![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
সীমাহীন জলরাশি, হিমালয়,
তোমাকে বাঁধিনি,
কোনো সীমানায়।
তোমার করেছি তাই
ক্ষুদ্র এই আমায়,
যেথা থাক, যাই ভাবো,
কিবা এসে যায়!
(২)
কভু জল হিল্লোলে,
তোমার চোখের পানে চেয়েছি,
কভু বর্ষা প্রভাতে,
ও চোখের জলে নেয়েছি।
বলিনি কভু কতটা বেশি
তোমার হয়েছি।
মন বাগিচায়,
কত সুপ্ত ফুল আছে ফুটে।
তোমার হাতে দেবার,
সাহস কি আর জোটে?
(৩)
কি নামে ডাকব তোরে বল?
আকাশ পরী মেঘলা ঝলমল?
নাকি স্বর্গে ফোটা অপূর্ব শতদল!
আকাশ-নদী-মেঘ-পাখি বা জল,
তোর থেকে বেশি কি আর বল?
___________________________________________________
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশি ইমোশনাল হলে তাকে এখনি প্রেজেন্টে টেনে আনতে ইচ্ছে করে, তাই কমেডি করে একটু নিজেরে বুঝলাম!!!
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
শিপন মোল্লা বলেছেন: কি নামে ডাকব তোরে বল?
আকাশ পরী মেঘলা ঝলমল?
নাকি স্বর্গে ফোটা অপূর্ব শতদল!
আকাশ-নদী-মেঘ-পাখি বা জল,
তোর থেকে আর বেশি কি আর বল? সব কয়টাই এক কথায় চমৎকার তবেই এটাই বেশি গর্জিয়াস।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ!! ভালো লেগছে জেনে প্রীত হলাম ভাই !
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: উত্সর্গ: ফিউচার গার্ল ফ্রেন্ড, তোমার জন্যে আর কত লিখব বলতো? প্রেজেন্টে আসতে কি সমস্যা!? তুমিকি বাচ্চা বেলায় টেন্স পড়নাই!!?
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
মাক্স বলেছেন: ভাল্লাগছে
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাঙ্কু ব্রাদার!!!
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
লোনলিফাইটার বলেছেন: যেই নামেই ডাকো না কেনো সোনা পাখি ময়না পাখি ডাইকো না ব্রো
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনে কেমনে জানলেন উপমা খোজার সময় এগুলা আসার পর আমি রিজেক্ট মারছি!!!! টাশকিত!!!!!!!
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯
লোনলিফাইটার বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩
আশিক মাসুম বলেছেন: উত্সর্গ: ফিউচার গার্লফ্রেন্ড, তোমার জন্যে আর কত লিখব বলতো? প্রেজেন্টে আসতে কি সমস্যা!? তুমিকি বাচ্চা বেলায় টেন্স পড়নাই!!?
হাসতে হাসতে শেষ।
১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনিও হাসলেন ভাই, আমার দুখ তা কেউ বুঝলনা....
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনে কেমনে জানলেন উপমা খোজার সময় এগুলা আসার পর আমি রিজেক্ট মারছি!!!! টাশকিত!!!!!!!
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবাই খালি আমার দুখে হাসলো ... আর পারিনা!! :#> :#>
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
ইখতামিন বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবাই খালি আমার দুখে হাসলো ... আর পারিনা!! :#> :#>
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
আমি ইহতিব বলেছেন: ফিউচার গার্লফ্রেন্ডের কপাল দেখে হিংসা হচ্ছে
অনুকাব্য ভালো হয়েছে, অনেকগুলো প্রতিবাদী পোস্টের পর একটা অন্যরকম পোস্ট পেলাম, ভালো লাগলো।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: apnake ধন্যবাদ ভাই!!!
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
ইখতামিন বলেছেন:
আপডেটঃ আসিফ মহিউদ্দীন এখন আশঙ্কামুক্ত
এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী। তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
রীতিমত লিয়া বলেছেন: হাসতেছি হাসতেছি। অনুকাব্য ভাল হয়েছে এবং ইহার উত্সর্গ যথার্থ হয়েছে
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মন্তব্যের মাঝে আমার চেষ্টার যথার্থতা খুঁজে পেলাম! অনেক ধন্যবাদ পড়বার জন্যে!!!!
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
নীলঞ্জন বলেছেন: অনুকাব্য ভালোলাগলো।++++++++
শুভ কামনা।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ নীলঞ্জন, ভালো থাকবেন.....
১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
প্রিয়তমেষূ বলেছেন: উত্সর্গ: ফিউচার গার্লফ্রেন্ড, তোমার জন্যে আর কত লিখব বলতো? প্রেজেন্টে আসতে কি সমস্যা!? তুমিকি বাচ্চা বেলায় টেন্স পড়নাই!!? (
(
(
এত সিরিয়াস একটা কবিতা্য় উৎসর্গটা তো হালকা করিয়ে দিল।
আপনার ফিউচার গার্লফ্রেন্ড বর্তমানে এসে ধরা দিক এই শুভকামনা রইল।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
THANKS!!
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
ছোট্ট নিথী বলেছেন: ফিউচার গার্লফ্রেন্ড, তোমার জন্যে আর কত লিখব বলতো? প্রেজেন্টে আসতে কি সমস্যা!? তুমিকি বাচ্চা বেলায় টেন্স পড়নাই!!?
:!> :!>
সবগুলো অণুকাব্যই সুন্দর কিন্তু লাস্ট কথাটাই পুরো লেখা আপ সাইড ডাউন করে দিসে!!!!
১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
কেউ কি আর কারো দুখ: বুঝে বলেন দেখি?
কি আর করব, লিখতে লিখেতে এতই হারায় গেছিলাম বের হবার জন্যে ওই লাইন, নিজের ইমোশনকে বুঝ দেওয়া আর কি!
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
নিয়েল ( হিমু ) বলেছেন: ইমোশনের মদ্ধে কমেডি চলে আসল কেন