![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে টাইব্যুনাল-২।
আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে চতুর্থ অভিযোগটি ছাড়া বাকি পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে বলা হয়েছে। প্রমাণ না হওয়া অভিযোগটি হলো- ঘাটার চরে শতাধিক মানুষ হত্যা। ১৯৭১ সালের ২৫ নভেম্বর সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত শতাধিক নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করা হয়। এ ঘটনায় কাদের মোল্লাকে অভিযুক্ত করা হয়েছিল।
ফাঁশির আশা আছিল। তাও, রাজকারের বাচ্চা জেলেই মরব ইনশাআল্লাহ!!
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
দায়িত্ববান নাগরিক বলেছেন: জেলে কিছু হবে না ভাই, বিএনপি আসলেই ছেড়ে দেবে। এটা হতে পারে না। ফাসি ছাড়া আর কিছু মানে ঘাপলা আছে। ফালতু বিচার মানি না।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: আওয়ামিলীগের োয়া দিয়ে এই রায় ভরে দেওয়া দরকার ......ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ার পরও কেন ফাসির রায় দিলো না।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
আদিম পুরুষ বলেছেন: তাহলে ভুল শুনিনি। বাজারে গুজব এবার আওয়ামী লীগ জামাতের সাথে জোট বদ্ধ হয়ে নির্বাচন করবে।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
শিপু ভাই বলেছেন:
হতাশ!!!
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
চলতি নিয়ম বলেছেন: আওয়ামীলীগের কপালে কস্ট আছে। বলে দিলাম
আজ ০৫/০২/২০১৩
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
উৎস১৯৮৯ বলেছেন: ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: আওয়ামিলীগের োয়া দিয়ে এই রায় ভরে দেওয়া দরকার ......ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ার পরও কেন ফাসির রায় দিলো না।
চরমভাবে সহমত।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
অপরিচিত অতিথি বলেছেন: hopeless hoia gelam.
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
মোমের মানুষ বলেছেন: জামাতের সাথে আওয়ামিলীগের মনে গোপন আতাত হয়েছে, এটা আগেই ধারনা করেছিলাম। এখন বাস্তবিকই তাই হল।
একটারে ও মৃত্যুদন্ড দিবে না। বাচ্চুরে বুইঝা শুনাই ফাসির রায় দিছে। কারন তারে আর ধরতে পারব না। আর এগরে ফাসি দিব না বরং জেল দিব, বা ঝুলাইয়া রাখব। যাতে করে নেক্সট সরকারের সময় বেরিয়ে যেতে পারে আর আগামীতে ভোট ভিক্ষা চাইতে হইবে না........।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
মুহাই বলেছেন: কী বালের বিচার করলো তাহলে?
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি যতদূর পড়লাম, শতর বেশী মানুষকে গনহত্যা, সেটি প্রমানের অভাবে প্রমানিত হয়নি! কিন্তু বাকি গুলা তো আরও ভয়াবহ! এক খুনের বিচার যেখানে মৃত্যুদণ্ড হতে পারে, সেখানে মানবতাবিরোধী অপরাধের এ কি রায়?
হয়ত বিচার বিভাগের বা আইনের কোন সীমাবদ্ধতা থেকেও থাকতে পারে, তবু আমিও হতাশ!
আশা রাখছি বাকি জানোয়ারগুলোর ফাঁসি দিয়ে বিচার বিভাগ সঠিক কাজটিই করবে!!!!
তবে সরকার এর নির্দেশ এমনটা হয়েছে এটি মানতে পারছিনা কেন জানি! আরও দেখা দরকার, বাকি যেগুলা আছে সবগুলো আরও ভয়াবহ অপরাধি, এদের কাউকে ছাড় দিলে বুজছি! আন্দোলনে কার বিপক্ষে নামতে হবে!
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
অরিয়ন বলেছেন: আইনের কোন সীমাবদ্ধতার কথা বলে মানুষিক শান্তি পাওয়ার বৃথা চেষ্টা করে লাভ কি? এটা হলো আওয়ামী ভন্ডামীর জ্বলন্ত উদাহরন। এই ভন্ডদের কারনেই গোলাম আজম এদেশের নাগরিক। এই আওয়ামী ভন্ডরাই ৮৬ ও ৯৬ এ সর্বপ্রথম জামায়াতকে প্রতিষ্ঠিত করেছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আওয়ামীলীগ এর ফল পাবে, ব্যালট বাক্সে থু পড়বে। আর মরব আমরা জনগণ ! শালার ডিফেন্সিভ রাজনিতির গুষ্টি মারি!
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
হাসতেই আছি আমি বলেছেন:
আমাদের দাবী একটাই। ঐ ব্যাটার ফাঁসী চাই।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
ঘুড্ডির পাইলট বলেছেন:
হতাশার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: