![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম খবরটা শুনে মনে হলো, ইয়েস!!!!!!!
মালামার মত বাচাল পাকি প্রেমী আর শিবির কর্মীদের পাকিস্তান গিয়ে বোমা খেয়ে আসার স্বপ্ন ধুলিস্মাত করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দারুন সাহসী এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের প্রতীক বাঘ এর প্রতি সঠিক মর্যাদা দেয়া হয়েছে বলেই মনে করি!! পাকিস্তান কোনভাবে এমন তর্কে লিপ্ত হয়ে কাউকে বাধ্য করতে পারেনা ওখানে যেতে।
ওই মৃত্যুপুরীতে প্রতিনিয়ত মানুষ মরেছে, বর্ডার অশান্ত, ভাতরের সাথে চলছে লড়ায়ের প্রস্তুতি। পাকিস্তান হলো একটি অশান্ত ও যুদ্ধবাজ দেশ, তাদের পরিনতি আমি সাফ দেখতে পাচ্ছি, ধংশ রাষ্ট্র.....
PCB কে সময় বেঁধে দিয়েছে BCB , বুধবার সকাল ১০ টার মধ্যে চূড়ান্ত না করা হলে BPL এ পাকিস্তানি খেলোয়াড়দের ছাড়াই খেলা হবে! কেমন ঝামা পাকিস্তান??
___________________________________________________
বাড়াবাড়ি করছে বিএসএফ : সংবাদ সম্মেলনে বিজিবি’র ডিজি
সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, বিএসএফ সীমান্তে বাড়াবাড়ি করছে। কোন তরফেই এটা কাম্য নয়। তিনি বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বলা হয়েছে, কোনো বাংলাদেশীকে হত্যা করা যাবে না।
গতকাল সকালে পিলখানা সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় মহাপরিচালক এসব কথা বলেন। গত ৫ ডিসেম্বর বিজিবি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল আজিজ আহমেদ। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটাই তার প্রথম মতবিনিময় সভা।
বিজিবি’র মহাপরিচালক বলেন, বিএসএফকে আরও বলা হয়েছে যেসব বাংলাদেশী অবৈধভাবে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকবে, তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। তবে জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে, যাতে বাংলাদেশীরা অবৈধভাবে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকে না পড়ে।
___________________________________________________
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
এইটাও তো একটা বিষয়!!!!!
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
বেলা চৌধুরী বলেছেন: কি ালডা ছিঁড়বে দেখা যাবে।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আছি, দেখে নেব....
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: দুই প্রতিবেশী মাতব্বরর এর সাথে একদম টাইগারসুলভ হুঙ্কার!
+++++
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওদের কালো ছায়া থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ার পদক্ষেপগুলো এমনই হবার ছিল!!
এখনো ভারতীয়রা বলে, ভারত না থাকলে তো বাংলাদেশ হতনা!!
পাকিরা বলে, আরে তোমরা তো ভুলে আলাদা হয়ে গেছো!!!!
তোদের মুখে আমি লাত্থি মারি, নিকুচি করি ভারত পাকিস্তানের
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
মাক্স বলেছেন: ভালো নিউজ।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওদের কালো ছায়া থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ার পদক্ষেপগুলো এমনই হবার ছিল!!
এখনো ভারতীয়রা বলে, ভারত না থাকলে তো বাংলাদেশ হতনা!!
পাকিরা বলে, আরে তোমরা তো ভুলে আলাদা হয়ে গেছো!!!!
তোদের মুখে আমি লাত্থি মারি, নিকুচি করি ভারত পাকিস্তানের
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
ইখতামিন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: পাকি কুত্তা ও ভারত শুয়োরের মুখে মুতি ,,, BCB কে অসংখ্য ধন্যবাদ এইরকম সাহসী স্বীদ্ধান্ত নেবার জন্য ,,, পাকিদের মত ঘুষখর প্লেয়ার আমাদের কোন দরকার নেই ,,, আমাদের ওদের থেকে ভাল প্লেয়ার আছে এবং তাদের কে দিয়েই বিপিএল অনেক ভালভাবে আয়োজন করা সম্ভব ,,,
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ BCB ও বিজিবি কে!!
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
তারছেড়া লিমন বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: দুই প্রতিবেশী মাতব্বরর এর সাথে একদম টাইগারসুলভ হুঙ্কার!
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ BCB ও বিজিবি কে!!
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
আমি ব্লগার হইছি! বলেছেন: ইন্ডিয়া পাকিস্তান দুইটাই শয়তান জাতি। সুযোগ পেলে দুইটাকেই বাশ দিয়ে দেয়া উচিত।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাশ দিয়ে দেয়া উচিত। তবে বৈরিতা কামনা নয়, মাতোব্বরি বা কাউকে মারলে উচিত জবাব দিতেই হবে!!!
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
রুদ্র মানব বলেছেন: অস্ত্র হাতে আসার আগেই টাইগার হুঙ্কার , সাবাশ বাঙ্গালী
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী সাবাশ বাঙ্গালী
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
বিজয় বেষ্ট বলেছেন: বাঘের মতো গর্জন শুনলাম একটা। এই না হইলো আসল বাঘ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাবাশ বাঙ্গালী
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
নিউজ২৪ বলেছেন: সাবাশ বাঙ্গালী পৃথিবী অবাক তাকিয়ে রয়/ জ্বলে পুরে মরে ছারখার তবুও মাথা নোয়াবার নয়।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আত্মসম্মানে বলিয়ান,
বাঙালি আমরা, চির অম্লান!!
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
rakibmbstu বলেছেন: মোটামুটি ভুল বলছেন!!!!!! আগামী মার্চেই পাকিস্তান যাবে একথা আগেই জানা গেছে।এই চিঠির কথা জানতে পারলে পাকিস্তান এমনিতেই খেলোয়ার পাঠাবে, টাকার কথা না হয় নাই বললাম।
অস্ত্র কিন্তু সামরিক বাহিনীর জন্য আনা হচ্ছে । বিজিবির জন্য নয়। তবে যে অস্ত্রগুলা রিপ্লেস হবে নতুন অস্ত্রের সাথে সেগুলো বিজিবি পেতে পারে।
তবে প্রায় ১৪০০ মোটর সাইকেল বিজিবির জন্য কেনা হবে, সীমান্তে সর্বদা পেট্রোল করার জন্য।
আগের বার যখন এই আ-লীগের আমলে বিএসএফ আমাদের তৎকালীন বিজিবির এক চৌকি দখল করতে এসেছিল তখনকার মার খাওয়া তো ভুলার কথা না।তাই এখন ভবিষ্যত্বেও দখল করতে না পারার দু:খে সাধারন জনগণ মারছে।
আমি বুঝছি না কেন এখনও জাতিসংঘের কাছে এরকম হত্যার ব্যাপারে বিচার চাচ্ছেনা এ দেশের সরকার।তারা বন্ধুত্বের স্বরূপ আরও কত লাশ ভারতের কাছে উপহার দেয়ার পর এই রিপোর্ট দিবে!!!!!!!!!!
ব্লগার মহিউদ্দিনের উপর হামলার ঘটনায় নিন্দা জানাই।সবারই মুক্ত চিন্তা করা ও প্রকাশ করার অধিকার আছে, পারলে আপনার চিন্তা দিয়ে তাকে ভুল প্রমাণ করেন কিন্তু মারণাত্বক হামলা কেন?????
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অস্ত্রের বসিহয়ে পোস্টে কিছু বলা নেই, আর আমরা ঠাট্টাছলে বলছিলাম! তবে বিপিএল এ পাকিরা না আসলে ওখানে এই বছরে আর অন্তত পাঠাবে বলে মনে হয়না, পরে যেতে সমস্যা নেই যদি নিরাপদ হয়, তাইনা!?
মানুষ হিসেবে যাই হোক, ব্লগার মহিউদ্দিনের উপর হামলার ঘটনায় নিন্দা জানাই।
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮
ম.র.নি বলেছেন: বি ডি আর এক সময় রৈমারীতে বি এস এফের বিচি কান্ধে তুইলা দিছিলো।লীগ সরকার ঐ 'হিরো' কে পরবর্তীতে ঐ পোস্ট থেকে সরিয়ে নেয় বা বাধ্যতামূলক অবসরে পাঠায়।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখা যাক!!
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
হেডস্যার বলেছেন:
বেলা চৌধুরী , তোদের কোন বাল ছেড়া হবে না। পেট্রোল ঢেলে আগুন লাগাইয়া দেয়া হবে।
এখন থেকে তোর পোষ্টে আমাকে পাবি।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
রিফাত হাসান০২২৮ বলেছেন: rakibmbstu বলেছেন:
অস্ত্র কিন্তু সামরিক বাহিনীর জন্য আনা হচ্ছে । বিজিবির জন্য নয়। তবে যে অস্ত্রগুলা রিপ্লেস হবে নতুন অস্ত্রের সাথে সেগুলো বিজিবি পেতে পারে।
তবে প্রায় ১৪০০ মোটর সাইকেল বিজিবির জন্য কেনা হবে, সীমান্তে সর্বদা পেট্রোল করার জন্য।
আগের বার যখন এই আ-লীগের আমলে বিএসএফ আমাদের তৎকালীন বিজিবির এক চৌকি দখল করতে এসেছিল তখনকার মার খাওয়া তো ভুলার কথা না।তাই এখন ভবিষ্যত্বেও দখল করতে না পারার দু:খে সাধারন জনগণ মারছে।
আমি বুঝছি না কেন এখনও জাতিসংঘের কাছে এরকম হত্যার ব্যাপারে বিচার চাচ্ছেনা এ দেশের সরকার।তারা বন্ধুত্বের স্বরূপ আরও কত লাশ ভারতের কাছে উপহার দেয়ার পর এই রিপোর্ট দিবে!!!!!!!!!!
সহমত
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমতসহমতসহমত
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
লিঙ্কনহুসাইন বলেছেন: দাঁড়ান , রাশিয়া থেকে অস্ত্র আসতে দেন আরো দাপট দেখবেন