নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্যঃ ছুঁয়ে দেখবো তোমায়

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫

"অনুকাব্যঃ ছুঁয়ে দেখব তোমায়।"



।।১।।



ও মেয়ে তোমার

অধর বড়ই মিঠা,

শীতের ভোরে

যেন ভাপা পিঠা!

দিলেই নাহয়

একটু খানি ছোঁয়া,

তেষ্টায় মরি

হোকনা দোষী হওয়া!



।।২।।



তোমায় দেখে

কথা সারেনা মুখে,

দুরু দুরু

করতে থাকে বুকে!

বুকের ব্যাথায়

মরছি দেখ আমি,

ভালবাসা

ছুঁয়ে দেখ তুমি!



।।৩।।



জানো না এযে

ভালবাসার ক্ষণ,

করলাম নাহয়

একটু আলিঙ্গন?

রাগ কোরোনা

গাল কোরোনা লাল!

লাল গালে আমি

মরেছি চিরকাল!



।।৪।।



ও শরীরের

উত্তাপ বড় নরম,

শীতল হব

করব তারে পরম।

যতই সরাও

হাতটি সরাবোনা,

দেখব ছুঁয়ে

মিষ্ট নাকি নোনা!




।।৫।।



মেয়ে হেসোনা

হাসি বড়ই মিষ্টি,

আমার করতে

ইচ্ছে হয় সে সৃষ্টি।

তোমার ঠোঁট-চুল-মুখ

তোমার মিষ্টি হাসি,

জানোনা তুমি

কতটা ভালবাসি!










_____________________________________________________

উৎসর্গঃ বিছানাকে (ট্যাগ দ্রষ্টব্য) :!>



আর ছবি? ইন্টারনেট!!

মন্তব্য ১০১ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

লোনলিফাইটার বলেছেন: ;) B-)) :Pমেয়েটা কেটা? B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মেয়েটা তো মানে, ইয়ে লজ্জা দেন কেন?? :#> :!> :#> :!>

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: :!> :!> :!> B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ভাই :P

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১

নিয়েল ( হিমু ) বলেছেন: :P :P :P :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেউ দেখি কথা কয়না, সবাই কি লজ্জার ভিতরে পড়ল নাকি?? =p~ =p~

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রতম ফটুটা কার ?



ব্লগ কলাম আইজকা অনেক গড়ম আচে , কয়েকজুন ব্যান খাইচে ।

B-))

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্ট ও গরম রাখলাম, গরমে গরমে ঠাণ্ডা। =p~ :P

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

বনলতা মুনিয়া বলেছেন: থাক আর কিছু কইলাম না :!> :!> :!> :!> :!> :#> :#> :#>

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লাল গাল বিষয়ে কবি বলেছেন .............

থাক, আমিও কইলাম না, মাইর খাইতে পছন্দ করিনাকো :P :P :P

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: ঘুমাইতে যাচ্ছিলাম, এইটা কি ঠিক করলেন মিয়া ভাই?? =p~ =p~ =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ :P B-) ;)

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

নাইট রিডার বলেছেন: আইজ কিন্তু একজনের পোষ্ট মডুরা মুইচ্ছা দিছে, লুলায়িত পোষ্টের আহবান করছিল :P :P :P , আপনি আবার কিঞ্চিত ১৮+ দিলেন, তয় অনুকাব্য জটিল হইছে, দেখা যাক কতক্ষণ টিকে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভয় দেখালে ভুই পাই, আমি ভালু পুলা তো! বুঝব না বলেন?

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

রাইসুল সাগর বলেছেন: জটিল অনূকাব্য।+
তয় একখান কতা ।আইজ আমার শইডা ভালা না। চিন্তাভাবনা এলোমেলো নাইলে আফনের লগে মিলাইয়া আমি কিছু একটা লিখাতাম।

কাব্য ভালা হইছে পিলাচ। ও ভালা কতা আইজা কিন্তুক পরিস্থিতি খারাপ। অতএব সাধু সাবধান ;) ;) ;) :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা অনেক অনেক ধন্যবাদ ভাইজান, দোর দেখাইয়েন না কো, আমি ভুই পাই।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

মাহমুদ০০৭ বলেছেন: অই মিয়াহ এই সব কি লিখেন ? দিমু নি ব্যান কইরা ? গর.।.।.।.।.।.।.।।। X( X( X(
লেহাডা ভালা পাইলাম
কবিরে সেলাম ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভছ, আমি কি অলরেডি ব্যান খাইছি?????????

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

মাক্স বলেছেন: :P:P:P:P:P:P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হাহাহা ধন্যবাদ ভাইয়া। =p~

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

রুদ্র মানব বলেছেন: ঝাকানাকা হইছে B-) B-) B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হাহাহাহা অনেক ধন্যবাদ রুদ্র ভাই। :P =p~

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

শিশেন সাগর বলেছেন: বড়োই সৌন্দর্য ।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~ :P

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

স্বপনবাজ বলেছেন: ছবিকটা মনে ধরছে ! B:-) B:-) B:-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আহ হা দাদা =p~ =p~ =p~ =p~

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

রাফা বলেছেন: মিস্টিও না নোনাও না।

ঝাল শুধুই ঝাল।

ভালো হইছে অনু-কোবতে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেমতে কি ভাই ভয় দেখান কেন??? :-&

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩

নরকের রাজপুত্তর বলেছেন: সবই মিষ্টি !!
নোনতা কিছু নাই ?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: গবেষণা চালিয়ে যেতে হবে।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭

আমিই মিসিরআলি বলেছেন: ভাই, ৫ নাম্বারে বাচ্চা মাইয়ার ছবি দিলেন কেন ?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাঠক যাতে খারাপ কিছু মনে না করেন এবং হাসির ইনোসেন্স ও কিউটনেসের জন্যেই দিয়েছি ভাই।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

সিডির দোকান বলেছেন: ভাই এই নগণ্য ব্লগার এক্কান অনু কোবতে লিখেছে, যদি একটু পড়ে দেখতেন-

ওহ্ ঠাপিয়ে
ওহ্ কাঁপিয়ে
ওহ্ নড়লো রে..
ওহ্ সে চড়লো রে..

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইটা ১৮+ ছিল ভাই, ২৫+ না :-P :-P :-P

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আপনেতো মিয়া পুরাই ভচ। প্রতিবাদি পোস্ট, গল্প, প্রবন্ধ, কবিতা..........আর এখন অনুকাব্য!!!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সোহরাওয়ারদী শুভ মানের অল রাউনডার হলে যা হয় আর কি! =p~

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

নাযীর আহমদ বলেছেন: B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ নাযীর আহমদ ভাই!

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

সিয়ন খান বলেছেন: ++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সিয়ন খান।

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হাসতেই আছি, খালি হাসতেই আছি =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: Good to see you, better seeing you smiling =p~ =p~

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

সালমাহ্যাপী বলেছেন: আহা আহা আহা !!!!!!!!!!!!


হাউ লুমান্টিক :P :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মন্তব্যে লুলাইত থুক্কু পুলকিত হইলাম!!

থেঙ্কু থেঙ্কু =p~ =p~ =p~

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

জাকারিয়া মুবিন বলেছেন: দুষ্টু কবিতা। :P :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাঙ্কু সো মাচ ভাইয়া, কবিতা না খালি, ছেলেটাও দুষ্টু মিষ্ট :P :P :P :P

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

আমিভূত বলেছেন: B:-) :|| :P B:-/ =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনিভুত কেমন আছেন? ভাল লাগেনি বুঝি? কথা নাই কেন???

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

লিঙ্কনহুসাইন বলেছেন: এইডা কি কবিতা না লুবিতা =p~ =p~ =p~ =p~ চর্ম বস

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইতা ভাইজান লুলবিতা!!!! হা হা হা হা

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

একজন আরমান বলেছেন:
ভালু পুলা কাব্য ভালু হইছে।

কিন্তু আমার কাছে যেইটা কমলার কোয়া আপনার কাছে সেইটা ভাপা পিঠা। ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সব হল আবহাওয়ার দোষ, শীতকালে একটু উষ্ণতার জন্যে ভাপা পিঠার কাছে আশ্রয় নেওয়া। উত্তাপ উত্তাপ উত্তাপ এর জন্যে :P

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

আমি ইহতিব বলেছেন: ভালু পুলার অনুকাব্য পইড়া ডরাইছি :-*

:-B :-B :-B

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালু পুলা বড়ই নির্বিষ প্রকৃতির, ডরাইয়েন নাকো!!!

আপ্নেও আমার দুঃখটা বুঝলেন না, কানতে ছাই!

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

ফালতু বালক বলেছেন: অশ্লীল অশ্লীল হে হে।
মজা পাইলাম পথিক ভাই।
+++++
শুভ কামনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থেঙ্কু থেঙ্কু থেঙ্কু ভাই, আপনার লেখা পড়েও ভাল লেছে সত্যি।

"দুষ্টুমি মানেই অশ্লিলতা নয়"_মনিষী কয়নাইক্কা, আমি কইলাম =p~ =p~

২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এক্কেরে রুমান্টিক হৈছে। :P :P ;)
পিলাচ++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ আপনাকে, মন্তব্যের জন্যে সম্ভবত আমার ব্লগে আপনার প্রথম, অনেক ধন্যবাদ।

৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

গ্রাম্যবালিকা বলেছেন: বাব্বাহ! সিরিয়াস লেখকও রোমান্টিক হয়ে গেছে! কাল রাতে চমৎকার সব পোষ্ট এসেছে দেখি! ভালোই! :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সিরিয়াস লেখক? ও মাই! গশ! কি বলছেন কি গো!! উড়ে যাচ্ছি কিন্তু, ধরেন ধরেন =p~ =p~ :P :P


এতো প্রসংশা করলেন থেঙ্কু না দিয়া কি আর পারা যায় বলে দেখি!

৩১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

আমিনুর রহমান বলেছেন: ছেলের তো বিয়ের বয়স হয়ে গেছে দেখছি ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইবার সত্যি সত্যি মেলা লজ্জা পাইলাম ভাইয়া,

মেয়ে দেখতে পারেন, ছেলের কুনো আপত্তি নাই

হা হা হা হা

৩২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

অনীনদিতা বলেছেন: বাপরে B:-) B:-)
হাসিতো আর থামেনা :P :P :!> :#>

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যাক লেখাটি কারো তো অন্তত কাজে লাগছে, হাঁসতেই থাকুন, আপনার জন্যে এই কামনা সবসময়য়।

৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

প্রিন্স হেক্টর বলেছেন: আহহহ হা রেএএএ :-< :-< :-< |-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: চিন্তা কইরেন না, দিন সবারই আসে। :(( :(( :((

৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ইখতামিন বলেছেন: ;) B-)) B-)) :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ হবুমোডু ভাই!! ;) ;) ;)

৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে।

লুলীয় ভালবাসা,
লুলীয় ভালবাসা এভরিহোয়্যার।


১ নম্বর ছবিটা মারাত্মক ||

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা।

কি আর করব কোন, হৃদয়ে রক্তক্ষরণ এভ্রিডে!!! ;) ;) ;)

৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ইন্সিত বলেছেন: বডই রুমান্টিকত অনুভূত হইল..........

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইযান!! অনুভব করতে থাকেন।

৩৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

পলক শাহরিয়ার বলেছেন: বেশ রোমান্টিক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যেঙ্কু ভাইসাব!!!

৩৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

তাসজিদ বলেছেন: লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লুলাইত ধইন্যা!!

৩৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

একজন আরমান বলেছেন:
ভাপা পিঠা আমারও পছন্দ।
কিন্তু... ... ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার আবার "ভাপটা..........."

আপনে লুলগুরুদের একজন, সবই বুঝেন ভাই =p~ =p~ =p~ :P :P :P

৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

তাসজিদ বলেছেন: just kidding.

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মিটু ভাই!!!

৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

নিশ্চুপ শরিফ বলেছেন: মিয়া আপনি তো পোষ্ট দিয়ে ফাটায় ফেলতেছেন। ৩ মাসে ১৬০+ পোষ্ট। কয়দিন পড়ে মডু কৌশিকরেও হারাইয়া দিবেন। ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবই আপনাদের দোয়া!! =p~ =p~

৪২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: আসলেই শেষরাতের কবিতা! বিছানাকে উৎসর্গ আপনিই প্রথম করলেন। শেষরাতের কবিতার উৎসর্গ এমনই হওয়া উচিৎ। B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনে ভুল বুঝলেন কো! আমি ভালু পুলা, ঘুমাইতে জাইতে আছিলাম তো তাই! =p~ =p~ =p~ =p~ :P :P :P

৪৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

অস্থির ভদ্রলোক বলেছেন: পুরাই অস্থির

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উখে! অস্থির থেঙ্কু তাইলে!

৪৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

নেংটি ইদুর বলেছেন: প্রথম ছবিটা দেখলে যে কারো লুলানুভূতি জেগে উঠতে বাধ্য :!> কোবতে টেস হইছে। পেলাচ :) :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পরথম কিন্তু আমার, খিয়াল কইরা =p~ =p~ =p~ =p~ :P :P

৪৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

কয়েস সামী বলেছেন: মজার!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকে!!!!

৪৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

একজন আরমান বলেছেন:
কি যে বলেন না ভাই !
শুধু শুধু লজ্জায় ফেলে দেন। :!> :#> ;) ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরে আরে আরে, আরমান ভাই লজ্জা পায় কেন? রেকর্ড ব্রেকিং ঘটনা ইন মাই বলগ!!! হা হা হা হা হা =p~ =p~ =p~ =p~ :-B B:-/

৪৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

ল্যাটিচুড বলেছেন: জটিল অনু কাব্য । ভালোলাগা জানিয়ে গেলাম .......।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থেঙ্কু জানাই ভাইয়া, ভাল থাকবেন

৪৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

সপ্নাতুর আহসান বলেছেন: ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ নেন ভাইটি!!

৪৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

htusar বলেছেন: নরম-গরম মিশিয়ে চরম লাগলো ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক থ্যাঙ্কস!!!

৫০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১

জাওয়াদ তাহমিদ বলেছেন: আমার করতে
ইচ্ছে হয় সে সৃষ্টি।[/si


খাইসে রে !!!! :-B :-B

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~

বারে! ইচ্ছা করবেনা বুঝি!!!! সময় এখন. ডট ডট ডট

৫১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৭

স্বাধীন কিবোর্ড বলেছেন: চটী চটী ভাব............।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.