......
২৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
ইখতামিন বলেছেন:
তিনি হারাইয়া গিয়াছেন. বাঁধা দিয়া আর রাখিতে পারি নাই।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: না ব্রো না, উনি আবার ফিরে এসেছেন, she ইস ব্যাক!!!
২৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
ঢাকাবাসী বলেছেন: যাক সুখবর হল এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ইজ ব্যাক, যেরকমটা ছিলেন।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
২৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
একজন আরমান বলেছেন:
ঘুড্ডির পাইলট বলেছেন:
উপ্রে একটা ছাগু আইছে , আমার কলাম ছাগলের ব্যাবসা করনের বদনাম আছে , অরে নিয়া বেইচা দিমু নাকি ?
ভাই ছাগল বেচবার পারলে আম্রে দাওয়াত দিয়েন কইলাম। আইয়া পরুম্নে।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কার্ড ছাপার আগেই আপনি দাওয়াতি, আর ছাগু কিন্তু খুব ভালো জিনিস, আমি ওদের গলা ধরে (পড়ুন চেপে) কাঁঠাল পাতা খাওয়াতে খুব পছন্দ করি, হাউ কিউট দে আর!
২৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
কিংবদন্তী হাসিব বলেছেন: আমি আরো ভাবলাম কিনা কি হয়েছে! যাই হোক, ভালো লিখেছেন বটে
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিশাল ঘটনাই ঘটছিল, পরে সমাধান হইছে!!
৩০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
প্রিন্স হেক্টর বলেছেন: আচ্ছা, ইমেজ লম্বা করতে হলে সাইজ কত দিবো?
আমি লম্বা করতে চাই
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাইলে পরে কিন্তু আবার পোস্ট করতে হবে, তলোয়ারের ঘচাং ঘেচাং ও ব্লগার প্রিন্স ভাইয়ের হাকলা পাতলা হয়ে যাওয়া!!
৩১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
লোনলিফাইটার বলেছেন: স্বর্ণারে আমি সুইটি বলি
উপরে একটা ছাগু আসছে লাত্থি মারো
সহমত তাকে উহাই মারা হোক
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাদের উপরে উত্তম মধ্যম জারি ছিল আছে থাকবে, ন ক্ষমা !!
৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
এন এফ এস বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন:
আচ্ছা, লম্বা করতে হলে সাইজ
কত দিবো?
আমি লম্বা করতে চাই!
উত্তরঃআমার টা ৬+ ইঞ্চি । হেক্টর ভাই তোমার টা বড় হবে না!
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই উনি তো ইমেজ চেঞ্জ করার কথা বলছিল! আপনি তো দেখি ইমেজ ডাউন করে দিচ্ছেন!!
উনি প্রিন্স মানুষ কিন্তু, মেজাজ মর্জি খারাপ হইলে মেশিন না, তলোয়ার চলবে!!!
৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
এন এফ এস বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন:
আচ্ছা, লম্বা করতে হলে সাইজ
কত দিবো?
আমি লম্বা করতে চাই!
উত্তরঃআমার টা ৬+ ইঞ্চি । হেক্টর ভাই তোমার টা বড় হবে না!
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই উনি তো ইমেজ চেঞ্জ করার কথা বলছিল! আপনি তো দেখি ইমেজ ডাউন করে দিচ্ছেন!!
উনি প্রিন্স মানুষ কিন্তু, মেজাজ মর্জি খারাপ হইলে মেশিন না, তলোয়ার চলবে!!!
৩৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
অচিন.... বলেছেন: বাহ, এই প্রথম দেখলাম কোনো ব্লগার প্রো পিক চ্যাঞ্জ করলে সেটাও পোস্ট দেওয়ার বিষয় হয়ে যায়। বাহ বাহ, চম্ৎকৃত হলাম।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার প্রপিক যথেষ্ট লম্বা, তাই আপনি বুঝবেন না ভাইগো!! সুধী জনের মনের দুখ....
৩৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
এন এফ এস বলেছেন: হেক্টর ভাই তলোয়ার দিয়ে কি কাটে জানেন ?
উত্তরঃ াল!
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি মাঝে মাঝে দাত ব্রাশ করবেন, আর পিসি তে সেন্সর লাগান, ১৮+ পোস্ট নহে !!!
৩৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
জেনারেশন সুপারস্টার বলেছেন: আমাদের সকলের প্রিয় ব্লগার
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মন খারাপইয়েন না ভাই!! উনি স্টার হলে কি? আপনে তো সুপারস্টার !!!
৩৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
এন এফ এস বলেছেন: দিকভ্রান্ত*পথিক
বলেছেন:
আপনি মাঝে মাঝে দাত
ব্রাশ করবেন, আর
পিসি তে সেন্সর
লাগান, ১৮+ পোস্ট
নহে !!!
ছিঃ ছিঃ ছিঃ আপনি াল কে কি মনে করছেন? আরে াল মানে তো গাল!
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওহে FNF কোড ল্যাঙ্গুয়েজ বিষয়ে,
করিনাকো পড়াশুনা,
কেন বল করতেছ?
আমাকে তুলা ধুনা?
৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
প্রিন্স হেক্টর বলেছেন: এনএফএস, একটু সাবধান হইয়ো, আমার তলোয়ার শুধু জাশির ছাগু কোপানোর জন্য। এই তলোয়ার তোমার দিকে গেলে মেশিন লিক হয়ে প্যান্ট ভিজে যেতে পারে।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওয়ার্নিং দিসিলাম কিন্তু !!!
৩৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
ফালতু বালক বলেছেন: বিবর্তন থিওরীটা ভালো দিছেন।মজা পাইছি।
অনিমেষ রহমান বলেছেন: উনি একজন ভালো ব্লগার।
সহমত।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া...... সহমত।
৪০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সব্বনাশ!! আগুন ধরে গেল যে!!
আপনাকে অনেক ধন্যবাদ বড় ভাই....
৪১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
এন এফ এস বলেছেন: হেক্টর ভাই তোমার উপ্রে করছি তুমি একটু ফুর্তিও করতে দিবানা?
আর তলোয়ার আমার দিকে আসলে প্যান্ট ভিজবে কেন? তলোয়ার থেকে কি পানি ছিটকে বের হয় নাকি তলোয়ারে উল্টাপাল্টা কিছু আঁকানো?
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাঝে মাঝে ব্রাশ করার বিষয়টা আপনাকে সিরিয়াসলি ভাবতে অনুরোধ করব !!
৪২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
প্রিন্স হেক্টর বলেছেন: @এনএফএস, ফুর্তি করতে পার, কখনো মানা করি নাই। তবে সবসময় সবার পোষ্টে কি দুষ্টুমি মানায়?
কিছু মনে কোরোনা, এজন্য অনেকে তোমাকেও ভুল বুঝতে পারে। তাই একটু সচেতন থেকো। শুভ ব্লগিং।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাদ দেন ভাই, মজা করছি, আমিও... কিছু মনে নিয়েন না....
৪৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
এন এফ এস বলেছেন: আবার ভুল করলেন পথিক ভাই উল্টপাল্টা আঁকানো মানে কোন কার্টুন ছবি কে বোঝালাম যা দেখে হাসতে হাসতে মানুষ প্যান্ট ভিজায় ফেলে!
আর বারবার ব্রাশ ব্রাশ করবেন না তো পেপসোডেন্ট টুথপেস্টের শাহরুখ খানের মত লাগে যে খালি কয়, দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন!
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন!দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন!দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন!দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন!দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন!দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন!দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন!দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন! দুই মিনিট ভাবুন দুই মিনিট ভাবুন!
৪৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
এন এফ এস বলেছেন: পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
পেপসোডেন্ট এর দালাল
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইন্নালিল্লাহ!!!!
৪৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
প্রিন্স হেক্টর বলেছেন: ভাই আমি কারো উপর মাইন্ড করিনা, কারো কথায়ও কিছু আসে যায় না। এন এফ এস কে পছন্দ করি, কিছু মনে করবো কেন?
শুধু বলেছি সবার পোষ্টে সবসময় মজা না করতে, অনেকে ভুল বুঝতে পারে।
কিছুদিন ধরে টেনশনে আছি। রেজাল্ট দিবে যে কোন সময়। এই রেজাল্টের উপর আমার অনেক কিছু ডিপেন্ড করে।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি একজাম দিয়ে সারলাম মাত্র, এখন কয়দিন আরামে আছি!!!!!!!!!!!!!!!! আপনার জন্যে লাক!!
৪৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
শিপন মোল্লা বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন: আচ্ছা, ইমেজ লম্বা করতে হলে সাইজ কত দিবো?
আমি লম্বা করতে চাই আমিও
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পরে এন এফ এস কিন্তু অনার ইমেজের বারোটা বাজাই দিছিল!!!
৪৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
মাক্স বলেছেন: ই টি স্বর্ণা ইজ এ গুড ব্লগার
আই থিংক শি ইজ বেস্ট
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যেমনটা বলেন আর কি!
৪৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
প্রিন্স হেক্টর বলেছেন: ঐ বিটলাটা এফএনএফ না, এনএফএস X
আমার ইমেজ চায়না মোবাইলে তোরা না যে সহজেই বারোটা বেজে যাবে
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এ যাত্রা তরবারির জোরে ......
৪৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
এন এফ এস বলেছেন: আমি FNF এফ এন এফ না আমি NFS এন এফ এস
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি যাই হোন, F IS COMMON !!!
৫০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার জবাব ইজ আপনি মাঝে মাঝে দাত
ব্রাশ করবেন @এন এফ এস
৫১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
এন এফ এস বলেছেন: ভাই পেপসোডেন্ট এর এড আর কত দিবেন আর আমার মত একজন শুশীলের কমেন্ট ডিলেট করার আগে একবার লেট করতেন!
৫২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
এন এফ এস বলেছেন: ভাই পেপসোডেন্ট এর এড আর কত দিবেন আর আমার মত একজন শুশীলের কমেন্ট ডিলেট করার আগে একবার লেট করতেন!
১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Vai montobboti thik mone hoyni, tai kroechi.. kichu mone koiren na..
৫৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১
মিজানুর রহমান মিলন বলেছেন: আপুর পিকটা খুব ভাল
১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক! তাইত গবেষণা চলেঃ!!
৫৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: আগের প্রোপিকে ফিরে আসছে দেখে ভালো লাগলো!
১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্ট সফল আরকি!!
৫৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
রাফা বলেছেন: স্বর্ণা যে কাজটা করেন তা প্রশংসা পাওয়ার যোগ্য।
কেনো যে অনেক ব্লগারের জ্বালাপোড়া শুরু হোলো বুঝতে পারছিনা।
স্বর্না তার মতই থাকুক সব সময়।
ধন্যবাদ।
৫৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
রাফা বলেছেন: স্বর্ণা যে কাজটা করেন তা প্রশংসা পাওয়ার যোগ্য।
কেনো যে অনেক ব্লগারের জ্বালাপোড়া শুরু হোলো বুঝতে পারছিনা।
স্বর্না তার মতই থাকুক সব সময়।
ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমরা সবাই তাকে পছন্দ করি, এটা অনেকেই সহ্য করেনা... এই এর কি..বাদ দেন
৫৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
সুখ নাইরে পাগল বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সুখ নাইরে পাগল
৫৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
অনীনদিতা বলেছেন: স্বর্না আপু।তুমি অনেক সুইট এন্ড হাসি খুশি একটা মানুষ।প্লিজ তুমি সবসময় এমনটিই থেকো।
আরেকটা কথা,সবসময় যেন তোমাকে আমরা পাশে পাই।
পোষ্টে ভালো লাগা রইলো।
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমারও সেই প্রার্থনা, আপনাকে অনেক ধন্যবাদ..... :!>
৫৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩
digitalpagla বলেছেন: আমেরিকান আপুরা সবসময় ফ্রিডম ভাবে যা ইচ্ছা তাহা করার অধিকার রাখেন....
ব্লগীয় আইনেও এর কোন বাধা নাই!
১ গিগাবাইট ধিক্কার!
১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কারে?
৬০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ইসটুপিড বলেছেন: শুধু জানুয়ারিতেই ৩১টা পুস্ট! সাবাশ!!
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুব গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং না হলে আমি কপি পেস্ট দিই না, সেরা ব্লগারের ১০০ পোস্ট, সব কপি পেস্ট...... কোনটা ঠিক?
৬১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৬
অপূর্ণ রায়হান বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ডা আবার কেডায়
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মারছে! :-& :-&
৬২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
এইগুলা কি পড়লাম.........
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়ছেন?
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হাছা কইছেন। তিনি মনে হয় ছবি বড় করছেন কারণ ছোট ছবি চোখে পরে না