নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

জামায়াত!! শিবির!!কর্মসূচি বা আন্দলনের চিত্র যাই হোক, এই একটি দলের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই, থাকতে পারেনা। X(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

বগুড়ায় জামায়াতে ইসলামীর ডাকা হরতাল গোলযোগের মধ্য দিয়ে চলছে। হরতাল সমর্থনকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমার পাশাপাশি ইট ছুড়েছে। X(X(X(X(





কর্মসূচি বা আন্দলনের চিত্র যাই হোক, এই একটি দলের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই, থাকতে পারেনা।



যারা আজকে রাজধানীতে জামায়াতে ইসলামির বিক্ষোভ মিছিলের খোঁড়া উদাহরণ দিয়ে জামায়াতকে সাধু বোলার অপচেষ্টা করছিল, তাদের পরিচয় আমরা সবাই জানি। ঠিক যেমন জানি জামায়াত শিবিরের আসল চেহারা, সেই একাত্তুর থেকেই দলটি বিভিন্ন ভাবে, বিভিন্ন নামে অরাজকতা ও নাশকতা করেছে অ করে চলেছে। তাদেরকে একটি পুরদস্তুর জঙ্গি দল ও চরমপন্থি হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ করা মোটেই ভুল হবেনা বরং এমন না করাই দেশের জন্যে অমঙ্গলজনক পরিস্থিতি বয়ে নিয়ে আসবে এই বিষয়ে কোন সন্দেহ নাই। এমন দলের ছত্রছায়াতেই পূর্ববর্তী বিএনপির শাসনামলে বাংলা ভাই, সায়খ আব্দুর রহমান, হুজি সহ আরও নানা ধর্মভিত্তিক জঙ্গি দলের উত্থান ঘটে, আমরা দেখেইছি দেশ ঠিক কতটা সংকটের ভেতরে পড়ে গিয়েছিল বিএনপির যুদ্ধপরাধি প্রীতির ফলে। আর না, এদের প্রতিরোধ করে ও ধ্বংস করে দিয়েই এগিয়ে যেতে হবে সাম্প্রদায়িকতাহীন একটি সোনার বাংলাদেশের পথে। সাম্প্রদায়িকতা কোনোদিনও একটি জাতিকে "একত্র" হতে দেয়না, সাম্প্রতিক ইতিহাসে আম্রা দেখেছি সাম্প্রদায়িকতার হাতে যে দেশ পড়েছে, হয় আমেরিকা নয়তো নিজেরাই নিজেদের ধ্বংস করে দিয়েছে! ইরানও সেই পথেই হাঁটছে, আমাদের সময় হল, সচেতন হবার! প্রতিরোধ করবার!!!!!



এই দেশে জামায়াত শিবিরর রাজনীতি চলতে পারেনা, তাহলে বাংলাদেশকে স্বাধীন বলা বন্ধ করতে হবে!!!!!!! কারন ওরাই সাম্প্রদায়িকতার সেই শৃঙ্খল, সেই ধর্ম ব্যাবসায়ির দল যারা কোনোদিন এই দেশের মুক্তি চায়নি, চায়নি এই দেশের ভাল!

কোন মানবতা প্রযোজ্য নয় এদের তরে, এরা কিছু ব্রেইন ওয়াশড ধর্মন্ধ ছাড়া আর কিছুই নয়। ক্ষমতার লোভে ও তথাকথিত ধর্মের আরালে যারা ভাল খারাপের পার্থক্য করতে ভুলে গেছে, রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা।




নেশাগ্রস্ত কিছু লুন্যাটিক যাদেরকে খুব ভালভাবে ধর্মের পুড়িয়া দিয়া করা হয়েছে আচ্ছন্ন, কিন্তু আদতে করছে তারা ক্ষমতার তাবেদারি! যেকোনো মুল্যে তাদেরকে হটিয়ে দিতেই হবে। X(X((





সহিংস জামায়াত শিবিরঃ খবর-



শনিবার সকাল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছে, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়াও।



যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং আটক নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবারের হরতালে তিনজন নিহতের প্রতিবাদে জেলাব্যাপী এই হরতাল ডাকা হয়।



শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শিলিংপুর এলাকায় পুলিশের একটি পিকআপভ্যান লক্ষ্য করে হাতবোমা ছোড়ে পিকেটাররা।



সদর থানা ওসি সৈয়দ শহীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল সমর্থনকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমার পাশাপাশি ইট ছুড়েছে।



বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া নামক স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।



নাশকতা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান ওসি। এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।



এছাড়া শেরপুর উপজেলার শিরুয়া বটতলায় পাঁচটি গাড়ি ভাংচুর করা হয় বলে স্থানীয় সাংবাদিকরা জানান।



হরতালে দূরপাল্লার কোনো বাস চলছে না। কিছু রিকশা ছাড়া শহরে যানবাহনও চলছে না।



বিভিন্ন বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও যানবাহনের অভাব মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।



__________________________________________________



জামায়াত শিবির বাংলা ছাড়, নয়তো পৃথিবী ছাড়তে হইতে পারে। X((

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

এম.ডি জামান বলেছেন: এই দেশের ভালো কোন রাজনৈতিক দল চায়? একটু দয়া করে বলবেন কি?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ্যাঁ, এই কথার সাথে আমি একমত। কিন্তু খারাপ করা, আর দেশ না চাওয়া কি এক কথা? জামায়াত হল তাদের দোসর যারা বাংলাদেশ চায়নি। আজও দেশের ক্ষতি করতে বিএনপিকে ব্যাবহার করছে এবং দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে।

সাম্প্রদায়িকতা এড়াতে দেশ ভাগ হয়, মুক্তিযুদ্ধ হয়, এখন সেই সাম্প্রদায়িকতার ভুল চেপে বসলে তো মানা হবেনা!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

রিওমারে বলেছেন: জামাতের হাতে প্রচুর টাকা ।তাদের এই টাকার উৎস কি ? সরকারের সেটা তদন্ত করে দেখা উচিত। আমার মনে হয় বাংলাদেশের সকল জাল টাকার সরবরাহ কারী এই জামাত ইসলাম। জামাত মুখে ভাল কথা বললেও ভিতরে এরা চরম দুস্কিতি কারী।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভিতরে বাইরে সবদিকেই ঝামেলা আছে। সরকার সঠিক কাজটি করছেনা। এটাই বিষয়।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

অণুষ বলেছেন: জামাতের প্রতিপক্ষ পুলিশ না সরকার ওইটাই বুঝতেসিনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

অণুষ বলেছেন: জামাতের প্রতিপক্ষ পুলিশ না সরকার ওইটাই বুঝতেসিনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দ্বিতীয় প্রতিপক্ষ বাংলাদেশ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

নিয়েল ( হিমু ) বলেছেন: সহমত ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী ভাই, মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

জানকিরান বলেছেন: এই সহজ কথাটিই ত খালেদা বুজে না। অথচ গিয় টাইমস ম্যাগজিনে ইংরাজিতে কলাম লেখে। :((:((:((

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিএনপি কি বুঝে কি করছে তারাই ভাল জানে, জামায়াতের সাথে থাকলে নির্ঘাত হারবে এতে কোন সন্দেহ নাই। হয় ভেতরে কোন ঘটনা বা দায়বদ্ধতা আছে, নাইলে এই ভয় যে যে আবর্জনা ওরা বুকে নিয়ে রাখছে ফেলে দিলে না আওয়ামীলীগ তুলে নেয়! হিসেব তো সেম, এই ঘটনা হলে জনগনই আওয়ামীলীগ দমন করবে! তাইলে?

আর গোলাপি আপা? উনার মস্তিষ্ক পরিক্কার দরকার আছে, ভেতরে কতটুকু বা আদৌ আছে কিনা পরীক্ষা দরকার।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

স্বপনবাজ বলেছেন: যারা বাংলাদেশ চায়নি , বাংলাদেশ নিয়ে তাদের মাথাব্যাথার দরকার নাই তো ! পোষ্টে +++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিকই বলেছেন ভাইয়া।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

টিনের চশমা বলেছেন: ধর্মের অসৎ ব্যবহারকারী এসব মৌলবাদীদের এখনই রুখে দিতে হবে, নাইলে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আসল কথা হল এটাই!!! অনেক ধন্যবাদ আসল কথা এক বাক্যে বলে দিলেন।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

কিমা বলেছেন:
এবস্ট্রাক্টলি দেখলে তাহারা একটা পলিটিকেল পার্টি, তাদের সমাবেশ করার রাইট সংবিধানেই আছে।
তবে এইদেশে মূল সংবিধান হইলো শক্তের ভক্ত, নরমের যম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, কিন্তু হিসেব করে যেটা বুঝি, এই দেশে জামায়াতে ইসলামি পাকিস্তান এর কোন শাখা থাকতে পারেনা, অচিরেই বন্ধ হউক, না হওয়া পর্যন্ত বিরোধিতা চলছে চলবে, কোন আন্দোলন মেনে নেওয়া হবেনা, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দেক, মানুষের উপরে হামলা না দিলে আমার কিছু বলার নাই, কিন্তু পাকিস্তানি আদর্শে যারা উজ্জীবিত তাদের বাংলার জারজ ছাড়া আর কিছু বলার নাই, তাই তাদের অধিকার পুছিনা।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন:
জামাত কে কেন নিষিদ্ধ ঘোষনা করা হচ্ছে না ?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিষিদ্ধ না করলে হাস্না আর খালদা দুইটাই খাবে, সময়মত। দেইখেন আজ বলে রাখলাম।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

ফজল মাহমুদ বলেছেন: জামায়াত হল তাদের দোসর যারা বাংলাদেশ চায়নি। -আপনার কাছে কি প্রমান আছে? ইস্কাইপি? আবার ঘুরে আসেন-http://www.somewhereinblog.net/blog/Fazal80/29759099
তাদের এই টাকার উৎস কি ?-মনে হয় হলমার্ক কেলেঙ্কারীর টাকা! দুদকের কাছে তথ্যটা জানিয়ে দেন প্লিজ।
জামাতের প্রতিপক্ষ পুলিশ না সরকার ওইটাই বুঝতেসিনা। -যারা বংলাদেশকে মায়ের মত নয় বরং প্রেমিকার মত ভালোবাসে।
ধর্মের অসৎ ব্যবহারকারী এসব মৌলবাদীদের এখনই রুখে দিতে হবে, নাইলে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে । -তাহলে তো আর হাফপ্যান্ট পরতে পারবা না।
জামাত কে কেন নিষিদ্ধ ঘোষনা করা হচ্ছে না ? -তাহলে তো ব্লগারেরা দিকভ্রান্ত পথিকদের মত ব্লগ লিখতে পারবে না।

০১. বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের আর্থনৈতিক উন্নয়ন, মানব সেবা ও চিকিৎসার উন্নয়নে ০২. যে ভূমিকা রেখেছে তা আর কোনো রাজনৈতি সংগঠন করতে পেরেছে কি?
০৩. যারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অগ্রনী ভূমিকা রেখেছে তাদের কি বলা যায়?
০৪. দেশ গঠনে বর্তমান মন্ত্রীপরিশদ সদশ্যদ্বয়ের এ ধরণের কোন অবদান আছে কি?
০৫. আপনার মনে প্রশ্ন কি জাগে না যে, যারা হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছে সে কিভাবে স্বাধীনতার পরপরই উপরোক্ত মানবসেবা ধর্মী প্রতিষ্ঠান সমূহ প্রতিষ্ঠা করে? আর যারা স্বাধীনতার পক্ষে ছিল তারা কিভাবে এখনও গুম, হত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের অপকর্ম অবলিলাই করে যায়?

আসলে সয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আসুন আমরা শয়তানের মোকাবেলায় আল-কোরআন ও রাসুল(সাঃ) এর সহীহ হাদীসকে আকড়ে ধরি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাগলের প্রলাপের প্রতিটির পয়েন্ট ধরে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া আমার পক্ষে কিছু না। তবে তোমাদের যদি বলি ওই যে পশ্চিমে দেখা যায় তোমাদের কুকীর্তি, তোমরা দেখতেই থাকবা পুরবে আর বলবা কই আমরা তো কিছু করিনাই!
সে কারনে তোমাদের নাম বদলায় রাখছি, ঝামাতে পিছালামি ফাকিস্তান।
ল্যাঞ্জার দল, বাদ দেও, তোমাদের সাথে বাংলায় কথা বলতে লজ্জা হয়, তোমরা তো এই ভাষাও চাওনাই, উর্দুতে বকো গিয়া।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

মাহির কাবির বলেছেন: this is politics.
jamayat is lenja..
n amleuge bnp holo sei lenja chosa public...

lenja is difficult to hide and it also hard to cut this lenja...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নোংরা এবং ক্ষতিকর।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: সামুর নয়া আমদানী, ফজল ছাগু।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দমকল৮৬ হের ব্লগ আর কমেন্ট দেখছেন নাকি? ডাইহার্ড ছাগু, একটু আগে খুব গালাগালাই মারাইতেছিল, এখন ভয়ে পুষ্ট সহ বাথ্রুমে পালাইছে। =p~ =p~ =p~ =p~ =p~ :-P :-P

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

জানকিরান বলেছেন: @ ফজল মাহমুদ

খানকির পোলা তুই আগে প্রামন কর তর আব্বা কে??? তোর মা যে নিজামী ও গোলাম আজমের রক্ষিতা না তার কি কোন প্রমান আছে তোর কাছে??

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাংলাদেশে বসবাসরত পাকিস্তানিদের সাথে কথা বলতে লজ্জা পাই।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

রাফা বলেছেন: সেটাই ।

সহমত।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ রাফা ভাই।।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

আল মতিন বলেছেন: মুখে গালি আর হাতে গুলি ওটাই তাদের প্রধান অস্ত্র। কারণ এছাড়া যে তাদের আর কিছু বলা বা করার নাই। শয়তানি যত প্রকার আছে ওটাই তাদের ভাল লাগে। সে জন্য দুঃখ কইরেন না ফজল ব্র। আদর্শবাদীরাই জয়ী হবে, ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.