নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

◄জামায়াত বিরোধীরা কেন জাতিয়তাবাদীদের টার্গেট? তবে কি ভাই ভাই মিল্যা গেল, আমরা শালার কে!? ►

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

ব্লগে সবসময়য় যারা জামায়াত ও শিবির নামক পাকিস্তানি ডুপ্লিকেট প্রোডাক্টগুলোর বিরুদ্ধে কথা বলছে তাদের শত্রু জামায়াত শিবির তো আছেই, এখন দেখি বিএনপি করে এমন ব্লগাররাও জামায়তিদের মত করেই, ঠিক একই সূর-তাল-লয়-ছন্দে সুন্দর ভাবে গাইছে সাম্যের গান। এখন আপনি যদি জামায়াতিদের কিছু বলেন, ওদের বড় বড় উর্দু বুলির সাথে আপনাকে ফ্রিতে দেওয়া হবে কিছু বাংলা বাহবা। আপনাকে বলা হবে হাম্বালীগ, আপনি আওয়ামীলীগ, আপনি আওয়ামীলীগ, আপনি আওয়ামীলীগ!



যারা জামায়াতের বিরোধিতা করি, তারা আসলে কি হতে পারে?



♣ একজন খাঁটি আওয়ামীলীগ এর সমর্থক।



♣ একজন দেশপ্রেমিক, যে কিনা মুজিব ও একাত্তুরে বিশ্বাস করে।



♣ একজন শুধুই দেশপ্রেমিক যে কিনা জামায়াতের মত সাম্প্রদায়িক অথবা কারো ক্ষেত্রে পাকিস্তান উৎসমুখ থেকে প্রবাহিত দলকে মনে প্রানে ঘৃণা করে।



♣ আর খুব খুব খুব কম ক্ষেত্রে, সে একজন জাতীয়তাবাদী, যে কিনা সত্যি জামায়াতকে ঘৃণা করে, কারন সে দেশকে ভালবাসে।



#মোটকথা দেশপ্রেমিক মাত্রই জামায়াতকে ঘৃণা করতে বাধ্য।

জামায়াতিরা নিজেরাই দাবি করে ইসলামে নাকি জাতীয়তাবাদ বলতে কিছু নেই। বিএনপির ভাইয়েরা মাইন্ড খাইয়েন না, জাতীয়তাবাদ ওরা দেশ প্রেম বুঝায়।




► বিষয়টি খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যে জাতীয়তাবাদীরা জামায়াতকে সমর্থন দিচ্ছে, হয় মোরালি না হয় একেবারে গায়ে উঠে পড়ে। একে বলে সমর্থনের খাতিরে সমর্থন বিরোধিতার খাতিরে বিরোধিতা।



►►►তো জামায়াতকে সমর্থন দিয়ে কি বিএনপি অন্যায় করেছে বা করছে? উত্তর হচ্ছে ১০০০০০০০০০..............∞ বার হ্যাঁ! এখন কাঁদেন, মরেন, মাথা আছড়ান এইটা ধ্রুব সত্য। ইতিহাস কপচানোর সময় ইচ্ছা কোনটাই নাই, সবাই জানে, জাতীয়তাবাদীরাও।



দেশপ্রেমিক= আওয়ামীলীগ? ►►► না!



♣ আর যদি বলেন হ্যাঁ? তাহলে জাতীয়তাবাদীরা কি?

তাই দেশের পক্ষে জামায়াতের বিপক্ষে লড়লে ট্যাগ লাগান হাম্বালিগ? নিজের গায়েও কি সাথে সাথে রাজাকার ও পাকিস্তানি দালাল এবং দেশবিরোধী ট্যাগ লাগিয়ে নিলেন না????



►►আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনারা এড়িয়ে যাচ্ছেন, আওয়ামীলীগের সমর্থকেরা না রাজাকার সমর্থন করে না একাত্তুরের কলংকজনক অধ্যয়ায়ের ভাগিদার তারা!!! তাই তাদের যদি রাজনীতি করতেই হয়, ব্লগে আওয়ামীলীগের পক্ষেই থাকতে হয়, তাই তারা খুব ভালভাবেই একজন আওয়ামীলীগ সমর্থন হিসেবে থাকতে পারে। কি বলবেন আপনারা তাকে?!



উদাহরণ? অমি রহমান পিয়াল, আছেন না? কি সমস্যা? কিছু করতে পারছেন জাতীয়তাবাদীরা? আওয়ামীলীগ রাজনীতি করতে চাইলে গলা ফাটায় দিয়া করতে পারে, তাদের নেতা নিজামি না যে লুকাচুরি খেলতে হবে। তাই ওই “ছুপা” তত্ত্ব আওয়ামীলীগের বেলায় খাটেনা!


যারা তারপরও জোরে করে জামায়তবিরোধীদের আওয়ামীলীগ সমর্থক ট্যাগ দেন, তাদের মুখে, সে জামায়াত হোক বা বিএনপি, পিছা মারি আমি! আমার স্যান্ডেল তার মুখ। পরিচয় যাই হোক।



◄► জামায়াতের মত কালসাপ বুকে লালন করলে বুকে ছোবলটা বিএনপিই প্রথমে খাবে। ভাই ভাই মিলে যান আপত্তি নাই, তবে মুজিবকে অপমান করতে যাবেন না, কালি জিয়া বা খালেদা আপার গায়েই তখন বেশি পরিমানে গিয়ে লাগবে, কারন কালির পরিমান কার কত সবারই জানা। X((X((



◄◄ আর জায়ামাতিদের বিরুদ্ধে চুপ আছেন বা তাদেরকে যারা আক্রমন করেন তাদের বিরুদ্ধে দুইটা কথা বইলা মনে অনেক শান্তি পাওয়া তথাকথিত “খালেদা ব্রেইনের জাতীয়তাবাদীদের বলি,” বাস্তবতা হলো ছাগবান্ধব বা ছাগু বলতে যা বুঝায় আপনারাও তাহাই! দলকে সমর্থন করতে গিয়ে অন্ধ হয়ে গেছেন। আয়নায় নিজের চেহারাটা দেখুন, তারপরে একটা ছাগলের ছবি ডাউনলোড করুন, দেখেন মিলে যাবে।



মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

তামিম ইবনে আমান বলেছেন: জাতিয়তাবাদী মানেই কি বিএনপি হতে হবে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কঠিন প্রশ্ন, আপ্নেই উত্তর দেন !

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

নির্জন আমি বলেছেন: জাতীয়তাবাদী শব্দটা চেঞ্জ করে ছাগীয়তাবাদী দেন ।

জাতীয়তাবাদী বিএনপির একার সম্পত্তি না ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যাই হোক, টপিক এর সাথে একমত তো?

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

সংকেত মাহমুদ বলেছেন: আমি খেলাফতের পক্ষে মাগার ঐ জারজ জামাতিদের বিপক্ষে ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খেলাফাতের পক্ষে বলতে? সেই উদ্দেশ্যে তো মাঠে ছিল হুজি!

বিপক্ষে আমিও।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

পত্রনবিস বলেছেন: মাঝে মাঝে জাতিয়তাবাদি কি তা নিয়ে মনে সংশয় জাগে । আর জামাতিদের বিরুদ্ধে বললে ত নাস্তিক ঘোষণা করা হয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছাগলে কিনা বলে" এইটা বলা উচিৎ এখন!!!

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

মাহির কাবির বলেছেন: ami ek2 kom bujhi,vai ek2 clear koren...

Sheik saheb naki jatiR pita,ami manlam..amr apotti nai.....

kin2 jamayat shibir jara kre tarao to jatir e ekta onso(apni manen r na manen tara jonmosutre bangali,blv na hole constitution poren),sheikh saheb ki edr o pita..???

tar mane sheik saheb er konna ei jamayat shibir sister ?????

bujhta c na,ek2 clear koren.

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বঙ্গবন্ধু জাতির জনক, তার মানে এই নয় জাতির সবাই তার ঔরসজাত!! আপনার কথাবাত্রায় মনে হচ্ছে যে ব্লগ না, পাবনায় আছি।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন:
সবই তো বুঝলাম ! কিন্তু জামাতের মতো ঘৃনিত এই দলটির রাজনিতী এখনও কেন বর্তমান সরকার নিষিদ্ধ করছে না ! ?

এটা তো আরও আগেই করা উচিৎ ছিলো। আর নিষিদ্ধ করার মতো সংখ্যাগরিষ্তিাও তাদের আছে !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দুইপক্ষই বিষয়টির শেষতা সহিংস চায়। তবে হোক, তাই হোক।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১

নিয়েল ( হিমু ) বলেছেন: পড়ে এসে একবার দেখে যাব কয়টা লেনজা নারায়া গেছে ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিকস! তবে বেশি কেউ আসেনাই, ট্যাগ এর বিরুদ্ধে যুক্তি দিলে জাতীয়তাবাদ চুপ, আবার নিজেরা ট্যাগ নিয়া বহুত চিল্লায়

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

দায়িত্ববান নাগরিক বলেছেন: Eder jonnoi chagura tike ase.... As in real field as in blog. Same picture..

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি ভাই সত্য বলেছেন, উক্ত কথার প্রেক্ষিতে জাতীয়তাবাদীদের কি বলার আছে? উনারা কি হ্যাপি এজ ছাগবান্ধব? কুকে দাবি করতে দেখিনাই যে উনি জাতীয়তাবাদ এবং ছাগুফাইটার কিন্তু পোস্ট দিয়ে বড় বড় কথা বলার প্রজন্ম৮৬ এর কন অভাব নাই!

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

সত্যচারী বলেছেন: মাহির কাবির@ শেখ মুজিব জাতীর পিতা, ঠিক। তিনি বাঙালী জাতীর পিতা। মুখে বাংলা ভাষা বলা পাকিস্তানীদের রেখে যাওয়া অবৈধ সন্তানদের পিতা কেন হতে যাবে।

এটাতো স্পষ্ট যে জামাতীরা এদেশের অবৈধ সন্তান। কারন বাঙালীর জাতির পিতা যখন বাংলা মা কে রক্ষা করার জন্য সংগ্রাম করে যাচ্ছিলো, তখন জামাতীরা ষড়যন্ত্র করে বাংলা মা কে তাদের পাকিস্তানী আব্বাদের হাতে তুলে দিতে চাইছিলো। এই যখন পরিস্থিতি, তখন জামাতীদের অবৈধ সন্তান ছাড়া আর কিই বা বলা যায়? শেখ মুজিব কখনো এই জারজদের পিতা হতে পারে না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথার মত কথা!! ভাই দুর্দান্ত বলছেন।

অঃটঃ সবার সাথে দেখা করার ইচ্ছা আছিল, প্রফাইলে আমার ফেবু পাবেন, যোগাযোগ কইরেন ভাইয়া।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

মাহির কাবির বলেছেন: @sottochari..
vai apnar kothar ste bodhy D pothik vai ekmot hoben na.asole ami kom bujhi,eta amar dos,shikar kori..
jara besi bhuje tara churi dakati krbe r amar mto jara kom bujhi tara hajot khatbe..
etai bodhy niyom....

tobe vai apnar ste ekmot hote parlam na.onek shibir dakc j tardr pita muktijuddho krce.ki jani re bhai..???

jai hok taile to sheikh saheb er namer sase pita laganos age ekta bracket dite hobe.bracket e likhte hbe not for jamayat shibir..
cz jamayt shibir bangladesi by BD constitution

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি বঙ্গবন্ধুকে নিয়ে বলেছেন, পোস্টের জন্যে অপ্রাসঙ্গিক ছিল প্রায়! তাই ওই মন্তব্য করেছি। এবং আমি উনার সাথে একমত হয়েছি।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

নসিমনের যাত্রী বলেছেন: সব ছাগীয়তাবাদির একই রা।মুখে বলে তারা জামাতকে পছন্দ করেনা কিন্তু ব্লগ ফেজবুকে কেউই জামাতের বিরোধিতা বা ছাগুফাইটিংয়ে আসেনা X( X( X( X( X( X( X( X(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, সমস্যার গোরা

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

মাহির কাবির বলেছেন: vai janer voi e nami na..
moira jamu to....
pore amago pidai ramda diye kaita koiben j e silo shibir...
hamba leugue er polapandr amra chini..

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালু

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

মাহির কাবির বলেছেন: vai janer voi e nami na..
moira jamu to....
pore amago pidai ramda diye kaita koiben j e silo shibir...
hamba leugue er polapandr amra chini..

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অনেক সুশীলের মুখে একটা প্রশ্ন শুনি , জামাত কেনো নিষিদ্ধ করছেনা । তাদের কাছে একটা প্রশ্ন একটা বড় এবং প্রভাবশালী দল যখন জামাতা নৈতিক এবং প্রয়োজন মত বিভিন্ন দিকের সমর্থন দিয়ে থাকে , এবং তাদের বাচানোর জন্য বিদেশে গিয়া কান্নাকাটি করে , বিদেশী শক্তিকে এদেশের ব্যবসা বানিজ্যের বারোটা বাজাতে বলে , তখন কি করে তাদের নিষিদ্ধ করবে ?

আজ শুধু অপরাধীদের বিচার করা হচ্ছে বলে , কান্নাকাটির বিচার , যদি নিষিদ্ধের ঘোষনা দেয় , তাহলে হামলা করতে বলবেনা এর গ্যারান্টি কি ?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিও মনে করি আইনের রাস্তায় না হেঁটে নিষিদ্ধ করাটা বেশী সংঘাতমূলক হতে পারে।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

চলতি নিয়ম বলেছেন: নসিমনের যাত্রী বলেছেন: সব ছাগীয়তাবাদির একই রা।মুখে বলে তারা জামাতকে পছন্দ করেনা কিন্তু ব্লগ ফেজবুকে কেউই জামাতের বিরোধিতা বা ছাগুফাইটিংয়ে আসেনা


ছাগু তাড়াতে না আসুক তাতে সমস্যা নাই। কিন্তু যারা বাধা দেয় তারাও ছাগু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.