| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"অনুকাব্যঃ ছুঁয়ে দেখব তোমায়।"
।।১।।
![]()
ও মেয়ে তোমার
অধর বড়ই মিঠা,
শীতের ভোরে
যেন ভাপা পিঠা!
দিলেই নাহয়
একটু খানি ছোঁয়া,
তেষ্টায় মরি
হোকনা দোষী হওয়া!
।।২।।
![]()
তোমায় দেখে
কথা সারেনা মুখে,
দুরু দুরু
করতে থাকে বুকে!
বুকের ব্যাথায়
মরছি দেখ আমি,
ভালবাসা
ছুঁয়ে দেখ তুমি!
।।৩।।
![]()
জানো না এযে
ভালবাসার ক্ষণ,
করলাম নাহয়
একটু আলিঙ্গন?
রাগ কোরোনা
গাল কোরোনা লাল!
লাল গালে আমি
মরেছি চিরকাল!
।।৪।।
![]()
ও শরীরের
উত্তাপ বড় নরম,
শীতল হব
করব তারে পরম।
যতই সরাও
হাতটি সরাবোনা,
দেখব ছুঁয়ে
মিষ্ট নাকি নোনা!
।।৫।।
![]()
মেয়ে হেসোনা
হাসি বড়ই মিষ্টি,
আমার করতে
ইচ্ছে হয় সে সৃষ্টি।
তোমার ঠোঁট-চুল-মুখ
তোমার মিষ্টি হাসি,
জানোনা তুমি
কতটা ভালবাসি!
![]()
_____________________________________________________
উৎসর্গঃ বিছানাকে (ট্যাগ দ্রষ্টব্য) :!>
আর ছবি? ইন্টারনেট!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মেয়েটা তো মানে, ইয়ে লজ্জা দেন কেন?? :#> :!> :#> :!>
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: :!> :!> :!>
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ভাই
৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১
নিয়েল ( হিমু ) বলেছেন:
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেউ দেখি কথা কয়না, সবাই কি লজ্জার ভিতরে পড়ল নাকি??
৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২
ঘুড্ডির পাইলট বলেছেন: প্রতম ফটুটা কার ?
ব্লগ কলাম আইজকা অনেক গড়ম আচে , কয়েকজুন ব্যান খাইচে ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্ট ও গরম রাখলাম, গরমে গরমে ঠাণ্ডা।
৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
বনলতা মুনিয়া বলেছেন: থাক আর কিছু কইলাম না :!> :!> :!> :!> :!> :#> :#> :#>
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লাল গাল বিষয়ে কবি বলেছেন .............
থাক, আমিও কইলাম না, মাইর খাইতে পছন্দ করিনাকো
৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: ঘুমাইতে যাচ্ছিলাম, এইটা কি ঠিক করলেন মিয়া ভাই??
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৭|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
নাইট রিডার বলেছেন: আইজ কিন্তু একজনের পোষ্ট মডুরা মুইচ্ছা দিছে, লুলায়িত পোষ্টের আহবান করছিল
, আপনি আবার কিঞ্চিত ১৮+ দিলেন, তয় অনুকাব্য জটিল হইছে, দেখা যাক কতক্ষণ টিকে?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভয় দেখালে ভুই পাই, আমি ভালু পুলা তো! বুঝব না বলেন?
৮|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২
রাইসুল সাগর বলেছেন: জটিল অনূকাব্য।+
তয় একখান কতা ।আইজ আমার শইডা ভালা না। চিন্তাভাবনা এলোমেলো নাইলে আফনের লগে মিলাইয়া আমি কিছু একটা লিখাতাম।
কাব্য ভালা হইছে পিলাচ। ও ভালা কতা আইজা কিন্তুক পরিস্থিতি খারাপ। অতএব সাধু সাবধান
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা অনেক অনেক ধন্যবাদ ভাইজান, দোর দেখাইয়েন না কো, আমি ভুই পাই।
৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮
মাহমুদ০০৭ বলেছেন: অই মিয়াহ এই সব কি লিখেন ? দিমু নি ব্যান কইরা ? গর.।.।.।.।.।.।.।।।
লেহাডা ভালা পাইলাম
কবিরে সেলাম ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভছ, আমি কি অলরেডি ব্যান খাইছি?????????
১০|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
মাক্স বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হাহাহা ধন্যবাদ ভাইয়া।
১১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০
রুদ্র মানব বলেছেন: ঝাকানাকা হইছে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হাহাহাহা অনেক ধন্যবাদ রুদ্র ভাই।
১২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪
শিশেন সাগর বলেছেন: বড়োই সৌন্দর্য ।।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১
স্বপনবাজ বলেছেন: ছবিকটা মনে ধরছে !
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আহ হা দাদা
১৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০
রাফা বলেছেন: মিস্টিও না নোনাও না।
ঝাল শুধুই ঝাল।
ভালো হইছে অনু-কোবতে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেমতে কি ভাই ভয় দেখান কেন??? :-&
১৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩
নরকের রাজপুত্তর বলেছেন: সবই মিষ্টি !!
নোনতা কিছু নাই ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: গবেষণা চালিয়ে যেতে হবে।
১৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭
আমিই মিসিরআলি বলেছেন: ভাই, ৫ নাম্বারে বাচ্চা মাইয়ার ছবি দিলেন কেন ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাঠক যাতে খারাপ কিছু মনে না করেন এবং হাসির ইনোসেন্স ও কিউটনেসের জন্যেই দিয়েছি ভাই।
১৭|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
সিডির দোকান বলেছেন: ভাই এই নগণ্য ব্লগার এক্কান অনু কোবতে লিখেছে, যদি একটু পড়ে দেখতেন-
ওহ্ ঠাপিয়ে
ওহ্ কাঁপিয়ে
ওহ্ নড়লো রে..
ওহ্ সে চড়লো রে..
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইটা ১৮+ ছিল ভাই, ২৫+ না
১৮|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আপনেতো মিয়া পুরাই ভচ। প্রতিবাদি পোস্ট, গল্প, প্রবন্ধ, কবিতা..........আর এখন অনুকাব্য!!!!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সোহরাওয়ারদী শুভ মানের অল রাউনডার হলে যা হয় আর কি!
১৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
নাযীর আহমদ বলেছেন:
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ নাযীর আহমদ ভাই!
২০|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
সিয়ন খান বলেছেন: ++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সিয়ন খান।
২১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হাসতেই আছি, খালি হাসতেই আছি
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Good to see you, better seeing you smiling
২২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
সালমাহ্যাপী বলেছেন: আহা আহা আহা !!!!!!!!!!!!
হাউ লুমান্টিক
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মন্তব্যে লুলাইত থুক্কু পুলকিত হইলাম!!
থেঙ্কু থেঙ্কু
২৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
জাকারিয়া মুবিন বলেছেন: দুষ্টু কবিতা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাঙ্কু সো মাচ ভাইয়া, কবিতা না খালি, ছেলেটাও দুষ্টু মিষ্ট
২৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
আমিভূত বলেছেন:
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনিভুত কেমন আছেন? ভাল লাগেনি বুঝি? কথা নাই কেন???
২৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
লিঙ্কনহুসাইন বলেছেন: এইডা কি কবিতা না লুবিতা
চর্ম বস
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইতা ভাইজান লুলবিতা!!!! হা হা হা হা
২৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
একজন আরমান বলেছেন:
ভালু পুলা কাব্য ভালু হইছে।
কিন্তু আমার কাছে যেইটা কমলার কোয়া আপনার কাছে সেইটা ভাপা পিঠা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সব হল আবহাওয়ার দোষ, শীতকালে একটু উষ্ণতার জন্যে ভাপা পিঠার কাছে আশ্রয় নেওয়া। উত্তাপ উত্তাপ উত্তাপ এর জন্যে
২৭|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
আমি ইহতিব বলেছেন: ভালু পুলার অনুকাব্য পইড়া ডরাইছি
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালু পুলা বড়ই নির্বিষ প্রকৃতির, ডরাইয়েন নাকো!!!
আপ্নেও আমার দুঃখটা বুঝলেন না, কানতে ছাই!
২৮|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
ফালতু বালক বলেছেন: অশ্লীল অশ্লীল হে হে।
মজা পাইলাম পথিক ভাই।
+++++
শুভ কামনা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থেঙ্কু থেঙ্কু থেঙ্কু ভাই, আপনার লেখা পড়েও ভাল লেছে সত্যি।
"দুষ্টুমি মানেই অশ্লিলতা নয়"_মনিষী কয়নাইক্কা, আমি কইলাম
২৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এক্কেরে রুমান্টিক হৈছে।
পিলাচ++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ আপনাকে, মন্তব্যের জন্যে সম্ভবত আমার ব্লগে আপনার প্রথম, অনেক ধন্যবাদ।
৩০|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
গ্রাম্যবালিকা বলেছেন: বাব্বাহ! সিরিয়াস লেখকও রোমান্টিক হয়ে গেছে! কাল রাতে চমৎকার সব পোষ্ট এসেছে দেখি! ভালোই!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সিরিয়াস লেখক? ও মাই! গশ! কি বলছেন কি গো!! উড়ে যাচ্ছি কিন্তু, ধরেন ধরেন
এতো প্রসংশা করলেন থেঙ্কু না দিয়া কি আর পারা যায় বলে দেখি!
৩১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
আমিনুর রহমান বলেছেন: ছেলের তো বিয়ের বয়স হয়ে গেছে দেখছি ![]()
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইবার সত্যি সত্যি মেলা লজ্জা পাইলাম ভাইয়া,
মেয়ে দেখতে পারেন, ছেলের কুনো আপত্তি নাই
হা হা হা হা
৩২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
অনীনদিতা বলেছেন: বাপরে
হাসিতো আর থামেনা
:!> :#>
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যাক লেখাটি কারো তো অন্তত কাজে লাগছে, হাঁসতেই থাকুন, আপনার জন্যে এই কামনা সবসময়য়।
৩৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
প্রিন্স হেক্টর বলেছেন: আহহহ হা রেএএএ :-< :-< :-<
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: চিন্তা কইরেন না, দিন সবারই আসে।
৩৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
ইখতামিন বলেছেন:
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ হবুমোডু ভাই!!
৩৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে।
লুলীয় ভালবাসা,
লুলীয় ভালবাসা এভরিহোয়্যার।
১ নম্বর ছবিটা মারাত্মক ||
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা।
কি আর করব কোন, হৃদয়ে রক্তক্ষরণ এভ্রিডে!!!
৩৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
ইন্সিত বলেছেন: বডই রুমান্টিকত অনুভূত হইল..........
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইযান!! অনুভব করতে থাকেন।
৩৭|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
পলক শাহরিয়ার বলেছেন: বেশ রোমান্টিক।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যেঙ্কু ভাইসাব!!!
৩৮|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
তাসজিদ বলেছেন: লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
লুল,
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লুলাইত ধইন্যা!!
৩৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
একজন আরমান বলেছেন:
ভাপা পিঠা আমারও পছন্দ।
কিন্তু... ...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার আবার "ভাপটা..........."
আপনে লুলগুরুদের একজন, সবই বুঝেন ভাই
৪০|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
তাসজিদ বলেছেন: just kidding.
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মিটু ভাই!!!
৪১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
নিশ্চুপ শরিফ বলেছেন: মিয়া আপনি তো পোষ্ট দিয়ে ফাটায় ফেলতেছেন। ৩ মাসে ১৬০+ পোষ্ট। কয়দিন পড়ে মডু কৌশিকরেও হারাইয়া দিবেন। ![]()
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবই আপনাদের দোয়া!!
৪২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: আসলেই শেষরাতের কবিতা! বিছানাকে উৎসর্গ আপনিই প্রথম করলেন। শেষরাতের কবিতার উৎসর্গ এমনই হওয়া উচিৎ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনে ভুল বুঝলেন কো! আমি ভালু পুলা, ঘুমাইতে জাইতে আছিলাম তো তাই!
৪৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
অস্থির ভদ্রলোক বলেছেন: পুরাই অস্থির
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উখে! অস্থির থেঙ্কু তাইলে!
৪৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
নেংটি ইদুর বলেছেন: প্রথম ছবিটা দেখলে যে কারো লুলানুভূতি জেগে উঠতে বাধ্য :!> কোবতে টেস হইছে। পেলাচ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পরথম কিন্তু আমার, খিয়াল কইরা
৪৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
কয়েস সামী বলেছেন: মজার!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকে!!!!
৪৬|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১
একজন আরমান বলেছেন:
কি যে বলেন না ভাই !
শুধু শুধু লজ্জায় ফেলে দেন। :!> :#>
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরে আরে আরে, আরমান ভাই লজ্জা পায় কেন? রেকর্ড ব্রেকিং ঘটনা ইন মাই বলগ!!! হা হা হা হা হা
৪৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
ল্যাটিচুড বলেছেন: জটিল অনু কাব্য । ভালোলাগা জানিয়ে গেলাম .......।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থেঙ্কু জানাই ভাইয়া, ভাল থাকবেন
৪৮|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
সপ্নাতুর আহসান বলেছেন:
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ নেন ভাইটি!!
৪৯|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
htusar বলেছেন: নরম-গরম মিশিয়ে চরম লাগলো ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক থ্যাঙ্কস!!!
৫০|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
জাওয়াদ তাহমিদ বলেছেন: আমার করতে
ইচ্ছে হয় সে সৃষ্টি।[/si
খাইসে রে !!!!
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
বারে! ইচ্ছা করবেনা বুঝি!!!! সময় এখন. ডট ডট ডট
৫১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৭
স্বাধীন কিবোর্ড বলেছেন: চটী চটী ভাব............।।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০
লোনলিফাইটার বলেছেন:
মেয়েটা কেটা?