![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিবির কর্মীদের দেখা মাত্র পুলিশকে গুলির নির্দেশ দিলেন ডিএমপি’র কমিশনার। এবার কেমন মজা লাগে পাকিস্তানিদের? পুলিশের উপরে হামলা ছিল সবথেকে উজবুকি কাজগুলার একটা। ওরা কোন ধর্মের না। ইসলাম হামলা আর রক্তের ধর্ম না, হতে পারেনা!!!!!
কোন মুসলমান হতে পারিশ না তোরা, না কোন বাংলাদেশি।
জান্নাতে জাবি মইরা জান্নাতে যা, আমার সোনার দেশটাকে দোজখ বানাইশ না।
কোন পাকিস্তানির জন্যে এই দেশে এক ইঞ্ছি মাটি নাই নাই নাই!!!
বাংলানিউজটোয়েন্টিফোর.কম ঢাকা:
এবার শিবির কর্মীদের দেখা মাত্র পুলিশকে গুলির নির্দেশ দিলেন ডিএমপি’র কমিশনার। খোদ পুলিশ প্রধান আইজিপির সামনে তিনি এ নির্দেশ দেন।
সোমবার দুপুরে শিবিরের হামলায় আহত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেখতে যান পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার। তার সঙ্গে ছিলেন ডিএমপি’র কমিশনার বেনজির আহমেদ। তিনি হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন কনস্টেবল মোকলেছুর রহমান (কং: ৭১৪৭) এর খোঁজ-খবর নেওয়ার সময় তাকে উদ্দেশ্য করে বলেন, ‘‘অস্ত্র ছিলো না, গুলি করতে পারোনি? এখন থেকে শিবির দেখামাত্র গুলি করবা।’’
এর পর চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন পায়ে আঘাত পাওয়া কনস্টেবল জিয়াউরকে (কং: ২৭২৯) উদ্দেশ্যে করে ডিএমপি কমিশনার বলেন, ‘‘পায়ের আঘাত সুস্থ হয়ে ওদের পা ভেঙ্গে দিবা”
সোমবার সকালে থেকে শিবির কর্মীরা রাজধানীর দৈনিক বাংলা, মতিঝিল, স্টেডিয়াম এলাকা, জিরো পয়েন্ট ও সচিবালয় এলাকায় তাণ্ডব চালান। এ সময় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সে সময় মতিঝিল থানার অফিসার ইনচার্য (ওসি) হায়াতুজ্জামান, পেট্রোল ইন্সপেক্টর সানোয়ার, অপারেশন অফিসার সাজ্জাদ হোসেন, সার্জেন্ট গোলাম সারোয়ারসহ ১৮ পুলিশ সদস্য আহত হন। তাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে পুলিশের আইজি হাসান মাহামুদ খন্দকার বলেন, পুলিশের পর্যাপ্ত প্রস্তুতির কারণে শিবির কর্মীরা তাদের বেশি ক্ষতি সাধন করতে পারেনি। হামলা চালিয়ে যে নাশকতা চালানো হয়েছে, তা ফৌজদারি অপরাধ। দেশের প্রচলিত আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের ওপর শিবিরের হামলা প্রসঙ্গে আইজিপি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার কাজ চলছে। তাই পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হামলার লক্ষ্য।
এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক আবু মুসা মোহম্মাদ ফকরুল ইসলাম, ডিএমপি’র মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশানর সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
___________________________________________________
জিন্দা থাইকা ফাকিগিরি করতে চাইলে ফাকিস্তান যাও, বাংলাদেশে না। আলাপ শেষ।
"জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক।"
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একটা হেস্ত নেস্ত হওয়া দরকার আছে, বেশি বাড় বারছে হারামজাদাদের!!!!! হয় ওরা থাকবে, না হইলে বাংলাদেশ থাকবে।
দুইটা কুত্তার মত গুলি খাক, তখন দেখা যাবে কেমনে না ডরায়! হিজবুতের আব্বা পর্যন্ত পালাইছে আর শিবির পালাইবনা?????
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
গুলি করার নির্দেশ দিবে অফিসিয়াললি। তাছাড়া পুলিশ আত্নরক্ষার্তে গুলি ছুড়তেই পারে। কিন্তু মিডিয়াতে বা পাবলিক প্লেসে এটা বলাতো ঠিক না।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অফিশিয়ালি দিয়া গুলি করে দেওয়ার থেকে এভাবে নিবৃত্ত করা সমর্থন করলাম।
শিবির বহুত বাড়ছে, অফিশিয়াল নির্দেশ আসা উচিৎ। শিবিরের ব্যানারে মিটিং/মিছিল/সভা/ সমাবেশ সব নিষিদ্ধ করতে হবে এখনি
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
এন ইউ এমিল বলেছেন: কুত্তাগুলা ক্ষেপছে .. .. ..
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছাগুগুলা জবাই হয়েছে।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
তিমিরবিদারী বলেছেন: পুলিশের কাছে আমার অনুরোধ থাকল যে,শিবিরের নামে কোন সাধারন দাড়িওয়ালা ছাএ যাতে না মরে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেই কাম্য নয়, তবে মুসলিম হন আর যাই, বাংলাদেশি হলে শিবির থেকে এক হাজার হাট দূরে, আলাপ শেষ।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
ঠোঁটকাটা বলেছেন: এইসব পলিটিকাল পাচাটা ফুলিশ দেখলেই থাব্রাইতে ইচ্ছা করে।
ওরা আর ওদের মালিকরা তো রাস্তায় চলে না। চলি আমরা। দুই পক্ষ যদি বন্দুক যুদ্ধ শুরু করে দেয় তাহলে তাহলে আমাদের নিরাপত্তা কই থাকবে?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পুলিশের জীবনের নিরাপত্তা কে দিবে ? সমানে পুলিশ পিটাইতেছে আর চুপ কইরা দেখবে?
বাংলাদেশের বুকে কোন ফাকিগিরি চলবেনা, ফাকিদের স্বভাব হইল আইনের লোকদের পিটানো।
এই দেশের শিবিরকে নিষিদ্ধ করা হউক এবং যে কোন কার্যক্রম স্থগিত করা হোক। ধর্মভিত্তিক মৌলবাদ এর জন্যে একাত্তুরে জীবন দেয় নাই।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
কিন্তু যদি জামাত-শিবির যদি এখন বলে পুলিশ ও লীগ দেখলে গুলি করা হবে... তখন কি পরিস্থিতি দাড়াবে? অনুমান করতে পারছেন!
আবার শিবিরের ভেবে যদি সাধারণ দাড়িওয়ালা ব্যক্তিদের উপর পুলিশ গুলি ছুড়ে তাইলে কি হবে?
আবেগ দিয়ে প্রেম-ভালবাসা হয়, রাষ্ট্রপরিচালনা করা - আমার মতে অসম্ভব।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শিবিরের ব্যানারে মারামারি/ মিটিং/ মিছিল করলে তো আর আপত্তি নাই, আছে নাকি?
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
নিঃসঙ্গ পথিক.. বলেছেন: শিবিরকর্মী বুঝবেন কিভাবে? অলরেডি এমন ঘটনা ঘটেছে যে জামাত-শিবিরের প্রাণশত্রু কওমী মাদরাসার ছাত্র-শিক্ষকদের শিবির আখ্যা দিয়ে জেলে পুরেছে। এরপর যদি ঢালাওভাবে গুলি করে তাহলে দেশের পরিস্থিতি কই যাবে ভাবতে পারেন? শিবির বর্তমানে যা শুরু করেছে তার জন্য তাদের ব্যাপারে এমন আদেশ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের পুলিশ কি ততটুকু দক্ষ কিংবা চৌকস কিনা। শিবির এর অজুহাতে এটা যদি দাড়ীওয়ালাদের নিধনের পদ্ধতি হয়ে যায় তাহলে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শিবিরের ব্যানারে মারামারি/ মিটিং/ মিছিল করলে তো আর আপত্তি নাই, আছে নাকি?
পাকিস্তানিদের লাইত্থাইয়া বের করা হবে, কিসের গৃহযুদ্ধ? দরকার হলে রাজাকার নিধনে আবারও যাব ! বাবা একাত্তুরে গেছিল তার ছেলে কি দেশ দ্রোহী কাপুরুষ জন্মাবে?
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
বেকার মানুষ বলেছেন: শিবিরকে নিষিদ্ধ করা হউক .
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী, কথা এইটাই, শিবিরের রাজনীতি এই দেশে চলবেনা।
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শিবির কর্মীরা কি গলায় আইডি কার্ড ঝুলিয়ে ঘোরে?? এইসব ছাগল পুলিশের উচ্চ পদে যায় কি করে??
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শিবিরের ব্যানারে মারামারি/ মিটিং/ মিছিল করলে তো আর আপত্তি নাই, আছে নাকি?
ভাই, সুন্দর একটা ছবি আপনার প্রপিক এ, তাই গালি দিতে পারলাম না, কিন্তু আমি আপনাদেরকে চিনি, পাকিস্তানের পতাকাও প্রপিকে দিতে দেখেছি আপনাদের সাথে ভাইকে, প্রমান লাগ্লে দিয়ে খালি বলে জাইয়েন।
শিবিরের রাজনীতি নিষিদ্ধ হোক।
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
শার্লক বলেছেন: পুলিশ তো এখন সরকারের অঙ্গ সংগঠন, তারাতো এরকম আচরন করতেই পারে। তবে এরকম করলে নিরীহ মানুষ মারা পড়বে আর সমস্যা বাড়বে বৈ কমবে না।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পুলিশের উপরে হামলা করা মানে বুঝেন? কারো নিরাপত্তা আছে দেশে? পুলিশের উপরে হামলা কারা করে? সন্ত্রাসীরা! ওরা সন্ত্রাসী, পাকিস্তানের রক্ত। নিরীহ মানুষ আর যাই হোক, জাশি নয়। ওদেরকে উত্তম মধ্যম সহকারে পাকিস্তানে প্রেরন করা হোক।
১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
নিয়েল ( হিমু ) বলেছেন: কোন পাকিস্থানির জন্য এই স্বাধীন বাংলার মাটি নয় ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেশ দেশদ্রোহীদের আর ফাকিদের আস্ফালন করার জন্যে স্বাধীন করা হয়নি।
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
মরু বালক বলেছেন: .
.
.
বস বাকি কমেন্ট গুলা কই???
পড়তে মন চাইছিল.......
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কোন মন্তব্যমুছে দেওয়া হয়নি। আপনার পরিচয় জানতে চাই। এক বাবার সন্তান, সরাসরি বলেন, আপনি কাকে সমর্থন করেন। আপনার কোথায় কোনোদিনও বুঝা যায়না। যা বোলার, স্পষ্ট করে বলবেন প্লিজ।
১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
অনিমেষ রহমান বলেছেন: এক ইঞ্চি জায়গা ছাগুদের জন্য নাইক্কা। তাদেরকে জেনেভা ক্যাম্পের মাধ্যমে বোমা খাইতে ফাকিস্তান পাঠানো উচিত।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথার মত কথা, ধরণীর বুকে ওদের দুই পেয়ারা দেশ, পৃথিবীর জান্নাত ফাকিস্তান, আবালগানিসথান পাঠানো হোক।
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
*কুনোব্যাঙ* বলেছেন: দায়িত্বশীল পদে থাকলে তার কথাবার্তাও হতে হয় দায়িত্বশীলের মত। কিন্তু এই দেশে যে যত বড় দায়িত্বশীল তার কথাবার্তা তত বেশী লাগাম ছাড়া। কত বড় ননসেন্স পুলিশ কমিশনার হলে এমন কথা বলতে পারে। নিজের অবস্থান সম্পর্কে যে সচেতন না সে দায়িত্ব পায় কিভাবে! সে গুলি চালানোর নির্দেশ দেয়ার কে?
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পুলিশ আগে তো এমন বলেনি, পুলিশকে অন্যায় ভাবে আক্রমন করে পেশি দেখাতে গেলে তো গুলি খেতেই হবে। আইনের রক্ষাকারীদের উপরে হামলা সাধারণ মানুষের জন্যে বিশাল কন্সারন। উনি বাধ্য হয়েছে এটা বলতে। আর শিবিরের প্রতি কোন মায়া দরদ নাই।
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
আমি বাংলার সন্তান বলেছেন: @*কুনোব্যাঙ* - সে গুলি চালানোর নির্দেশ দেয়ার কে?
পুলিশ কমিশনারের পদাধিকার বলে দায়িত্ব/কার্যাবলী সম্পর্কে জানলে আপনি এই কথাটি বলতেন না।
তবে শিবির কর্মীদের সনাক্ত করা যেহেতু মুশকিল তাই এই আম নির্দেশ দেয়া কমিশনারের উচিত হয়নি।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কর্মসূচি/সভা/সমাবেশ বা মিছিল করে হামলা দিলে ব্রাশফায়ার করা আর দোষের মনে করছিনা।
১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
আমি বাংলার সন্তান বলেছেন: কোন পাকিস্তানির জন্যে এই দেশে এক ইঞ্ছি মাটি নাই নাই নাই!!!
সহমত ........
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ জানাই।
১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
শহীদুল্লাহ খান বলেছেন: পুলিশ কমিশনার এ ধরনের নির্দেশ দেয়ার ক্ষমতা রাখেন এটা ঠিক, তবে এ ধরণের নির্দেশ দেয়ার কিছু ক্ষেত্র আছে যা নির্দেশ দেয়ার পূর্বেই তাকে সুক্ষ্ণভাবে বিবেচনায় নিতে হবে। কারণ এ নির্দেশের কারনে কোন বড় ধরণের হত্যাযজ্ঞ সংঘটিত হলে যদি তা আদালত পর্যন্ত গড়ায় তবে কমিশনারকে সে সকল সুক্ষ্ণ বিষয়গুলো আদালতে প্রমাণ করে দিতে হয়।
সম্প্রতি জামাত-শিবির যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বড় ধরণের নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছে যা গোয়েন্দা রিপোর্টে বার বার আসছে। আমার ধারনা কমিশনার গোয়েন্দা মারফত কোন বিশেষ নাশকতা জেনেই এ নির্দেশ দিয়েছেন।
যদিও গণভাবে এ নির্দেশ দেয়া কমিশনারের ঠিক হয়নি। হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে।
আর পোস্টের বিষয়ে কি বলব, জামাত-শিবির কখনোই বাংলার মাটি-বাতাস ব্যবহার করার উপযুক্ত না।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার কোথায় খুশি হলাম, ভাল বলেছেন। আমি মনে করিনা ম্যাস মার্ডার করার নির্দেশ দেওয়া হয়েছে অফিশিয়ালি, বরং এই সতর্ক বানিতে যদি জামায়াতি কুত্তাগুলা একটু শান্ত হয়। আর যদি না হয়, আবারও হামলা করে, আত্নরক্ষার পথ হিসেবে এটি খোলা থাকলোই।
১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
*কুনোব্যাঙ* বলেছেন: @ আমি বাংলার সন্তান, তাহলে সেটা আমার জানার স্বল্পতা। আমি দুঃখিত। আমি জানতাম সেলফ ডিফেন্স ব্যাতিত সরাররি গুলি চালানোর নির্দেশ দেয়ার রাইট পুলিশ প্রশাসনের নেই। সম্পুর্ণ না জেনে মন্তব্য করার জন্য আন্তরিক ক্ষমাপ্রার্থী।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেলফ ডিফেন্সের ইস্যু এসেই গেছে। হামলা ঠেকাতে আর অন্তত পুলিশের কোন বাধা থাকলনা এতে।
রিসেন্টলি বেশ কিছু বাড়াবাড়ি করেছে শিবির ছাগুরা, এখন পে ব্যাক এর সময় এলো।
১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: শিবিরের কুকুরগুলোকে একটা একটা করে মেরে গনকবর বানিয়ে পুতে দেয়ার নির্দেশ দিলে ভাল হত।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
রামিজের ডিপফ্রিজ বলেছেন: পোস্টদাতাকে একটা কথা বলতে চাই-
এই সরকার শিবিরকে এখনও ব্যান করে নি, বাচ্চু রাজাকারের বিচারের আদেশে জামাতের ভূমিকার কড়া সমালোচনা করা হলেও শিবির সম্পর্কে এখনও আই সি টির কোন রায়েই কিছু বলা হয় নি। কাজেই এরকম সময়ে পুলিশ কমিশনার যদি শিবির দেখলেই শ্যুট অ্যাট সাইট অর্ডার দেন তবে সেটা বেআইনি ও ভুল।এটা আবেগের কথা নয়, ঠান্ডা মাথায় ভাবলে আপনিও এটাই ভাববেন।
আমাকে আবার পাকিপ্রেমী-টেমী বলবেন না প্লিজ, আমি ভারতীয়।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভারতীয়? এটি বাংলাদেশিদের ব্লগ, আমি যতটা না ফাকি অন্যায়কারীদের ঘৃণা করি, ঠিক ততটাই ঘৃণা শোষণ মুলক জাতি ভারতীয়দের। আশা করি জবাব পেয়েছেন।
২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
আমিতপু বলেছেন: আমি আপনার মতন এতোটা খুশি হতে পারলাম না!!!
-পুলিশ কি চোখের দেখা দেখে নাকি কনফার্ম হয়ে ফায়ার ওপেন করবে?
-বাংলাদেশের পুলিশ কতখানি দায়িত্ব নিয়ে কাজটা করবে?
-যদি সাধারন মানুষ মারা যায় তাহলে কি হবে? (আমাদের যে কপাল- হয় ছাগল দিবে বা দিবে লাখ খানেক টাকা)
আম্লিগ যে টাইপের দল, তারা ব্যাক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতে আপনার বা আমার গায়েও গুলি ছুড়তে পারে। তারপর ছদ্মবেশী শিবির বলে ঘোষণা দিয়ে দিবে।
এক বছর পর দেখা যাবে অই অফিসার রাষ্ট্রপতি পদক পাবে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এরকম অন্যায়েরও প্রতিবাদে আমিই আগে থাকব কথা দিলাম, যদি সত্যি সে শিবির কর্মী না হয় বা আন্দলন/মিছিল বা হামলায় জড়িত না থাকে তার এতটুকু ক্ষতি আমি চাইব না।
২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
ঘুড্ডির পাইলট বলেছেন: একটা বিষয় বুঝি না , জামাত কে কেন এখনও রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা হচ্ছে না ?
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কোটি টাকার এই প্রশ্ন আমারও।
২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: Good decision! First come self defence !
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক বলেছেন ভাই। এখন আত্নরক্ষার পথটি আর বন্ধ রইলনা।
২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
ইয়াংিক বলেছেন: জামাত ব্যান খাইলে আম্লীগের রাজনীতির কুটচাল বন্ধ হয়ে যাবে তাই.....@ ঘুড্ডির পাইলট। জামাত,শিবির কে ব্যান করা হোক
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওয়ামীলীগ এর ভোদাইপনা করবেনা আসা করি। ছাগুদেরকে নিষিদ্ধ করা হোক, ম্যা বড়ই অসহ্য।
২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
শার্লক বলেছেন: কারো নিরপত্তা কি ছিল আদৌ? অতীতে ছিল? আমি বলতে পারি এরশাদের সময়ও এতো খারাপ পরিস্থিতি ছিল না। বিগত ২২ বছরে যা অবনতি হইছে তার জন্য রাজনীতিবিদরাই দায়ী।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সম্পর্কহীন
২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
এমদাদুল কদির বলেছেন: @দিকভ্রান্ত*পথিক ভাই, একটু বুঝে শুনে কথা বলুন। শিবির এদেশে বেড়াতে আসেনি, ওপাড়েরও নয়। হুংকার দেয়ার সময় একটু ভবিষ্যৎ চিন্তা করে দেয়া উচিত। সময় আসলেই আর বেশি নেই! খুবই কম! খুবই! হুংকার দিয়ে জনগণকে আর দমানো যাবে না।
শিবির জয় বাংলা গাইতে শিখেছে, বুদ্ধি থাকলে এই একটি কথা বুঝাই যথেষ্ট।
ভাই, গালি দিতে পারলাম না,কেননা আমার এবং আপনার মাঝে এই জায়গায় বয়বদান। কিন্তু আমি আপনাদেরকে চিনি, সময়ে পাকিস্তানের পতাকা প্রীতি - সময়ে ভারতীয় পতাকা প্রীতি....!!!
ধন্যবাদ ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী না, আমাকে ঘোড়ার ডিম ছিনেছেন।
বাংলাদেশকে বুকে ধারন করি, যে দলের জন্ম জামায়াতে ইসলামি পাকিস্তান থেকে, সেই দল বাংলাদেশ তথা আমার শত্রু।
সময় কিসের শেষ? বিএনপি আসলে পিটাবেন? দেখব, কে কোথায়, দেখব.
ছাগুরা আজিবন ছাগু, ক্ষমতায় গেলে ছাগু গাধা হয়ে যাবেনা। আমার কলম কোনোদিনও ওদের বিরুদ্ধে থামবেনা।
সাহস থাকলে মোকাবেলা করেন, না থাকলে আপনাকে ভালই চিনছি, ছাগলের কলিজা।
২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
হুমায়ুন তোরাব বলেছেন: agami nirbachone bnp jitle chinta koiren leugue er polapan re direct fire ghosona hbe...
nisikonna jemn poti rate hat bodlai temni ei polish o poti 5bsRe hat bodlai.........
halum...halum...saira polisher mew mew kra drkar..
polisher dor amra jani...
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেন রে ছাগু, লীগ এর উপর গেলি কেন? আমি কি আওয়ামীলীগের কেনা সন্ত্রাসী?
লীগ পুলিশরে পিটাইল? নাকি ছাগুর বাচ্চারা?
ল্যাঞ্জা খুব সুন্দর দেহা যায়।
২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
রামিজের ডিপফ্রিজ বলেছেন: লেখক আমার কমেন্টটা পড়েননি নাকি পড়েও বোঝেননি নাকি বুঝেও না বোঝার ভান করছেন সেটা ঠিক বুঝতে পারলাম না।
আমি ভারতীয় এটা বলেছি কোন বাংলাদেশী বন্ধুকে অপমান করার জন্য নয়, বরং আমার যে আওয়ামী বিএনপি জামাত ইত্যাদি নিয়ে সরাসরি কোন স্বার্থ জড়িত নয় সেটা বোঝাতে।
আর আমার মূল পয়েন্টটা নিয়ে কোন কথাই বললেন না । আমি বলতে চেয়েছি যে যতক্ষণ না সরকার শিবিরকে ব্যান করে ততক্ষণ শ্যুট অ্যাট সাইটের আদেশ কোন দেশেই আইনত দেওয়া যায় না।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভারতীয় মানে ভারতীয়, পাকিস্তানি মানে পাকিস্তানি। এটা কোন বাংলাদেশির পরিচয় হতে পারেনা।
২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
এমদাদুল কদির বলেছেন: @দিকভ্রান্ত*পথিক ভাই, কোরানের ঘটনা টা মনে আছে, ফেরাউনের ঘটনা ।
ফেরাউন তার পুলিশ বাহীনিকে বলেছিলো যে তার সাম্রাজ্যে কোন পুত্রসন্তান জন্ম নেওয়া মাত্র তাকে যেন মেরে ফেলা হয়। .....
তার পরের ঘটনা তো সবাই জানি .....সো এত চিন্তিত বা বিচলিত হবার কোন কারন আছে কি ??
কোরানের ঘোষনা কি ভুলে গেলেন ??
"..পৃথিবীর সমগ্র জ্বীন এবং ইনসান একসাথে মিলেও কারো তার চেয়ে বিন্দু পরিমান ক্ষতি করতে পারবে না যা তার জন্য লিখে রাখা হয়েছে: আর না তার চেয়ে বিনদু পরিমান ভালো যা তার জন্য বরাদ্দ রাখা আছে....."[ ভাবানুবাদ]
কার গায়ে কে গুলি ঢুকাবে সেটা কি ডিএমপি কমিশনার লিখেন , নাকি উপর আসমানে তা আগেই লিখে রাখা আছে ??
সো .....তাওয়াক্কালতু আলাল্লাহ
ধন্যবাদ ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেটাই রগ কাটা বাহিনীর সদস্যরা সাহাবি মর্যাদা পেয়ে গেছে। আমার সৌভাগ্য ছুইদি কে এখন পর্যন্ত ছুপা নবী দাবি করেন নাই(নাউজুবিল্লাহ)
ইসলাম তো সব শিবিরের একার সম্পদ হয়ে গেছে, যেমতে ইচ্ছা তেমনে আর কি।
ধর্ম টানছেন কি মরছেন, সবথেকে খারাপ গালি খাবেন। এইসব শুয়রের বাচ্চা কোন নর্দমার কীট থেকে কম কিছু না,
তা নবি করিম আর কুরআন মাজিদ কি হামলা রক্তারক্তি আর আইনের লোকদের উপরে একযোগে হামলা করতে বলেছে?
ধরমান্ধ, ছাগু বিষয়গুলোর রোল মডেল করা সম্ভব আপনাদের মত চোখ থাকিতে কানা ব্যাক্তিদের দিয়ে।
৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
বাঁশ বাগান বলেছেন: গুলির আদেশ দিয়ে যদি সন্ত্রাশ দমন করা যায় তবে তাই হোক। তবে এই দেশের পুলিশকে এক কনাও বিশ্বাস নাই , লেখক তারা আপনাকেও বিনা কারনে গুলি করতে পারে। বল্গের "দিকভ্রান্ত*পথিক" পথিককে গুলি করার সময় আইডেন্টিটি চেক করবে না!
আর যারা পা/ফাকিস্তান নিয়ে তসফি গনেন তাদের বলছি। পা/ফাকিস্তান কে সেই ৭১ এই লাত্থি মেরে তাড়িয়েছি। ভৌগলিকভাবে বাংলাদেশ পা/ফাকিস্তান হওয়ার সম্ভবনা নাই।
যারা পা/ফাকিস্তান নিয়ে তসফি গনেন তাদের বলছি।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মানসিক পাকিস্তানি রয়ে গেছে, একাত্তুরের বেইমানের বংশধরেরা।
৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
রামিজের ডিপফ্রিজ বলেছেন:
কমেন্টের জায়গাটা কেন জানা আছে? পাঠক যুক্তি দেবেন পোস্টদাতা তার পাল্টা জবাব দেবেন এজন্য।
আমি কমেন্ট করছি "শিবিরকে সরকার ব্যান করেনি, অথচ পুলিশ দেখামাত্র গুলির নির্দেশ দিচ্ছে- এটা আইনসম্মত নয়"
আর পোস্টদাতা উত্তর দিচ্ছেন "ভারতীয় মানে ভারতীয়, পাকিস্তানি মানে পাকিস্তানি। এটা কোন বাংলাদেশির পরিচয় হতে পারেনা।"
পোস্টদাতা ভাই কি বাংলা পড়ে বুঝতে পারেন?
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রথম মন্তব্যের পরে আর জবাব দিবার প্রয়োজন বোধ করিনি। দেখা মাত্র গুলির কোন অফিশিয়াল নির্দেশ দেওয়া হয়নি, তবে অফেন্স ইজ দা বেস্ট ওয়ে টু দিফেন্স, আমি মনে করি হুমকিটি দেওয়াতে অন্তত মার খাওয়ার হাত থেকে পুলিশ বাঁচবে, এবং এটার দরকার আছে।
৩২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
রামিজের ডিপফ্রিজ বলেছেন: আমার সঙ্গে একমত না হলেও লেখক যে আমার কমেন্টের জবাব দিয়েছেন এজন্য ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্যরি, উদ্ধত হতে চাইনি, মুড ঠিক ছিলনা। আপনি জামায়তকে সমর্থন না করলে আপনাকে খারাপ ভাবার কোনই কারন নাই আমার। মনে নিবেন না।
ভাল থাকবেন।
৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬
মরু বালক বলেছেন:
.
আমার মন্তব্য ১২ নং, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে যে, আমার পূর্বে ১৯ জন কমেন্ট করেছে।
এটা কি সিস্টেমের ভুল ????
হতে পারে।
...................
আমার কথা বা আমাকে না বুঝতে পারার জন্য আমি চরমভাবে দুঃখিত।
অথবা আমার থেকে কোন কষ্ট বা রাগ থাকলে আপনি মাইন্ড না করে সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে কামনা করি।
প্লিজ .....
....................
আমার ব্যাপারে অন্য কোন দিন বলবো।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তখনও জবাব দেইনি, তাই সংখ্যাটি এলোমেলো লেগেছে।
জানাবেন।
৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩২
রাফা বলেছেন: কথা নয়, কাজেই এর প্রতিফলন দেখতে চাই।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
নাযীর আহমদ বলেছেন: পরিস্তিতি কি সামাল দিতে পারবো ? আমার মনে হয় পরিস্তিতি আরো খারাপ হবে ? কারণ যতদুর জানি এদের ও ওয়াল এ পিঠ ঠেকে গেছে ? আর ওরা মরার জন্য ডরায় না ?