নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

দি আলটিমেট মডেল আরিপ খান'স মুভি: মাইরালা আম্রে তুই মাইরালা(আরিপ কানের ছবি যখন অনুকাব্য) =p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫



গরু গান গায়,

বিড়াল ঘেউ ঘেউ করে,

পাখিরা ক্রিকেট খেলে

গাধা বিশ্ববিদ্যালয় পড়ে

আরিপ খান মডেলিং করে।








হাজার মনের কাছে প্রশ্ন রেখে,

একটি কথাই শুধু জেনেছি,

পৃথিবীতে পাগল বলে কিছু নেই,

পাগল বলে কিছু নেই,

কিছু নেই,

আরিফ খান থাউজেন্ড ইন ওয়ান সেই।





দেখো আমি ডানে হেলতে পারি,

বায়ে দুলতে পারি,

তাইত আমি দিবানিশি,

মডেলিং করি!!





ওই আরিপ তুমি এমনে কেন তাকাও?

ব্রেনে পড়েছে ছানি তোমার,

ইতরামি করো আবার মডেল হইতে চাও?

লাকড়ি কামাল হেড়ে আখিওছে গোলাগুলি করে, ঢিচাও!








আরিপ কান:

জানি একদিন আমি চলে যাব, সবই ছেড়ে, যত বুক ভরা দুখ কষ্ট নিয়ে....

লাইকা:

যা যারে যা, যা যা রে যা রে ছুটে..... একছুটে দুরে পালাও.....








কাক যদিও আমায় দেখে পালায়,

কাকতারুয়া নই, মডেল আমায় বুলায়!

আমার মাঝে প্রতিভা অনেক বেশি,

আমায় দেখে পায়না কারুর হাসি!






ঢাকার পোলা,

ঢাকার পোলা,

ঢাকার পোলা

বেড়ি বেড়ি ইস্মাট!

(আরিপ কান ঢাকার পোলা নয়)






(আরিপ) লাজ টুকু কেড়ে নিলে হবে যে মরণ!!

(লাইকা মনে মনে) মইরা যা তুই কে করেছে বারণ??

__________________________________________________

মন্তব্য ৭১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

বইয়ের পোকা বলেছেন: ভাই, আরিপ কানের ফডু দেইখা হাসুম না কান্দুম বুঝি না :(( :(( B-) :(( B-) B-) B-) :(( :(( :(( :(( B-) B-) :-B :-B

মন খারাপ থাকলে ফেসবুকে উহার পেজ দেখলে ভালো হয়ে যায় =p~ =p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কাইন্দেন না গো ভাই, কাইন্দেন না, জলিল আইল, সাউজা আইল এখন আইল আরিপ কান!!

কান্দাকাটির জন্যে আরো সময় আছে, আরো যে কত কে আইবো!! এর ফেবু লাইক তো ১০০০০ হইয়া গেল! ধর আমারে ধর!!
=p~ =p~ =p~ =p~

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

আমি তুমি আমরা বলেছেন: (আরিপ) লাজ টুকু কেড়ে নিলে হবে যে মরণ!!
(লাইকা মনে মনে) মইরা যা তুই কে করেছে বারণ??


=p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

মেলবোর্ন বলেছেন: আম্রে তুই মাইরালা

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: KILL YOUR SELF!! ITS THE ERA OF ARIP KAN!

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

ম.র.নি বলেছেন: স্লা,এতো দেখি নতুন উৎপাত।প্লিজ ডোন্ট টেল মে অর ভক্তও আছে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার কি ব্রেনের কিডনি খারাপ হইয়া গেল?? দশ হাজার ভক্ত ফেবুতে! হা হা হা হা


বাংলাদেশের অনেক সত্যিকার মডেলএর অত লাইক নাই!!! ITS আরিপ পিবার!

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: B-)) B-)) B-)) B-)) আরিফ খান এবং সা উ জা মোর্শেদ দুই ভাই।।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জলিল সহ এদের প্রতিভা দেখে আমি প্রতিদিন সময় করে একবার অন্তত টাসকি খাই!

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তসলিমা নাসরিনরে কিছু হুজুররা টপে উঠাইদিছে, এই থার্ড কেলাস আরিপ কানরেও জাতি মনে হয় উঠাইদিলো....হেই দিন আসার আগে আল্লাহ আমারে উঠাই নিও, নইলে দড়ি ফালাই ও আমিই কষ্ট কইরা বাইয়া বাইয়া উইঠা যামু.......

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই দড়ি টা পাইলে আপনি উঠে গিয়ে ল্যান্জটা আমার জন্যে রাইখেন, প্লিজ লাগে কইলাম।

(পেজে লাইক আছে, কিন্তু সবাই ওরে পচায়, আজ পর্যন্ত কোনো ভালো কমেন্ট দেখিনাই, সো চিন্তা নাই!)

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: এই পুলার আইকিউ রুম টেম্পারেচারের চাইতেও নিচে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
ওর সামনে "লজ্জা" শব্দটি বললে চোখ বড় বড় করে বলবে,
"এইডা আবার কি? মডেলদের কি এইটা থাকে???"

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

শূন্য পথিক বলেছেন: এইডা আবার কিডা? পুরান পাগল নিয়া পারি না... আবার...

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই আরিপ ভচ্রে না চিনলে,

:P :P :P

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ :P
শেষের ২ লাইন মারাত্মক হৈসে ||

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ :P :P

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :P =p~ :P =p~

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

(আরিপ) লাজ টুকু কেড়ে নিলে হবে যে মরণ!!
(লাইকা মনে মনে) মইরা যা তুই কে করেছে বারণ??

=p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

আমিই মিসিরআলি বলেছেন: ভাই,আপনেও লাস্টে এই মদনারে লয়া পরলেন #:-S B:-) B:-/ :-B :P =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইরে, হাসতে হাসতে আমি স্যাশ!! কি আর করি কোন, বাংলাদেশে এত বিনুদুন!!!!

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

পুংটা বলেছেন: সাধারণত গাজীপুর, মুন্সিগঞ্জ থেকে ঢাকায় এমন মডেলের উদয় হয়। /:)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: B-)) B-)) B-))

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

রাইসুল সাগর বলেছেন: হা হা । =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

অনিমেষ রহমান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~
;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)
B-) B-) B-) B-) B-) B-) B-)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :P :P :P :P

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: জলিল ভাইরে ডাউন দিয়া দিলু আরিপ ভচ। =p~ =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এর মদনামির কাছে সবাই ফেল! পম গানা আউট আরিপ কান ইন! =p~ =p~ :P :P

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সামুতে এসে চিনলাম। ফেইসবুকে আগে কখনও দেখি নি।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অর ফেবু পেজ বিনুদুনের আখড়া, দেখেন নাই !!?? PLEASE


=p~ =p~ =p~

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

নিয়েল ( হিমু ) বলেছেন:

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন:

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

লোনলিফাইটার বলেছেন: পুরাই বিনোদোন ;) B-)) :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা , ভাই এরা থাকলে দেশে আর কৌতুকের অভাব হবেনা

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

সাকিন উল আলম ইভান বলেছেন: ভচের পাগলা ফ্যান আমি :D
ভচ আমারে কয় তার পুষ্টে লাইক মার্তে তাই লাইক মার্চি , একটা ইশ্যাটাচ ও দিচি :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই, এখন খারাপ কিসু কৈলে সেইরকম খারাপ খারাপ গালি দেয়!! আমি হাসতে হাসতে বাঁচিনা!!!! দশ হাজারে মিললা পচাইতেছে!!! বাঙালির জুড়ি নাই!! =p~ =p~ =p~ =p~ =p~

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

ধান শালিক বলেছেন: খাইছে মোরে , :-* :-* :-* :-* :-* কত্থেইকা এই কাটপিস টা বাহির হইলো , বিনুদনের জরিবটিকা ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ :P :P

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ :P :P

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

তারছেড়া লিমন বলেছেন: মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তসলিমা নাসরিনরে কিছু হুজুররা টপে উঠাইদিছে, এই থার্ড কেলাস আরিপ কানরেও জাতি মনে হয় উঠাইদিলো....হেই দিন আসার আগে আল্লাহ আমারে উঠাই নিও, নইলে দড়ি ফালাই ও আমিই কষ্ট কইরা বাইয়া বাইয়া উইঠা যামু.......

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই দড়ি টা পাইলে আপনি উঠে গিয়ে ল্যান্জটা আমার জন্যে রাইখেন, প্লিজ লাগে কইলাম।

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

রকি০০৭ বলেছেন: তেনার ফেবু লিঙ্কু টা যদি কেও দিতেন কৃতার্থ হয়ে যাইতাম

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফ্রিতে এই প্রথম একটি ফান ম্যাগাজিন দেওয়া হলো!! দেখেন, পড়েন, হাসেন আর ভালো থাকেন!!!

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

আমি ইহতিব বলেছেন: হা হা হা , ৬ নম্বর ভালো লাগা দিলাম ভাই।

আপনার কবিতা জোস হয়েছে, আপনিতো অনেক সুন্দর সুন্দর ছবি দিয়েছেন, ফেবুতে ওর ছবি দেখে আমি ভয়ই পাইছি ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই!! কি আর কমু আজিব চিজ

হুম, একটু সেন্সর করে দিলাম, রুচিবোধ এর ফিল্টার মারলাম, তারপরে কিছু ছবি দিলাম আর কিঃ!
=p~ =p~ =p~ =p~

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

আমি মুখতার বলেছেন: খোদা!!! আইদার ইউ ড্রপ দ্যা রোপ, আই ক্লাইম্ব। অর ওপেন দ্যা মাডি, আই হান্দাই পড়ি।

দয়া করে অর ফেবু লিঙ্কুটা দেন, লুটেপুটে খাই.।.।.।.। B-))

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফ্রিতে এই প্রথম একটি ফান ম্যাগাজিন দেওয়া হলো!! দেখেন, পড়েন, হাসেন আর ভালো থাকেন!!!

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

রিমন রনবীর বলেছেন: দেশের মানুষের আসলে বিনোদনের অনেক অভাব। তাই একটা পাইলেই হইছে:-< :-< :-< :-< |-) |-) |-) |-) |-) |-) |-)
কোবতের জন্য পেলাচ :)

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

ইখতামিন বলেছেন: মডেল আরিপ কানের ফেবু পেইজ


Click This Link

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেশের একমাত্র দমফাটানো হাসির ফান ম্যাগাজিন যেটি কিনা একদমই ফ্রি

২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

ইখতামিন বলেছেন: হেইতে বলে মডেল? :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~

পথিক ভাই.
কেমন আছেন.
হ্যালো.............

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি ভাই, টপ মডেল!!# =p~ =p~ =p~ =p~


আমি ভাল ভাই, দুদিন কমবেশি নেটের বাইরে আছিলাম একটু ঝামেলা ছিল তো

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফ্রিতে এই প্রথম একটি ফান ম্যাগাজিন দেওয়া হলো!! দেখেন, পড়েন, হাসেন আর ভালো থাকেন!!!

৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ও নাদান পরিন্দে প্লিজ ঘরে যা!!
ঘরে চলে যা, ঘরে চলে যা,
ঘরে চলে যা, আ আ আ আ !!
কিউ পথে ঘটে খালি তুই ছবি উঠাস?
কেন মানুষের মার খাস তুই ঠুস ঠাস?

৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

অন্ধকারের রাজপুত্র বলেছেন: ডিয়ার আরিপ কান !

তুমি একটি শুক্রানুর প্রচন্ড অপচয়।
তোমাকে দেখিলে মরিয়া যাইতে ইচ্ছা হয় !
তুমি স্নিগ্ধ সকালে চিকা টানাটানি করা কাক !
তুমি ল্যাংটা কুকুরের কুই কুই ডাক !

তুমি ATN বাংলার মাহফুজুর রহমানের বাণী,
তুমি রামপুরা ব্রিজের নিচে বয়ে যাওয়া,
বনশ্রী খালের পানি!!

তুমি গুড়াদুধে মেশানো মেলালিনের
ক্ষতিকর গুঁড়া,
তুমি পাঁচ মিনিটে হাপিয়ে যাওয়া অথর্ব
এক বুড়া...
(ফেবু হতে সংগৃহিত)


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা হা
ভাষা নাই, ঝাতির কি প্রতিভা!! =p~ =p~ =p~ =p~ =p~

৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

অক্ষরসৈনিক বলেছেন: অন্ধকারের রাজপুত্র বলেছেন: ডিয়ার আরিপ কান !

তুমি একটি শুক্রানুর প্রচন্ড অপচয়।
তোমাকে দেখিলে মরিয়া যাইতে ইচ্ছা হয় !
তুমি স্নিগ্ধ সকালে চিকা টানাটানি করা কাক !
তুমি ল্যাংটা কুকুরের কুই কুই ডাক !

তুমি ATN বাংলার মাহফুজুর রহমানের বাণী,
তুমি রামপুরা ব্রিজের নিচে বয়ে যাওয়া,
বনশ্রী খালের পানি!!

তুমি গুড়াদুধে মেশানো মেলালিনের
ক্ষতিকর গুঁড়া,
তুমি পাঁচ মিনিটে হাপিয়ে যাওয়া অথর্ব
এক বুড়া...
(ফেবু হতে সংগৃহিত)


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ "

এইডা কি শুনাইলেন ভচ.।.।.।
আরিপ কান তো দেহি চাকিপ কানের যুগ্য উত্তরচূরী!!! B-) :D

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: =p~ =p~ =p~ লোল!!!

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ!!!

৩৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

ল্যুদমিলা বলেছেন: বইয়ের পোকা বলেছেন:

মন খারাপ থাকলে ফেসবুকে উহার পেজ দেখলে ভালো হয়ে যায় =p~ =p~ =p~ =p

সহমত!!!!!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ হাছা কথা!!

৩৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

ফরিদ আলম বলেছেন: B-) B-) B-) B-)

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :P :P :P

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

জাওয়াদ তাহমিদ বলেছেন: উপ্রের কবিতা টা বেস্ট।


:P :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.