![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলে কাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অর্ধদিবস হরতাল। আগেরবারের মতো এবারও জামায়াতের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলামের পক্ষে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ সাংবাদিকের বিষয়টি অবহিত করেন।
গত রোববার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, জনদুর্ভোগ লাঘব ও দলের আটক নেতাদের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। আজ বিকেলে বায়তুল মোকাররমের উত্তর সড়কে সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করে দলটি। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত তাদের সমাবেশ করার কোনো অনুমতি দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। তাই সমাবেশ করার অনুমতি না দেওয়া, সরকারের দমনপীড়নের প্রতিবাদ এবং জামায়াতের আটক নেতাদের মুক্তির দাবিতে এই হরতাল আহ্বান করা হয় বলে শফিকুল ইসলাম জানান।
"বুধবার জামায়াতের পূর্বনির্ধারিত একটি সমাবেশ ছিল। কিন্তু এই সমাবেশের অনুমতি না দিয়ে সরকার রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। যেহেতু জামায়াত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল হরতাল ডেকেছে। তাই জামায়াতের ডাকা হরতালে সমর্থন জানাচ্ছে বিএনপি।"
"যেখানে ইস্যু থেকে জামায়াত একচুল নড়েনি, বিএনপি বেমালুম মুখের কথায় ইস্যুই পরিবর্তন করে দিয়েছে। পালন করতে না দেওয়া হরতাল ছিল যুদ্ধপরাধীদের মুক্তির দাবিতে, তা করতে না দেওয়ায় যে হরতাল, তাতে বিএনপির সমর্থন। !!!! যাহা লাউ তাহা কদু মানে যেন কি!!!!!?"
# বুধবার রাজধানীতে দুটি গাড়িতে আগুন, দুটি গাড়ি ভাঙচুর ও এক পুলিশ সদস্যকে আহত করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় জামায়াত-শিবিরের ৩৮ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
# রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার অভিযোগে কাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অথচ অনুমতি পেয়েও চট্টগ্রামে আজ বুধবার কোনো সমাবেশ করেনি জামায়াত।
"কি বুঝলেন? টার্গেট করে করা হচ্ছে, শক্তি বুঝে..."
#
I) যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলে জামায়াত-শিবিরের রাজনীতির কবর রচিত হবে। আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হানিফ এ কথা বলেন। বিএনপির রাজনীতিও দুর্বল হয়ে যাবে। তাদের রাজনীতি করার কিছু থাকবে না। এ জন্যই বিএনপি যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে মাঠে নেমেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করাই তাদের লক্ষ্য। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘এখনো সময় আছে যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়ুন। যুদ্ধাপরাধীদের বিচারে সরকারকে সহায়তা করুন।’
II) স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘জামায়াত-শিবিরকে নিয়ন্ত্রণ করা আমাদের নৈতিক দায়িত্ব। এটা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।’জামায়াত-শিবির যাতে কোনোভাবেই নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রতিটি পাড়া ও মহল্লায় দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
III) আবুল মাল আব্দুল মুহিতও একই সুরে বলেছেন।
I REALLY DO HOPE THEY MEAN WHAT THEY SAY .....
# শতাধিক মানুষ আহত, অর্ধশত পুলিশ মারাত্নকভাবে আহত... শিক্ষার পরিবেশ চরমভাবে বিপর্যয়ের মুখে.... মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হচ্ছে ব্যাহত... জনমনে আতঙ্ক...
এমন একটি জঙ্গি-সন্ত্রাসী ও সাম্প্রদায়িক দল, যার অস্তিত্ব প্রতিমুহুর্তে আমাদের সংবিধানকে করছে কলুষিত, এরকম দেশ ও তার সার্বভৌম বিরোধী দলকে নিষিদ্ধ করা হোক। বন্ধ করে দেওয়া হোক তাদের সকল কার্যক্রম...... বাংলার মাটিতে জামায়াত শিবির চলবেনা, চলতে পারেনা.... অচিরেই নিষিদ্ধ করা হোক জামায়াতকে... আওয়ামিলীগ যদি নোংরা রাজনীতির পাকে পড়ে নিষিদ্ধ না করে, আওয়ামিলীগ কোনদিনও বাংলার মানুষের ক্ষমা পাবেনা...
দেশকে যুদ্ধের আবহে নিয়ে যাওয়া দল, এই দেশে থাকতে পারেনা, এরা দেশদ্রোহী.. এরা তাদেরই দোসর, যারা একাত্তুর চায়নি, বায়ান্ন চায়নি.. চায়নি মুজিব বেঁচে থাকুক... চায়নি বাংলা বেঁচে থাকুক, বাংলা ভালো থাকুক..... জামায়াত-শিবিরকে নিশ্চিন্হ দেখতে চাই...
প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে.... আমি যাবো... রাজাকারদের শেষ করতে.... তবু এই বাংলার মাটিকে একাত্তুরের কলংক বয়ে বেড়াতে দিবোনা...
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আজ থেকে যতদিন বিএনপি এই পাপমোচন না করছে, জাতীয়তাবাদও আমার কাছে ছাগুপনা ছাড়া আর কিচ্ছু না....... বিএনপির কি এমন বাড়ি ভিটা বন্ধক রাখা আছে যে এই আচরনটা করতেছে? দেশকে অরাজক পরিস্থিতির ভিতরে ফেলে দিচ্ছে ওরা। আওয়ামিলীগও দায় এড়াতে পারেনা... নিষিদ্ধ কেন ও কিভাবে? এখনই যুক্তি চাই, প্রয়োজনে আর্মি নামাব হবে!! এই দেশে জামায়াত শিবির নাম কোনো দল থাকতে পারেনা!!!! যুদ্ধপরাধীর কোনো রাজনৈতিক দল থাকতে পারেনা, যেটি নির্বাচনে অংশ নেয়}
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
সময়একাত্তর বলেছেন: '৭১ এ জামাতকে সমর্থন দেয়নি কেন বিএনপি? নাকি দিয়েছিলো?
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দল হিসেবে গড়ে উঠেছিল বিএনপির তথা জিয়াউর রহমানের ছত্র ছায়াতে... আর এখন আসছে গোলাপির আঁচল তলে... পরজীবী, কিন্তু ক্ষতিকারক এই কিট থেকে সমাজকে বাঁচাতে হবে.. বাঁচাতে হবে সার্বভৌমতা...একাত্তুরের অপরাধীর দল এই বাংলাদেশে না থাকতে পারে না রাজনীতি করতে পারে....
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
ইয়াংিক বলেছেন: link den?
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইটা নিউজ না, বলতে পারেন নিউজ বা তথ্যগুলা সংগ্রহ করে সাজায় লিখলাম
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: মেজাজ টা খুবই গরম আছে, পাইছে টা এরা? দেশ এদের ক্ষমতা দখলের রঙ্গমঞ্চ? আমরা অসহায় দর্শক!????????
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেটাই কথা!!!!!!!!!!!!!!!! মানা সম্ভব না এইসব!!!!!!
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: দেশকে যুদ্ধের আবহে নিয়ে যাওয়া দল, এই দেশে থাকতে পারেনা, এরা দেশদ্রোহী.. এরা তাদেরই দোসর, যারা একাত্তুর চায়নি, বায়ান্ন চায়নি.. চায়নি মুজিব বেঁচে থাকুক... চায়নি বাংলা বেঁচে থাকুক, বাংলা ভালো থাকুক..... জামায়াত-শিবিরকে নিশ্চিন্হ দেখতে চাই...
প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে.... আমি যাবো... রাজাকারদের শেষ করতে.... তবু এই বাংলার মাটিকে একাত্তুরের কলংক বয়ে বেড়াতে দিবোনা...
ঠিক বলছেন ভাই, দরকার হলে যাবো, তাও দেশকে এভাবে ধুঁকতে দেখতে পারিনা
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একদম ঠিক বলেছেন ব্রাদার!!!! মানা সম্ভব না এইসব!!!!!!
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
ইমোশন বলেছেন: পরজীবী জামাতের হরতালে বিএনপি সমর্থন দিবে ... এইটা আর নতুন কি !
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পুরাতুন হইলেও এবারের ইস্যুতে বিএনপির নগ্ন চেহারা বেরিয়ে গেছে!!!! দেশের ক্ষতি তো ভাই ঠিকই হচ্ছে, তাইনা
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
বিপদেআছি বলেছেন: বিএনপি অনেক আগেই জামাতের B team এ পরিনত হইছে , আপছোস , দেশের জন্য খারাপ, A লীগ যত খারাপই হোক, এর বিকল্প আপাতত নাই, কি যে হবে
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইটা তো ঠিক না, জনগনের হাত পা বেধে দেয়া হচ্ছে... হয় বিএনপি, নাহয় আওয়ামিলীগ, সেখানে আবার বিএনপি হাত মিলে রাখছে যুদ্ধপরাধীদের সাথে!! জাতি কি যাবে? এতে হচ্ছে যা, আওয়ামিলীগ খারাপ করলেও জনগণ বাধ্য হবে ভোট দিতে!! বিএনপির গাধার বাচ্চারা কি এইটা ভাবেনা???
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
অপরিচিত অতিথি বলেছেন: ki je hoitase. Oi jaroj guli hortal kore kivabe. Ogo re jekanei paibe sekanei gono dolai cholbe.
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একদম ঠিক কথা!!!!
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
ঘর জামাই বলেছেন: আর যাই হোক আম্লীগকে সমর্থন দেয়া উচিত নয় । আম্লীগ দেশটারে যা করলো না, দেশটারে শেষ কোপ আম্লীগ দিয়া গেল ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শুধুই উলটো কথা বলে যাওয়া।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
বাঁশ বাগান বলেছেন: চোরের স্বাক্ষী মাতাল।
হরতালের নিউজ সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার জন্য ধন্যবাদ। কনক্রীট নিউজটা আপনার কাছ থেকেই পেলাম।।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফাহীম দেওয়ান বলেছেন: পিয়াস করিমের মতো জ্ঞান পাপীরা এখনো বলবে যে জামাত-শিবির কে সভা, মিছিল করতে দেয়া হয়না। তাদের কাছে আমার প্রশ্ন -
=> জামাত-শিবির কি গজারীর লাঠি হাতে নিয়া শান্তি পূর্ণ মিছিল করতে বাইর হইছিলো ?
=> পুলিশ মেরে শক্তি দেখিয়ে কি প্রমান করতে চায় ?
=> ছাত্রলীগ কোপা কুপি করলে দোষ হয় (দোষের কাজ করলে তো বলবেই) আর এই জানোয়ার গুলি কি বিপ্লবী কাম করতাছে ?
=> আচমকা পথচারী আর নিরীহ জনগনের উপর আর যান বাহনের উপর হামলা করে জামাত-শিবির কি বোঝাচ্ছে , আম জনতা থেকে জামাত-শিবির নামক পশুরা বিচ্ছিন্ন, তাইতো ?
=> আচমকা পথচারী আর নিরীহ জনগনের উপর আর যান বাহনের উপর হামলা করে জামাত-শিবির কি বোঝাচ্ছে , আম-জনতা হইলো জামাত-শিবিরের শত্রু , এই কারনেই নিরীহ জনগনের উপর আর যান বাহনের উপর হামলা ??
------------------------------কঠিন একখান মন্তব্য ।
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
ঘুড্ডির পাইলট বলেছেন: জামাত হরতাল করনের সাহস পায় কেমনে ?
দেশের কিছু বোকা যুবসমাজকে ফুসলাইয়া ব্রেইনওয়াশ কইরা তারা শিবির বানায় ! তাদের রাজনিতি নিষিদ্ধ ঘোষনা করা হোক । তারা দেশকে ধংসের মুখে নিয়ে যাচ্ছে ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই, সত্য কথা বলেছেন।। এখন সময় এলো এদের চিনহ মিটানোর !
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
াহো বলেছেন:
plus
mobile
৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ
১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
সংকেত মাহমুদ বলেছেন: জামায়াত যেহেতু বৈধ রাজনৈতিক দল তাদের নিয়মতান্ত্রীক আন্দোলন করারও তাদের অধিকার রয়েছে।
কিন্তু তার অর্থ এই নয় যে বাংলাদেশের স্বাধীনতার শত্রু গনহত্যাকারী রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারের বিচার ভন্ডুল করতে রাজপথ কাপানোটা সেই অধিকারের কোন স্বদব্যবহার ।এখন যদি বিশ্বজিৎ হত্যাকারী ছাত্রলীগের ক্যাডার কারাগারে আটক নাহিদের বিচার ভন্ডুল করতে যদি কোন গোষ্ঠী রাজপথে ত্রাস সৃষ্টি করে, তবে সেটা কি গ্রহনযোগ্য হবে ??অবশ্যই নয় ।বাংলাদেশের স্বাধীনতার শত্রু গনহত্যাকারী রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারকে বাচাতে স্বাধীন বাংলাদেশের জন্মগ্রহনকারী সন্তান শিবির রাজপথে নামে কোন আক্কেলে ?? কোন আক্কেলে ??
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আক্কেল থাকলে তো আর দেশের খাইয়া দেশের বারোটা বাজাইতে নামত না।।
১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
সংকেত মাহমুদ বলেছেন: জামায়াত যেহেতু বৈধ রাজনৈতিক দল তাদের নিয়মতান্ত্রীক আন্দোলন করারও তাদের অধিকার রয়েছে।
কিন্তু তার অর্থ এই নয় যে বাংলাদেশের স্বাধীনতার শত্রু গনহত্যাকারী রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারের বিচার ভন্ডুল করতে রাজপথ কাপানোটা সেই অধিকারের কোন স্বদব্যবহার ।এখন যদি বিশ্বজিৎ হত্যাকারী ছাত্রলীগের ক্যাডার কারাগারে আটক নাহিদের বিচার ভন্ডুল করতে যদি কোন গোষ্ঠী রাজপথে ত্রাস সৃষ্টি করে, তবে সেটা কি গ্রহনযোগ্য হবে ??অবশ্যই নয় ।বাংলাদেশের স্বাধীনতার শত্রু গনহত্যাকারী রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারকে বাচাতে স্বাধীন বাংলাদেশের জন্মগ্রহনকারী সন্তান শিবির রাজপথে নামে কোন আক্কেলে ?? কোন আক্কেলে ??
রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারের বিচার ইস্যু নিয়ে মাঠে নামা একাত্তুরের রাজাকার জামাতের হরতালে একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের দল বিএনপি সমর্থন করে কোন আক্কেলে ??
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় হয়ে গেছে, এখন "অবৈধ" করতে হবে। এমন শন্ত্রাশবাদ মেনে নেওয়া যায়না
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
স্বপনবাজ বলেছেন: হায় বাংলাদেশ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
সীমান্ত উন্মাদ বলেছেন: বিএনপি রাজনৈতিক সার্থ চরিতার্থ এদের সাথে নিছে এখন এরা তাদের গলার কাঁটা তবু কাঁটার ব্যাথা কি এতই অসহ্য যে এমন ইশুতে দেওয়া হরতালে তাদের সমর্থন দিতে হবে ছিঃ ছিঃ।
আর সরকার এর উচিৎ এই দলটিকে বহিস্কার করা এবং প্রসিডেন্টসিয়াল ওর্ডার ইসু করে সর্বচ্চ ৩ মাস এর জন্য আর্মি ফিল্ডে এনে এদের খুঁজে বের করে ধরে ধরে মারা। আর যে সব বোকা যুব সমাজ কে তারা ব্রেইন ওয়াশ করাইয়া একাজ করাইতেছে তাদের মানুসিক চিকিৎসা করাইয়া ঠিক করা। আজ সলিড আর্মি এক্সিকিউশনে মগবাজারে হেগো গাড়ি পোড়ানো আর হামলা দেইখা মনে হইলো আমগো শুধু পুলিশ বাহীনির পক্ষে এগোরে ঠেকানো সম্ভব না।
জামাতী ছাগু নিপাত যাক।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এক্কেরে জায়গামত! কথা সঠিক বলছেন।
১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
মরু বালক বলেছেন: .
.
.
.
শেষ পর্যন্ত বিএনপির চেহারাও বেরিয়ে গেলো !! :পি
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ
১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছুপা ছাগু ওরফে বিএনপি রে নিয়ে আর পারা গেলো না। সেই জন্মলগ্ন থেকে লালন পালন করে চলছে। মেজাজটাই খারাপ। যুদ্ধাপরাধীদের বাচাতে কোনো হরতাল গ্রহনযোগ্য নয়। যারা সমর্থন করছে তারাও ছাগু।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিএনপি ইস্যুটা একবারও ভেবে দেখল না? এর থেকে নেক্কার জনক আর কিছু হতে পারেনা।
২০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯
ইলুসন বলেছেন: ভাইরে কি আর কমু! আমার পরিচিত অনেক ছাত্রদলের পোলাপাইন আছে যারা জামাত দেখতারে না কিন্তু খালেদা জিয়া অগো লগে জোট কইরা থুইছে। বুঝলাম না, সারাদিন নতুন প্রজন্ম নতুন প্রজন্ম করে কিন্তু তারা কি চায় সেটা খালেদা জিয়া বুঝে না। নির্লজ্জভাবে জামাত শিবিরের সাপোর্ট দিয়াই যাইতেছে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক কথা বলছেন, তবুও ইস্যু ভেবে দেখা উচিৎ ছিল। আমি নিরপেক্ষ দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি। কিন্তু কেমনে কি? বাংলাদেশ ও টার স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে কিছু করলে তো মানবনা!!
২১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
এস্কিমো বলেছেন: একটা কথা ভুলে যাবেন না - সাকা আর আলীম চৌধুরী কিন্তু বিএনপির নেতা। তাই উনারা সমর্থন দিলেও অবাক হবেননা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিএনপি ইস্যুটা একবারও ভেবে দেখল না? এর থেকে নেক্কার জনক আর কিছু হতে পারেনা।
২২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯
অচিন.... বলেছেন: জামাতের আজকের হরতালটাতো সমাবেশ না করতে দেওয়াতেই ডাকছে। বিএনপি সমর্থন দেওয়াতে তো দোষের কিছু দেখছিনা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি কি বুঝে কি বলছে? প্রথমত ওদের সমাবেশ করার জন্যে একটি অসম্ভব জায়গা বলা হয়েছে, বায়তুল মুকারম এর পাশে, রাজপথে, সেটা অনুমদন দেয়া সম্ভব ছিলনা। আর সেই সমাবেশ ছিল এই একই ইস্যু নিয়ে!!! যুদ্ধপরাধিদের বিচার! তাইলে কি দাড়ায়? যুদ্ধপরাধিদের বিচার বিএনপি চায়না,এ বং চায় তার প্রতিবাদ হোক। বেশী আর কথা না বাড়াই, বিএনপি হল ছুপা ছাগুর জাত। ইস্যু গুলা মনজগ দিয়া পড়েন।
শিবিরিয় কুত্তাদের মতে আজকের হরতালের দাবী সমূহঃ
১) বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধী দলের আটক সকল নেতা-কর্মীর মুক্তি,
২) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল,
৩) বিরোধীদলের উপর জুলুম-নির্যাতন বন্ধ,
৪) শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ ও শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ,
৫) শিবিরের আটক সকল নেতা কর্মীর মুক্তি,
৬। “শিবির কর্মীদের দেখামাত্র গুলি”- ডিএমপি কমিশনার বেনজির আহমেদের এই বক্তব্যের প্রতিবাদ ও
৬) জনদুর্ভোগ লাঘবের দাবী
(উল্লেখ্য, গতকাল দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশের অনুমতি চাইলে পুলিশ তা না দেয়ায় আজকের এ হরতাল কর্মসূচী দেয়া হয়)
২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
জাহিদুল হাসান বলেছেন: বায়তুল মোকারমমের উত্তর সাইডের রাস্তা হলো রাজপথ। এখানে সভাসমাবেশ এমনিতেই নিষিদ্ব। সেইখানে কেউই সমাবেশ করার দাবী করতে পারে না। সমাবেশ করার স্হান হলো পল্টন ময়দান। রাজপথে সমাবেশ করার দাবী করবে আবার প্রত্যাখাত হয়ে হরতাল করবে, জামাতীদের রাজনীতিই এটা। আবার কিছু কুলান্গার দল(বিএনপি) বৈধ দলকে অবৈধ স্হানে সভা করতে না দেওয়ার অজুহাতে হরতাল দেওয়াকে সমর্থন করে। আবার ব্রেইন ওয়াশড ছাগুগুলো ও বলে বৈধ দলকে সভা করতে দেওয়া উচিৎ।
জামাত শিবিরের জন্য কোন মানবতা, কোন বৈধতা নেই। সময় এসেছে এখন এই জন্জাল ব্লিচিং পাউডার দিয়ে সাফ করা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামাত শিবিরের জন্য কোন মানবতা, কোন বৈধতা নেই। সময় এসেছে এখন এই জন্জাল ব্লিচিং পাউডার দিয়ে সাফ করা।
খাঁটি কথা।
২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
জ্ঞাতিবৈর বলেছেন: আমার কেন জানি মনে হচ্ছে, বিএনপি কোন চাপের কারনে জামাতের এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমারও তাই মনে হয়, বিএনপির শেকড়ে টান পরছে নিশ্চয়ই।
২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
নিষ্পাপ কয়েদি বলেছেন: বিএনপি জামাতের চামচা। জামাত হাগু দিলে বিএনপি পুটু চাটে
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামায়াত শিবিরের বন্ধু মাত্রই দেশ ও আমার শত্রু
২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
টয় বয় বলেছেন: তোমার বিএনপি নিয়া এত চুলকানি কেন??
জামাতের সমর্থনে এই আম্লীগ ১৭৩ দিন হরতাল করছে বিএনপির বিরুদ্বে, তুমি তখন কই ছিলা?? তোমার বাপ-চাচারা সেই ইতিহাস তোমাকে বলে নাই?? যাও ভাল কইরা ইতিহাস পাঠ কইরা আসবা তারপর বিএনপি নিয়া সমালোচনা করবা|
যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের টেলিফোনে বলেন, বুধবার জামায়াতের পূর্বনির্ধারিত সমাবেশ ছিল। এর অনুমতি না দিয়ে সরকার রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। যেহেতু জামায়াত এই সিদ্ধান্তের বিরুদ্ধে হরতাল ডেকেছে, তাই বিএনপি এই হরতালে সর্বাত্মক সমর্থন জানাচ্ছে।
এইবার ক্লীয়ার বিএনপি কি কারনে জামাতের হরতালে সমর্থন দিছে? বিএনপি সিপিবি-বাসদের হরতালেও সমর্থন দিছিল, কেন দিছিল, সেইটা বুজার ক্ষমতা কি তোমার কখনো হইবো??
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামায়াত শিবিরের বন্ধু মাত্রই দেশ ও আমার শত্রু
প্রথমত ওদের সমাবেশ করার জন্যে একটি অসম্ভব জায়গা বলা হয়েছে, বায়তুল মুকারম এর পাশে, রাজপথে, সেটা অনুমদন দেয়া সম্ভব ছিলনা। আর সেই সমাবেশ ছিল এই একই ইস্যু নিয়ে!!! যুদ্ধপরাধিদের বিচার! তাইলে কি দাড়ায়? যুদ্ধপরাধিদের বিচার বিএনপি চায়না,এ বং চায় তার প্রতিবাদ হোক। বেশী আর কথা না বাড়াই, বিএনপি হল ছুপা ছাগুর জাত। ইস্যু গুলা মনজগ দিয়া পড়েন।
শিবিরিয় কুত্তাদের মতে আজকের হরতালের দাবী সমূহঃ
১) বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধী দলের আটক সকল নেতা-কর্মীর মুক্তি,
২) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল,
৩) বিরোধীদলের উপর জুলুম-নির্যাতন বন্ধ,
৪) শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ ও শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ,
৫) শিবিরের আটক সকল নেতা কর্মীর মুক্তি,
৬। “শিবির কর্মীদের দেখামাত্র গুলি”- ডিএমপি কমিশনার বেনজির আহমেদের এই বক্তব্যের প্রতিবাদ ও
৬) জনদুর্ভোগ লাঘবের দাবী
(উল্লেখ্য, গতকাল দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশের অনুমতি চাইলে পুলিশ তা না দেয়ায় আজকের এ হরতাল কর্মসূচী দেয়া হয়)
আন্দোলনের লক্ষ্য মাথায় ঢুকেছে? ওখানে মগজ নাকি গোবরের ডিব্বা??
২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
টয় বয় বলেছেন: ওরে আওয়ামী আবাল, বিএনপি আওয়ামী ব্যাংক লুটেরাদের শত্রু এইটাই স্বাভাবিক, আমি খুশি|
জামাতের সমর্থনে এই আম্লীগ ১৭৩ দিন হরতাল করছে বিএনপির বিরুদ্বে, তুমি তখন কই ছিলা?? তোমার বাপ-চাচারা সেই ইতিহাস তোমাকে বলে নাই?? যাও ভাল কইরা ইতিহাস পাঠ কইরা আসবা তারপর বিএনপি নিয়া সমালোচনা করবা|
২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
টয় বয় বলেছেন: ২) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল,
৩) বিরোধীদলের উপর জুলুম-নির্যাতন বন্ধ,
৪) শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ ও শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ,
উপড়ের তিন ইস্যুতে আম্লীগরে পিটিয়ে ভারত পাঠাতে যে পারবে আমি তাকেই সমর্থন দিব| তুমি যতই কান্দো লাভ নাই, কোলকাতার টিকিট কনফার্ম কইরা ফালাও|
২৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
শিবির গুলা তক্তা দিয়া মাইরা তক্তা করা হোক, তারপরে পাকিস্তানের "নেক" পথে রওয়ানা করিয়ে দেওয়া হোক। যুদ্ধাপরাধীদের পক্ষে ট্যা ফো করলেই মাইর
৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বয়স্ক মানুষটাকে ইটের আঘাতে মেরে ফেলল কুত্তার বাচ্চা শিবিরের পিকেটাররা।
৩১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছাগু পেজ ব্রেকিং এর অপপ্রচার, খবর নিশ্চিত করা হয়েছে যে মাথায় আঘাত পেয়ে লুটিয়ে পরার পড়ে হাস্পাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে। ছল চাতুরি থেকে সতর্ক থাকুন।
৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
বাঁশ বাগান বলেছেন: লেখক
২) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল,
৩) বিরোধীদলের উপর জুলুম-নির্যাতন বন্ধ,
৪) শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ ও শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ,
এই তিন ব্যাপারে আপনার মতামত কি? পাশ কাটাইয়েন না।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উত্তর দিচ্ছি, বাকি তিনটি বিষয়ে কিছু বলছেন না কেন? আপনার কি মনে হয়না বাকি তিনটির দোষে এই তিনটি দুষ্ট???
এই দেশে কি সামরিক আইন চলছে যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে? জবাব চাইব, বিএনপির অধিনে নির্বাচন করে কি আওয়ামীলীগ আসে নাই????
বিরোধী দলের উপর জুলুমে সমর্থন নাই, কিন্তু শিবির কি তুলনামুলকভাবে বেশী মারমুখী নয়? দাবিটি কতটা যৌক্তিক তাহলে?
এই প্রশ্নগুলর উত্তর সবাই জানে. আপনিও, কোন দল করেন তার উপরে নির্ভর করে আপনি বলতে চান বা বুঝতে চান কি না। আমি দল করিনা, তাই খারাপের সমালোচনা করতে জানি।
৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
বাঁশ বাগান বলেছেন: বাকি তিনটি বিষয়ে কিছু বলছেন না কেন?
১ ও ২ তাদের রাজনৈতিক দাবী, আমি তাদের দল করার উপর নির্ভর করে একমত/দ্বিমতের প্রশ্ন।
কিন্তু
৬। “শিবির কর্মীদের দেখামাত্র গুলি”- ডিএমপি কমিশনার বেনজির আহমেদের এই বক্তব্যের প্রতিবাদ ও
-মিস ইউজ হওয়ার সম্ভবনা বেশী,
৬) জনদুর্ভোগ লাঘবের দাবী- আপনি কি চান না
================
বিএনপির অধিনে নির্বাচন করে কি আওয়ামীলীগ আসে নাই???? কবে
- জোরে কইয়েন না ছাগল রাও হাসবো ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কোন দলকি এখন পর্যন্ত মানছে যে তত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ছিল? ফখরুদ্দিনের কথা বাদ দেন, সে স্পেশাল, ক্ষমতায় আসার পরেও আওয়ামীলীগ চাচ্চেনা তার কারন হল যাতে আবার ১/১১ না আসে। সহজ নিসাব।
৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
জ্ঞাতিবৈর বলেছেন: ১ কেজি দুধের মধ্যে ১০০ গ্রাম বিষ মিশিয়ে দিলে কোন মানুষ তা খাবে?? নিশ্চই না। তেমনি জামাতের ৬টা দাবীর মধ্যেই ১ম টাই বিষ। এর পরে কি তা গেলা ঠিক হবে?? হবে না।
দুঃখের বিষয় হল, বিএনপি তা খাচ্ছে। আমার মাঝে মাঝে মনে হয়, খালেদা নিজের বুদ্ধিতে চলছেন না, তিনি প্রভাবিত কিছু বিচ্ছিরি মানুষ দ্বারা। তাছাড়া এই রকম হবার কোন কারন দেখছিনা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই বিএনপির কথা বইলেন না, এই খানে দেখেন, কি পথে হাঁটছে ওরা, কত নোংরা ওদের রাজনীতি। Click This Link
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
লোনলিফাইটার বলেছেন: রাজাকার বাচানোর হরতালে বিএনপি সমর্থন দিছে।লেন্জা ইজ এথিং ডিফিকাল্ট টু হাইড।শেম শেম শেম