![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি চান বাংলাদেশে কোরআনের আইন চালু হোক? আপনার উত্তর আমি জানি কিন্তু আমার কিছু কথা আছে।
ফেবুতে ফান পেজের এডমিন মানে কত বড় গর্ধব সেটা বিষয়ে কম বেশি সবাই জানেন।
তবে সেটি আমার লেখার বিষয় নয়। বাঁশের কেল্লা ছাড়াও ফেবুতে জামায়াত-শিবিরের আরো অনেক পেজ আছে। প্রথমে ফান পেজ এর আদলে থাকলেও এখন মুখোশ খুলে যাচ্ছে। কিছু জনপ্রিয় পেজ নাকি হ্যাকও করা হয়েছে!!!
নিচের এই ছবি দিয়ে মন্তব্য চাওয়া হয়েছে ফেসবুক আপুরা আহেন কুতকুত খেলি :পি ও অই ছেড়ি, ওড়না গলায় না দিয়া বুকে দে, কামে দিবো... নামক পেজ দুটিতে।
জানা বিষয় এই দেশের অধিকাংশ মানুষ হলো মুসলিম এবং তারা ধর্মীয় দুর্বলতা থেকেই "হ্যা" বলবে।" এতে কি হলো?
I) আজাইরা পোস্ট দেওয়া পেজের কাটতি বাড়লো,
II) ধর্ম বিষয়ক আলোচনার সমর্থন যাচাই করা গেল,
III) যুদ্ধপরাধীদের বিনা শর্তে মুক্তি চাই শীর্ষক স্ট্যাটাস দেবার ভবিষ্যত রাস্তা পাকা হলো।
ছবির মাঝখানে একটি দাড়িপাল্লার ছবি দেখতে পাচ্ছেন? প্রথম দেখায় এর কোনো বিশেষত্ব চোখে না পড়তে পারে, কিন্তু এই প্রতীক কোন রাজনৈতিক দলের?
এখন ফেসবুক বা ব্লগের একটি মন্তব্য বা একটি পোস্টকে অবহেলা বা কিছু না বলার দিন কিন্তু আর নেই। এসব যে আমাদের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে তার টাটকা উদাহরণ আলোচিত/সমালোচিত ব্লগার আসিফ এর উপরে নৃসংশ আক্রমন!
আরেকটি ভয়ের ব্যপার হলো পেজ দুটিরই ফ্যান সংখ্যা ৬২,৭৩৮ ও ৫১,৮৮১!! অর্থাৎ লক্ষাধিক!!
জামায়াত শিবিরের কর্ম-পরিকল্পনা যদি লক্ষ্য করেন, ওরা মেডিকেল স্টুডেন্টদের হাত করতে রেটিনা নামক মগজ ধলাই কারখানা খুলে রেখেছে!!! আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, ""মেধাবীদের সংবর্ধনা দিয়ে নাম-ঠিকানা-মোবাইল-মেইল রেখে দেয়া শিবিরের একটি কাজ!"
কেন এমন করা হয়? কেন স্কুল কলেজে তাদের প্রচারণার এত তোরজোর? ওরা মেধাবীদের হাত করতে চায়, শেষ পর্যন্ত মেধাবিরাই যে জাতির কর্ণধার!!
প্রথমে এদের কোনোভাবে শুধু যুক্ত করার অপেক্ষা, বাকি ঔষধ প্রদান হয়ে থাকে ধর্মের নাম ইমোশনাল ব্লাকমেল করে!!!!!!!
বক্তব্য সর্বস্ব শিবিরের প্রচারনামূলক বইগুলোতে দু একটা ধর্মীয় বাক্য জুড়ে দিয়ে (যেটায় তাদের ফায়দা হবে) প্রচারণা চালানো হয়। জিহাদের বিষয়ে বলা হয়, ইসলামী রাষ্ট্রই শেষ সমাধান বলা হয় বলা হয় কুরআনের আইন প্রতিষ্ঠা করার কথা।
বাস্তবে তাদের কার্যক্রম একটি নোংরা রাজনৈতিক দলের থেকে কি ভালো কিছু? ইসলামের কথা ছেড়ে দিয়েও দেশের দিকে তাকালে তাদের মাস্টার মাইন্ড সবাই সবসময় পাকিস্তানের প্রতি যে পরিমান প্রীতি দেখিয়েছে, তাতে ভৌগলিকভাবে আমরা কতভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পারি তার ইয়ত্তা নেই। কুরআনের আইন আমিও চাই, তবে সেটা যে অন্তত জামায়াতের মত কোনো সুবিধাবাদী-ধর্মব্যবসায়ী দলের হাত ধরে আসবেনা সেটা বলাই বাহুল্য।
আর হ্যা, এই দেশ হিন্দু মুসলিম সবার, কারো নামে দলিল করে দেয়ার কিছু নেই, কারণ কলেমা পড়ে দেশ মুসলমান হয়না, হয় মানুষ!! এই দেশ সবার, তাই যাই বলবা, সবার কথা ভেবে বলবা....
দেশ ও ধর্মকে ধারণ করুন মনের মধ্যে, দেশকে ভালবাসুন আর দেশ ও ধর্মের ক্ষতি সাধনকারীদের আজীবন ঘৃনা করুন। বাংলাদেশ হিসেবে এগিয়ে যাবার সময় হয়ে গেছে, আর ভারত পাকিস্তানের ছায়ায় আমরা থাকতে পারিনা। আর জামায়াত রাজনীতিতে থাকলে কোনদিন আমরা এই কালো হাতের থাবা থেকে বেরোতে পারবনা।
ওদের বর্জন করুন সমাজের সবস্তরে, রাজনীতিতে ওদের বিতাড়িত দেখতে চাই, আর মনে প্রাণে চাই যুদ্ধপরাধীদের ফাঁসি।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একমত হওয়ায় ধন্যবাদ!!!
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
নিষ্কর্মা বলেছেন:
যতটুকু ক্ষতি হবার তো হয়েই গেছে, আমাদের পূর্বপুরুষদের ভুলের মাশুল আমাদের দিতেই হবে। তবে আমরা যেন বুঝে-শুনে আর সেই পথা না যাই। এদের প্রতিহত করার যা যা উপায় আছে, সবই ব্যবহার করা উচিৎ। এর জন্যে প্রথমে দরকার যুদ্ধাপরাধীদের বিচার। মৃত্যু দন্ড না হলেও যেন তারা আমৃত্যু জেলে থাকে, সেই নিশ্চয়তা প্রয়োজন। আর তাদের অনুসারীদের সামাজিক ভাবে বয়কট করা লাগবে।
সামাজিক ভাবে বয়কট করা খুব সহজ। আপনি জামাত-শিবিরদের সাথে মিশবেন না, তাদের বাণিজতিক প্রতিষ্ঠান থেকে ফায়দা নিবেন না, সেবা ক্রয় করবেন না। ব্যস।
আর এ জন্যে একটু সাবধান থাকলেই আপনি তাদের বয়কট করতে পারেন।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসাধারণ বলেছেন!!!! আপনাকে ধন্যবাদ !!
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
লোনলিফাইটার বলেছেন: ওদের বর্জন করুন সমাজের সবস্তরে, রাজনীতিতে ওদের বিতাড়িত দেখতে চাই, আর মনে প্রাণে চাই যুদ্ধপরাধীদের ফাঁসি।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া!!
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪
তামিম ইবনে আমান বলেছেন:
পোস্ট টি বেশ ভালো হয়েছে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তামিম ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে!! ভাল আছেন তো?
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
নিশাচর ভবঘুরে বলেছেন: ওদের বর্জন করুন সমাজের সবস্তরে, রাজনীতিতে ওদের বিতাড়িত দেখতে চাই, আর মনে প্রাণে চাই যুদ্ধপরাধীদের ফাঁসি।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত হবার জন্যে ধন্যবাদ ভাই!!
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪
ম.র.নি বলেছেন: নিষ্কর্মা ভালো বলেছেন।আমার মতে ওদের বর্জন করলেই শুধু হবে না,ওদের চেয়ে আরো স্মার্ট হতে হবে।ছাগু বলে তিরস্কার করলে শুধু হবে না কথা ও কর্মে বেপরোয়া না হয়ে ওদের চেয়ে আরো সতর্ক ও সাবাধানে এগুতে হবে।পাব্লিক সেন্টিমেন্ট যেন ওরা কোন মতেই না পায়।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাংলাদেশে জন্মে যাদের হিংশে বঙ্গবাণী, তারা বাই বর্ণ আনস্মার্ট ....তবে সহমত,
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬
মিজানুর রহমান মিলন বলেছেন: সুন্দর লিখেছেন। +++
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ মিলন ভাইকে!!!
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭
মিজানুর রহমান মিলন বলেছেন: জামাত শিবির তথা ছাগুরা আসলে কোন ইসলাম মানেনা ওরা মুলত মানে সৌদি ওহাবি ইসলামকে আর এই ওহাবি ইসলামকে অনুসরন করে তালেবান আলকায়েদা ও সৌদি বাদশাহ হল এদের মদত দাতা
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নামের সাথে ইসলামি জুড়ে দিয়ে ইতরামি করা মানবনা !!
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯
বাংলার হাসান বলেছেন: আমি একবার একজনকে ফেবুতে এমন একটা লেখায় প্রশ্ন করেছিলাম। তার বক্তব্য ছিল দেশে ইসলামী শাসন চাই। তাকে বললাম ভাই আপনার এই ইসলামী শাসনটা কি জামাতে ইসলামী শাসন না ইসলাম ধর্মের ইসলামী শাসন। বেচারা দিলে মহা চোট পাইছিল।
জামাত একটি ইসলামের নামদারী সহজ-সরল ধর্ম প্রান মুসলামানদের ধর্মীয় অনুভূতির ফায়দা লুট কারী রাজনৈতিক দল।
এরা ইসলামের নামে ধর্মের নামে প্রতারনা করে এবং প্রকৃত ধর্মীয় আলেমদের সাধারন জনগনের কাছে হেয় করার চেষ্টায় সর্বদা লিপ্ত। কেননা ৭১ এ জামাতের কৃত অপরাদের শাস্তি হয়ে গেলে তখন জামাতের বড় শত্রু হবে দেশের আলেম সমাজ। কেননা জামতের আকিদা ঠিক নেই। আর ইসলাম ধর্মে আকায়েদের গুরুত্ত্ব অপরিসীম, ভ্রান্ত আকীদার লোকজন কখনই আর যাই হোক ইসলামের মিত্র হতে পারে না।
এই বিষয়ের ইপর ছোট্ট একটা লেখা লিখব ভাবছি।
চমৎকার পোষ্টের জন্য লেখককে ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: চমৎকার মতামত এর জন্যে হাসান ভাইকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভাল থাকবেন ভাই।
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
বাংলার হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ও ভাল লাগা রেখে গেলাম।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
অরিয়ন বলেছেন: শুধু জামাত শিবিরই নয় আরো যারা ধর্ম বিযুক্ত রাজনীতির কথা বলে ভিবিন্ন সময় ধর্মকে পুজি করে রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদেরকেও বর্জন করা জরুরী।
যেমন কয়েকটি নির্বাচন কালিন সময়ে আমরা দেখেছি আওয়ামিলীগের নেত্রিকে ইসলামী বেশ ধারন করে পোষ্টার ছাপিয়ে প্রমান করতে চেয়েছেন তিনিও মুসলমান। পরবর্তীতে কিন্তু তিনি সেই বেশ ধরে রাখেননি। ২০০৬ সালে আওয়ামী লীগ নির্বাচন সামনে রেখে খেলাফত মজলিসের মতো একটি চরম প্রতিক্রিয়াশীল
ধর্মীয় দলের সঙ্গে শুধু আলোচনায় বসা নয়, একটি দ্বিপক্ষীয় চুক্তি করেছিল! সেই চুক্তি অনুযায়ী নির্বাচনে জয়লাভ করলে তারা বাংলাদেশে 'ব্লাসফেমি আইন' পর্যন্ত জারি করতে অর্থাৎ ইসলামবিরোধী কোনো কথা
কেউ বললে তাকে চরম দণ্ড পর্যন্ত দেওয়ার অঙ্গীকার করেছিল! ইসলামী বেশ ধারন করে রাজনৈতিক সুবিধা নেয়া বা এই দুষ্টু চুক্তির সঙ্গে ধর্মবিযুক্ত রাজনীতির কী সম্পর্ক? এর মধ্যে কি দেশের সর্বপ্রধান ও সব থেকে পুরনো রাজনৈতিক দলটির ক্রিমিনাল সুবিধাবাদিতার পরিচয় নেই?
আমরা আরো দেখেছি এ দেশের চিহ্নিত বুদ্ধিজীবী বা সুশীলসমাজ শরিয়া, ইসলাম প্রভৃতি শব্দ শুনলেই জলাতঙ্ক রোগীর মতো কেঁপে ওঠেন, যাদের মাথার চুলে রক্ত উঠে পড়ে। কিন্তু প্রধানমন্ত্রী যখন বললেন, যুদ্ধাপরাধীদের বিচার সাধনের জন্য দরকার পড়লে শরিয়া শাসন কিংবা কিসাস প্রয়োগ করবেন। দেশে শরিয়া আইন না থাকলেও তার কথা মেনে বোঝা যায় যে, তার চিন্তায় শরিয়া আইনের গ্রাহ্যতা (Validity) আছে এবং বর্তমানে প্রচলিত আইনের থেকে সে আইনটি তার হিসেবে অধিকতর কার্যকর, আরও উত্তম!
তখন ‘রাজনীতি নিরপে’ এই সুশীলসমাজ কোনো উচ্চবাচ্য করলেন না। সেই সব বুদ্ধিজীবী নেতা-নেত্রীও কোনোরূপ প্রতিক্রিয়া দেখালেন না। কথাটি সিলেট বা কক্সবাজারের কোনো মাদ্রাসা থেকে উচ্চারিত হয়নি। উচ্চারিত হয়েছে খোদ গণভবন থেকে; রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর মুখ থেকে। প্রধানমন্ত্রীর একটি মুখের কথাই যেখানে প্রায় আইনের সমতুল্য, সেখানে এই মহলের নীরবতা সধারন মানুষের মনে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে। বোঝা গেল শরিয়া শাসনেও অনেকের আপত্তি নেই যদি তার খলিফাতুল মুসলেমিন থাকেন তাদের নেত্রী।
সর্বষেশে বলব ধর্মকে পুজি করে যেদলই রাজনৈতিক সুবিধা নিতে চায় আসুন সবাই মিলে তাদের সবাইকে বর্জন করি। ধর্ম যার যার ব্যাক্তিগত আবেগ অনুভুতির বিষয়।
১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধর্মকে পুজি করে যেদলই রাজনৈতিক সুবিধা নিতে চায় আসুন সবাই মিলে তাদের সবাইকে বর্জন করি। ধর্ম যার যার ব্যাক্তিগত আবেগ অনুভুতির বিষয়, রাজনীতির নয় !!!
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
পাতলু বলেছেন: মনে প্রাণে চাই যুদ্ধপরাধীদের ফাঁসি।
ধর্মকে পুজি করে যেদলই রাজনৈতিক সুবিধা নিতে চায় আসুন সবাই মিলে তাদের সবাইকে বর্জন করি। ধর্ম যার যার ব্যাক্তিগত আবেগ অনুভুতির বিষয়, রাজনীতির নয় !!!
কোনো দলই যুদ্ধপরাধীদের মুক্ত নয়, নয় দুর্নীতি মুক্ত। প্রতিটি দলে এরা সংযুক্ত এর প্রমান অনেক টাই পাওয়া যায়। আমি শিবির নেতা সম্পর্কে যতটা শুনেছি ততটা অন্য কোন নেতার মধ্যে পাইনি।
আমি শিবির সদস্য নই।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাদের মূল জামায়াত নেতাদের মত ঘৃণিত ব্যক্তি এই দেশে নাই, মাথা যদি বিষাক্ত হয় শরীরের অন্য অঙ্গ নিয়া কথা বলার আর কি আছে ভাই?
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
পাতলু বলেছেন: বাকরুদ্ধ আমি
রাজশাহী পরীক্ষা দিতে গিয়ে শিবির আমাকে থাকার জায়গা দিয়েছিলো । প্রচন্ড শীতে নিজের বিছানা লেপ আমাকে দিয়েছিলো । অনেক সাহায্য পেয়েছিলাম .
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাদের সাহায্যের পেছনের ইনটেনশন কিন্তু পোস্টেই ক্লিয়ার করেছি, NOW YOU ARE TALKING LIKE A ছাগু
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কোন ছাগুরে ল্যাদাইতে দেখলাম না ...
হতাশ হইলাম
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্টে নুন্যতম যুক্তি থাকলে ওদেরকে সাধারণত লেন্জা লুকায় পালাইতে দেখা যায়!!!
Click This Link
একজনরে চার পাঁচবার ডাকলাম, ভয়ে আসেনা...
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
হুমায়ুন তোরাব বলেছেন: bhai amare age ekta que er ans den......then ek ste goppo kori....
Desh age na,islam age ???
***gali diyen na pls.
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দুটার প্রতিই আমার দায়িত্ব আছে, গালি কেমনে না দেই? ধর্ম বিরোধী কিছু বলছি?
আমার একটা প্রশ্নের উত্তর দেন, আমার বন্ধু হিন্দু, সে বলল ধর্ম আগে, তাই কোনো ইসলামী রাষ্ট্র চলবেনা, সে দেশকে ভালবাসে..... কি উত্তর আপনার?
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
বুঝলাম !!
প্রতিহত কেমনে করমু ? ক্যাচাল বাড়াইয়া ? নাকি রেটিনা জেনিথ সাইফুরস আরো আরো যত কোচিং আছে তা বন্ধ করে নাকি এর থেকে ভালো কিছু উপহার দিয়ে ?
সমস্যা হইলো তাদের টার্গেট ভালো ছাত্র আর দুঃখের সাথে বলতে হয় বলদ দুইটা দলের টার্গেট হইলো সন্ত্রাসীদের --ভাই ছাত্রলীগ আর ছাত্রদলের হইয়া নতুন কিছু করুন !!
আবশ্যই তরুনরা শিবিরে যাবে না -- আর যদি ক্যাচাল দিয়া করতে চান তাহলে ধন্যবাদ
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি তো আরো ভয়াবহ কথা বলছেন ভাই!!! পড়ালেখা শিক্ষিতদের কাজ, রাজনীতিতে ফেলে দেয়া যাবেনা!!!!! দলবাজি পড়ালেখার বিষয় নয়, এটিকে শিক্ষক ও শিক্ষা মন্ত্রনালয়ের হাতেই ছেড়ে দিতে হবে! আপনার কি ধারণা রেটিনা না থাকলে কেউ চান্স পাবেনা? কোনো সিট্ খালি থাকবে? সাইফুররর না থাকলে কেউ ইংলিশে কথা বলতে পারবেনা!!!??
১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
মন জানালা বলেছেন: ফেবু এখন অস্ত্র হয়ে দাঁড়িয়েছে মানুষকে ভুলভাল বোঝানোর জন্য
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক বলেছেন, আমাদের সচেতন হওয়া খুবই জরুরি ধন্যবাদ ভাল থাকবেন .।
১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
হুমায়ুন তোরাব বলেছেন: 2012 teke islam nia practise kra start krc,agami election e ami vote dmu na.vote dya haram.shirok.
shibir re ami posndo krina karn tadr ei election priti dakhe.namaj porbo,roja rakhbo abr vote dbo,fajlamu kre naki..legue dol er ktha bad dlam..
vai desh re amio bhalobasi,islamic vabeo desh chalano somvob.. 87 % muslimdr deshe 13% manusher motamot kivabe gurutto pai ta bujhi na..jai hok ami kisu krte parina eta thik tobe bolar try kri,amr kta sune keu jdi kisu kre tatei ami khusi..
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: 87 % muslimdr deshe 13% manusher motamot kivabe gurutto pai ta bujhi na..
এরকম মানসিকতার জন্যে এর কিছু লেখার প্রয়োজনীয়তা বোধ করছিনা.. ধন্যবাদ আপনাকে
১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
হুমায়ুন তোরাব বলেছেন: apnar que er ans-
HE IMANDAR LOKERA,TOMRA KOKHONO YAHUDI-CRISTIAN DER NIJEDER BONDHU HISEBE GROHON KORO NA.KENONA ERA NIJERA SOB SOMOY E EKE OPORER BONDHU,TOMADER MODDHE KEU JODI KOKHONO EDER KAO KE BONDHU BANIYE NEI TAHOLE SE TADER E DOL VUKTO HOYE JABE,AR ALLAH TAYALA KOKHONO JALEM SOMPODAI K HEDAYAT DAN KOREN NA....(SURAH AL MAYIDAH,51)
-vai amaro hindu friend silo,bt ekhn nai..apni o bad diye den.
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি বিদেশে থাকি, আমার বন্ধু রয়েছে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৈদ্ধ, মুসলিম, নাস্তিক-আস্তিক এবং এর জানা অজানা আরো অনেক !!! আর ওদের সাথে না চলেও কোনো উপায় নেই, আমার জায়গায় থাকলে বুঝতেন কেন নেই!!
তাহলে একজন মুসলিম যে কিনা খুবই সংখ্যা লঘু একটি দেশে, সে কি একা একা থাকবে? (আপনার চিন্তা শুধু পাকিস্তান-বাংলাদেশ-সৌদিতে আটকে গেছে)
আর শোনেন, আমাদের অধিকার থাকতে পারেনা, যে একটি মানুষকেও আমরা বলি বা চাপিয়ে দেই ইসলামের অনুশাশন মানতে, এটা ব্যক্তিগত ব্যাপার আর তার শাস্তিও সে ব্যক্তিগত ভাবেই পাবে...
শেষ কথা, ধর্ম মানুষের, দেশের নয়... ভুল থেকে বেরিয়ে চিন্তা করুন।
২০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
হুমায়ুন তোরাব বলেছেন: vai ek2 bhul bolsen,islam holo din..
dhormo na...
vai amar ek friend usa te thake.tw ore ask krclm islam nia kunu problem hy kina.o blce hoi na...
jongi na hle kunu problem nai,sttw mittha ALLAH jane...
r 87% muslim der deshe Islam nia ktha blle polish dhore nia jai..
mamla hoi..
vai j jibone jamayat shibir kore ni tareo jail e dhukai..
bujhen thela...
vai,26 e march,16 december ful dilei desprem hy na.desher poti valobasha buker majhe,ful diye na..
amr next cmnt ta pore then ans diyen.
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বলতে থাকেন, আপনার পরিচয় পরিষ্কার হচ্ছে!!!
২১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
হুমায়ুন তোরাব বলেছেন: dhormo jodi manusher e hoi vai tobe keno ROHINGA ra ghor sara.ROHINGA der khobor rakhen vai,ROHINGA family teke meye der mayanmar polish dhore nia ki kore janen vai ???
koi apnader noble prize winner in peace SUCHI,koi BARAK OBAMA,KOI PUTIN...
karhmirer kotha janen vai,okhane ki hoi..
dhormo jodi manusher e hoi tw ISRAEL kn yahudi country..vai jobab chai...
apnara asen khaleda,hasina,nijami,saidi nia,manush moira jaita ce, tar khobor nai...nxt cmnts
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অপ্রাসঙ্গিক
আমি জানি বাংলাদেশে কি হয়।
২২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
হুমায়ুন তোরাব বলেছেন: vai ami tw back dated..
ami kom jani,kom bujhi esob jani...bt apnara to onek janen,onek bujhen...
amare ek2 bujhan.
KENO EKTA ROHINGA MEYE KE MAYANMAR ARMY DARA RAPED HOTE HOBE,sei 1947 teke cholse..KENO FILISTENER SADHARON MANUSH BOMA KHABE?ek2 bolen vai,KENO KASHMIR INDIA-PAKISTANER KASE DHORSITO HOBE..janaben vai..ora tw bidesi..ebr desh nia bli..
KENO RAMNA,SOHRAWARDI TE BIKALE JAOWA JAINA..PARK GULAR KENW aj ei dosa,hai MUKTO MONA SHADHEN DESHER SHADHEN MANUSH..
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অপ্রাসঙ্গিক
২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
হুমায়ুন তোরাব বলেছেন: vai fb te r samu te like comments r ++++++ diye kicu hoibo na....
ami kisu korte parina etai dukkho lage....
vai muktona der o ektai kotha SAGU SAGU..
apnar ja mon chai blte paren..
ekta kotha bli apnare ami kunu din satro dol leugue or shibir kori nai r insallah korum o na...
last ekta kotha boli
BOLO SOTTO ASIYASE R MITTHA BILUPTO HOYESE,R MITTHA TO BILUPTO HOWAR JONNEI,surah Bani esrael,81
Allah apnake hedayat dan koruk..
***gali diyen na,ami vodro vabe blc vodro vabe answr den..
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অপ্রাসঙ্গিক
২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
ধমাধম বলেছেন: বাংগালি মুসলোমান মাটরৈ াললার ািন সোমোররঠোন কোরে। টাি জামাট ষিবিরের বিপোকখে জওর গোলায় কিচু বোলোটে পারে না
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
২৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আপনার উত্তর এমন-- টাকা ছিল না পৃথিবীতে মানুষ কি তখন বাচেঁ নি ?
হাহাহহাহাহাহাহাহাহাহা
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩
বাঁশ বাগান বলেছেন: লেখক বলেছেন:.....ছবির মাঝখানে একটি দাড়িপাল্লার ছবি দেখতে পাচ্ছেন? প্রথম দেখায় এর কোনো বিশেষত্ব চোখে না পড়তে পারে, কিন্তু এই প্রতীক কোন রাজনৈতিক দলের?
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাইটে গিয়ে দেখেন একটা দাড়ি-পাল্লা আছে।
http://www.supremecourt.gov.bd/scweb/
দড়ি কে সাপ মনে কইরেন না সব জায়গায়
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পেইজের নাম ব্রেকিং, ৩০০% ছাগু পেজ, আর জনমত কি কারনে সংগ্রহ করা হচ্ছে তাই বোঝা যায়।
আর জামায়াত শাপ, শাপকে দড়ি মনে করাটা নির্বোধএর কাজ। ছাগুগিরি করবেন না আমার সাথে। কারন ওদের পক্ষে প্রতিটি সাফাই এক একটি গালি খাবার যোগ্য।
২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
বাঁশ বাগান বলেছেন: আমি ফেইসবুকের ঐ পেজে যাই নাই। যাওয়ার ইচ্ছাও নাই। কিন্তু আপনার দাড়ি-পাল্লা কথাটার সাথে দ্বি-মত পোষন করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেফারেন্সটা দিলাম।
আর গালি দেওয়াটাও আপনার ইচ্ছা আর না দেওয়াটাও আপনার ইচ্ছা। এতে দোষের কিছু নাই
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, আমার মত জামায়াতের বিপক্ষে, আপনি সাফাই না দিলে কখনই গালি দিবনা,
ভাল থাকবেন ভাই।
২৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ওদের বর্জন করুন সমাজের সবস্তরে, রাজনীতিতে ওদের বিতাড়িত দেখতে চাই, আর মনে প্রাণে চাই যুদ্ধপরাধীদের ফাঁসি।
পুরোপুরি একমত!
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১২
তন্ময় ফেরদৌস বলেছেন: ওদের বর্জন করুন সমাজের সবস্তরে, রাজনীতিতে ওদের বিতাড়িত দেখতে চাই, আর মনে প্রাণে চাই যুদ্ধপরাধীদের ফাঁসি।